দুবাই: ২০১৯-২০ মরশুমে আইসিসি এলিট আম্পাযারদের প্যানেলে নেই কোনও ভারতীয়।
মঙ্গলবারই এলিট আম্পায়ারদের নতুন প্যানেলের ঘোষণা করেছে আইসিসি। গত মরশুমে ছিলেন ভারতের সুন্দরম রবি। এবছর তাঁকে এলিট প্যানেল থেকে ছাঁটাই করা হয়েছে। বদলে নতুন দুজনের ঠাঁই হয়েছে ওই প্যানেলে।
রবি সম্পর্কে যে রিপোর্ট জমা পড়েছে, তাতে এই ভারতীয় আম্পায়ারের পারফরম্যান্স নিয়ে একাধিক প্রশ্ন তোলা হয়েছে। অন-ফিল্ড হোক বা টিভি -- বিভিন্ন অ্যাসাইনমেন্টে রবির আম্পায়ারিংয়ের গুণমান নিয়ে একাধিক নেতিবাচক রিপোর্ট জমা পড়েছে আইসিসি-র কাছে। বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছরে ভারতীয় আম্পায়ারদের সার্বিক মান অনেকটাই পড়ে গিয়েছে।
৫৩ বছরের রবি অ্যাসেজ সহ ৩৩টি টেস্ট, ৪৮টি ওডিআই ও ১৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে আম্পায়ারের ভূমিকা পালন করেছেন। পাশাপাশি, একাধিক বিশ্বকাপ ও বিশ্ব টি-২০তেও তাঁকে ম্যাচ পরিচালনার ভূমিকায় দেখা গিয়েছে।
আইসিসি জেনারেল ম্যানেজার-ক্রিকেট জিওফ অ্যালারডাইস, প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর ও দুই ম্যাচ রেফারি রঞ্জন মদুগল্লে এবং ডেভিড বুনকে নিয়ে গঠিত আম্পায়ার নির্বাচক কমিটি গতকাল যে প্যানেলের ঘোষণা করেছে তাতে জায়গা পেয়েছেন-- আলীম দার, কুমার ধর্মসেনা, মারে এরাসমাস, ক্রিস গ্যাফানে, রিটার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবরো, নাইজেল লং, ব্রুস অক্সেনফোর্ড, পল রাইফেল এবং রড টাকার। বাদ পড়েছেন সুন্দরম এবং অবসর নিয়েছেন ইয়ান গুল্ড। সেই জায়গায় ঢুকেছেন ইংল্যান্ডের মাইকেল গাফ ও ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন।