ভারত কোনওভাবেই বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বাদ দিতে পারে না, বলছেন বিসিসিআই কর্তা
Web Desk, ABP Ananda | 21 Feb 2019 09:00 PM (IST)
মুম্বই: পুলওয়ামায় জঙ্গি হামলার পর আসন্ন বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সংশয় দেখা দিয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়, হরভজন সিংহরা পাকিস্তানকে বয়কটের ডাক দিয়েছেন। প্রাক্তন ক্রিকেটার চেতন চৌহান আবার বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বাদ দেওয়ার জন্য আইসিসি-র উপর চাপ সৃষ্টি করার দাবি জানিয়েছেন। তবে বিসিসিআই-এর এক কর্তা বলছেন, তাঁরা কোনওভাবেই বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বাদ দিতে পারবেন না। আইসিসি এই দাবি মানবে না। আগামীকাল দিল্লিতে বৈঠকে বসবেন বিসিসিআই-এর প্রশাসক কমিটি। এই বৈঠকে থাকবেন প্রশাসক কমিটির চেয়ারম্যান বিনোদ রাই ও সদস্য ডায়না এডুলজি। এই বৈঠকে উত্তরাখণ্ড রাজ্য সংস্থা নিয়ে আলোচনা হওয়ার কথা। সেইসঙ্গে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ নিয়েও আলোচনা হতে পারে। ডায়না জানিয়েছেন, ‘আমরা আগামীকাল সব সম্ভাবনা নিয়ে আলোচনা করব। দেশের জন্য যেটা সবচেয়ে ভাল হবে সেটাই করব।’ এই বৈঠকের আগে বিসিসিআই-এর এক কর্তা বলেছেন, ‘আইসিসি-র সংবিধান বা চুক্তি অনুযায়ী কোনওভাবেই বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বাদ দেওয়া যায় না। আইসিসি-র সংবিধান যোগ্যতা অর্জন করা সব দলকেই বিশ্বকাপে যোগ দেওয়ার অধিকার দেয়। ভারত যদি আইসিসি-কে চিঠি লিখে পাকিস্তানকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি জানায়, তাহলে আগে এপ্রিলে বোর্ড মিটিংয়ে ঐকমত্য তৈরি করতে হবে। এখন আর আইসিসি বোর্ডে আমাদের সংখ্যাগরিষ্ঠতা নেই। ফলে এ বিষয়ে ভোট হলে আমরা হেরে যাব। শুধু তাই নয়, আমাদের ২০২১-এর চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৩-এর বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাওয়া নিয়েও সংশয় দেখা দেবে।’