নয়াদিল্লি: সদ্য ভারতের সীমিত ওভারের দলের অধিনায়কের পদ থেকে সরে যাওয়া মহেন্দ্র সিংহ ধোনিকে ‘দাদা ক্যাপ্টেন’ বলে উল্লেখ করলেন রবি শাস্ত্রী। তাঁর দাবি, সাফল্যের বিচারে ধোনির ধারেকাছে কেউ নেই। ধোনিই ভারতের সেরা অধিনায়ক। তাঁর থেকে বেশ কিছুটা পিছনে থাকবেন ১৯৮৩ বিশ্বকাপ এবং ১৯৮৬ সালে ইংল্যান্ডে টেস্ট সিরিজ জেতানো কপিল দেব, ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ জয়ের কারিগর অজিত ওয়াডেকর এবং টাইহার পতৌদি। আর কোনও ভারত অধিনায়ক এই তালিকায় নেই।
সৌরভের ক্রিকেটার জীবনের শুরু থেকেই তাঁর কট্টর সমালোচকদের তালিকায় উপরের দিকেই ছিল শাস্ত্রীর নাম। এত বছর পরেও ভারতের এই দুই প্রাক্তন অধিনায়কের সম্পর্কের উন্নতি হয়নি। বরং অনিল কুম্বলে ভারতের কোচ হওয়ার পর সম্পর্কের অবনতি হয়েছে। কোচ বাছাই নিয়ে প্রকাশ্যে সৌরভের বিরুদ্ধে তোপ দেগেছিলেন শাস্ত্রী। সৌরভও পাল্টা জবাব দেন। এবার ধোনির প্রশংসা করতে গিয়ে ফের সৌরভকে কটাক্ষ করলেন শাস্ত্রী।
২০০০ সালে সৌরভ যখন ভারতের অধিনায়ক হন, তখন ম্যাচ গড়াপেটাকাণ্ডে ভারতীয় ক্রিকেটের বেহাল দশা। সেখান থেকে টিম ইন্ডিয়া গড়েন সৌরভ। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে তরুণ দল বিদেশের মাটিতে জিততে শুরু করে। যুবরাজ সিংহ, হরভজন সিংহ, বীরেন্দ্র সহবাগ, মহম্মদ কাইফরা সৌরভের সমর্থন ও সাহায্য পেয়েই আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পান। ভারতের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ। কিন্তু ব্যক্তিগত শত্রুতার কারণে সেটা স্বীকার করতে রাজি নন শাস্ত্রী।
ধোনি ‘দাদা ক্যাপ্টেন’, ধারেকাছে কেউ নেই, সৌরভকে কটাক্ষ রবি শাস্ত্রীর
Web Desk, ABP Ananda
Updated at:
09 Jan 2017 11:29 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -