সিডনি: খেলোয়াড়োচিত মানসিকতার পরিচয় দিয়ে অস্ট্রেলিয়ায় প্রশংসিত হলেন ভারতীয় দলের তরুণ পেসার মহম্মদ সিরাজ। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে তিনদিনের গোলাপি বলের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন তিনি যেভাবে চোট পাওয়া ক্যামেরন গ্রিনের পাশে দাঁড়ান, তার জন্যই প্রশংসিত হলেন।

এই ঘটনার সময় ব্যাটিং করছিলেন জসপ্রীত বুমরাহ ও সিরাজ। গ্রিনের একটি বলে স্ট্রেট ড্রাইভ মারেন বুমরাহ। বলটি সোজা গ্রিনের দিকেই যায়। ক্যাচ নেওয়ার চেষ্টা করেন এই পেসার। কিন্তু তিনি ক্যাচ নিতে পারেননি। বলটি তাঁর আঙুলে লেগে মাথার ডানদিকে গিয়ে লাগে। সঙ্গে সঙ্গে তাঁর দিকে ছুটে যান সিরাজ। এরপর বুমরাহও ছুটে যান। মাথায় চোট পাওয়ায় গ্রিন এই ম্যাচে আর খেলতে পারেননি।

অস্ট্রেলিয়ার একাধিক সংবাদমাধ্যমের পক্ষ থেকে ট্যুইট করে বলা হয়েছে, ‘ক্রীড়াসুলভ মানসিকতার জন্য প্রশংসিত হচ্ছেন ভারতীয় ক্রিকেটার মহম্মদ সিরাজ। তরুণ অল-রাউন্ডার মহম্মদ সিরাজের মাথায় বল লাগার পর তিনি যেভাবে সাহায্য করেন, তা অবশ্যই প্রশংসনীয়। এই তারকা অল-রাউন্ডারের দিকে ছুটে যান নন-স্ট্রাইকার মহম্মদ সিরাজ ও আম্পায়ার জেরার্ড অ্যাবুড। মহম্মদ সিরাজের এই আচরণ দুর্দান্ত। তিনি রান নেওয়ার চেষ্টা না করে হাতে থাকা ব্যাট ফেলে দিয়ে গ্রিনের দিকে ছুটে যান। অসাধারণ স্পিরিটের পরিচয় দিয়েছেন তিনি।’

বিসিসিআই-এর পক্ষ থেকেও সিরাজের প্রশংসা করা হয়েছে। ট্যুইট করে বলা হয়েছে, ‘জসপ্রীত বুমরাহর স্ট্রেট ড্রাইভে মাথায় চোট পান ক্যামেরন গ্রিন। সঙ্গে সঙ্গে তাঁর অবস্থা দেখতে চলে যান মহম্মদ সিরাজ।’

এদিকে, ভারতের সঙ্গে অস্ট্রেলিয়া এ দলের তিনদিনের ম্যাচ ড্র হয়ে গেল। এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৯৪ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। সর্বোচ্চ ৫৫ রান করে অপরাজিত থাকেন বুমরাহ। সিরাজ করেন ২২ রান। ওপেনার পৃথ্বী শ ৪০ এবং তিন নম্বরে নামা শুভমান গিল ৪৩ রান করেন। এরপর অস্ট্রেলিয়া এ দলকে ১০৮ রানে অলআউট করে দেন ভারতের বোলাররা। তিনটি করে উইকেট নেন মহম্মদ শামি ও নবদীপ সাইনি। জোড়া উইকেট নেন বুমরাহ। একটি উইকেট নেন সিরাজ।

দ্বিতীয় ইনিংসে ভারতীয় দল ৪ উইকেটে ৩৮৬ রান তুলে ডিক্লেয়ার করে দেয়। শতরান করেন হনুমা বিহারী ও ঋষভ পন্থ। তাঁরা যথাক্রমে ১০৪ ও ১০৩ রান করে অপরাজিত থাকেন। ৬১ রান করেন ময়ঙ্ক অগ্রবাল। ৬৫ রান করেন গিল। অজিঙ্কা রাহানে করেন ৩৮ রান। জবাব দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া এ দল ৪ উইকেটে ৩০৭ রান করার পর ম্যাচ ড্র ঘোষণা করা হয়। ভারতীয় দলের হয়ে শামি এই ইনিংসে জোড়া উইকেট নেন। একটি করে উইকেট নেন সিরাজ ও বিহারী।