নয়াদিল্লি: প্রতীক্ষার অবসান। ভারতের বাজারে দেশের সেরা মাইলেজের গাড়ি (India's most fuel efficient car) আনল মারুতি-সুজুকি (Maruti Suzuki Celerio) । কোম্পানির দাবি, এক লিটার পেট্রলে ২৬.৬৮ কিলোমিটার মাইলেজ দেবে এই গাড়ি। যা হ্যাচব্যাক সেগমেন্টে বাকি সব গাড়িকে ছাপিয়ে যাবে।
Maruti Suzuki Celerio 2021 Price : কত দাম নতুন সেলেরিওর
এন্ট্রি লেভেল এই হ্যাচব্যাকের দাম শুরু হচ্ছে ৪.৯৯ লক্ষ টাকা থেকে। টপ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৬.৯৪ লক্ষ টাকা। তবে এ সবই গাড়ির এক্স শোরুম প্রাইস। অন রোডে স্বাভাবিকভাবেই বাড়বে গাড়ির দাম। নতুন প্রজন্মের ক্রেতাদের নজর কাড়তে এবার লেটেস্ট ফিচার দিয়েছে কোম্পানি। যার মধ্যে সাত ইঞ্চির টাচ স্ক্রিন কন্ট্রোল ছাড়াও রয়েছে পুশ বাটন স্টার্ট-স্টপ, অটো ইঞ্জিন স্টার্ট-স্টপের মতো ফিচার। স্টিয়ারিং হুইলের মধ্যে দেওয়া হয়েছে একাধিক বিষয় নিয়ন্ত্রণের ক্ষমতা।
Maruti Suzuki Celerio 2021 Price : কী কালার ভ্যারিয়েন্ট পাবেন গাড়িতে ?
এই হ্যাচব্যাককে জমকালো রূপ দিতে ফায়ার রেড রঙে আনা হয়েছে গাড়ি। সঙ্গে থাকছে স্পিডি ব্লু, আর্কটিক হোয়াইট , সিলকি সিলভার, গ্লিস্টারিং গ্রে ও ক্যাফেইন ব্রাউন রঙের অপশন। মারুতি সুজুকি ইন্ডিয়ার দাবি এক লিটার পেট্রলে ২৬.৬৮ কিমি মাইলেজ দেবে এই গাড়ি। যা মারুতি বিভিন্ন গাড়ি ছাড়াও দেশের অন্যান্য সব হ্যাচব্যাককে পিছনে ফেলে দেবে।
Maruti Suzuki Celerio 2021 Engine and Safety: কটা এয়ারব্যাগ থাকছে গাড়িতে ?
নতুন সেলেরিওতে তিনটে সিলিন্ডারের ১.০ লিটারের K10c ইঞ্জিন ব্যবহার করেছে মারুতি। এবার ৫ স্পিড ম্যানুয়ালের পাশাপাশি থাকছে ৫ স্পিড অটোমেটিক গিয়ারবক্সের অপশন। Dual Jet, Dual VVT K-Series ইঞ্জিনে এবার থাকছে ইঞ্জিন অটো স্টার্ট-স্টপ অপশনও। সাধারণভাবে ৩৫০০ আরপিএমে ৮৯ নিউটন মিটার টর্ক দেবে এই গাড়ি। ৫০০ আরপিএমে ৪৯ কিলোওয়াট পাওয়ার দেয় এই গাড়ি। ইতিমধ্যেই ১১,০০০ টাকায় প্রি বুকিং শুরু হয়েছে নতুন সেলেরিওয়র। গাড়ির সুরক্ষায় সামনের দুটো সিটে এয়ারব্যাগ দেওয়া হয়েছে। এছাড়াও থাকছে এবিএস ও রেয়ার পার্কিং সেন্সর ক্যামেরা। বিনোদনের জন্য থাকছে অ্যাপল কার প্লে ও অ্যান্ড্রয়েড অটোর সাপোর্ট।
আরও পড়ুন : New Maruti Vitara Brezza: বদলাচ্ছে এই সবকিছু, পিছিয়ে গেল নতুন মারুতি ব্রেজার লঞ্চ