হরিয়ানা: তাঁদের অভিযোগের ভিত্তিতেই দিল্লি পুলিশ চার্জশিট ফাইল করেছিল ব্রিজভূষণ সিংহের বিরুদ্ধে। এবার ইনস্টাগ্রামে স্বামী সত্যব্রত কড়িয়ানকে নিয়ে এসে ভিডিও পোস্ট করলেন সাক্ষী মালিক। মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার প্রতিবাদ করেছিলেন সাক্ষী ছাড়াও বজরং পুনিয়া, ভিনেশ ফোগাতের মত ব্যক্তিত্বরা। সাক্ষীর এই লড়াইয়ে পাশে ছিলেন তাঁর স্বামীও। এবার স্বামীর সঙ্গেই ভিডিও পোস্ট করে সাক্ষী বার্তা দিলেন তাঁদের কোনও লড়াই সরকারের বিরুদ্ধে নয়। কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই তাঁদের। এমনকী কুস্তি সংগঠন এখনও সবাই সংঘবদ্ধ রয়েছে।
১১ মিনিটের বার্তায় সাক্ষী ও তাঁর স্বামী জানান, ''একটা বিষয়ে পরিষ্কার করে দেওয়া উচিত যে আমাদের প্রতিবাদ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়। জানুয়ারিতে আমরা প্রথমে যন্তর মন্তরে আসি, এবং সেখানে বিজেপির দুই নেতার অনুমতি নিয়ে বসার অনুমতি দিয়েছিল পুলিশ।'' ভিডিও বার্তায় আরও জানানো হয়, ''এই বিক্ষোভ কংগ্রেস কখনও সমর্থন করে না। এই ক্রীড়মহলের ৯০ শতাংশের বেশি মানুষ জানেন যে গত ১০-১২ বছরে কুস্তিতে কী চলছে। কয়েক জন সেই বিষয়ে আওয়াজ তুলতে চেয়েছিল শুধু।''
https://www.instagram.com/reel/CtlefIcvEaj/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==
কুস্তিগীরদের পরবর্তী পদক্ষেপ
বিক্ষোভকারীদের পরবর্তী পদক্ষেপ নিয়ে কথা বলতে গিয়ে সাক্ষী মালিক (Sakshi Malik) জানান তাঁদের তরফে তাঁদের উকিল চার্জশিটের একটি কপি চেয়ে অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন। চার্জশিট পাওয়ার পরেই তাঁদের পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। সাক্ষী মালিক এএনআইকে এক সাক্ষাৎকারে জানান, 'চার্জশিটে লেখাই রয়েছে যে ও দোষী। তবে আমাদের উকিলের তরফে চার্জশিটের কপি চাওয়া হয়েছে। যাতে আমরা জানতে পারি ঠিক কী কী ধারায় মামলা দায়ের করা হয়েছে। চার্জশিট হাতে পেলেই আমরা জানতে পারব ধারাগুলি ঠিকঠাক কি না। আমাদের যা যা কথা দেওয়া হয়েছিল, সেইসব কথা রাখা হয়েছে কি না দেখেই আমরা নিজেদের পরবর্তী পদক্ষেপ ঠিক করব। আপাতত আমরা অপেক্ষা করছি।'
পকসো মামলা খারিজ