লাহৌর: পাকিস্তানের নতুন কোচ ও প্রধান নির্বাচক হওয়ার পর ক্রিকেটারদের কড়া ডায়েট চার্ট তৈরি করে দিলেন মিসবা-উল-হক। তিনি জানিয়ে দিয়েছেন, ঘরোয়া প্রতিযোগিতা ও জাতীয় শিবির চলাকালীন কোনও ক্রিকেটারের বিরিয়ানি, চর্বিযুক্ত মাংস বা মিষ্টি খাওয়া চলবে না। খাদ্য তালিকায় থাকবে বার্বিকিউয়ের বিভিন্ন পদ, পাস্তা ও বিভিন্ন ফল।
পিসিবি-র এক কর্তা জানিয়েছেন, ‘যখন জাতীয় দলের খেলা থাকে না, তখন পাকিস্তানের ক্রিকেটাররা জাঙ্কফুড, চর্বিযুক্ত খাবার খেয়ে থাকেন। তবে মিসবা সব ক্রিকেটারকে বলে দিয়েছেন, ফিটনেস ও খাদ্য তালিকার হিসেব লিপিবদ্ধ করে রাখতে হবে। কারও ফিটনেসে ঘাটতি থাকলে দলে জায়গা হবে না।’
খাওয়া চলবে না বিরিয়ানি-মিষ্টি, পাকিস্তানি ক্রিকেটারদের কড়া বার্তা নয়া কোচ মিসবার
Web Desk, ABP Ananda
Updated at:
17 Sep 2019 10:33 AM (IST)
খাদ্য তালিকায় থাকবে বার্বিকিউয়ের বিভিন্ন পদ, পাস্তা ও বিভিন্ন ফল।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -