মুম্বই: কিংবদন্তী দাবাড়ু। কিন্তু ম্য়াগনাস কার্লসেনের (Magnus Carlsen) সময়টা খুবই খারাপ যাচ্ছে। এবার তিনি হেরে গেলেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের বিরুদ্ধে। কিছুদিন আগেই ১৬ বছরের রমেশবাবু প্রজ্ঞানন্দ তাঁকে হারিয়ে দিয়েছিলেন। এবার আনন্দের বিরুদ্ধে নরওয়ে চেসের ব্লিটস ইভেন্টের সপ্তম রাউন্ডে হেরে গেলেন আনন্দ। তবে পোডিয়াম ফিনিশ করতে পারেননি আনন্দ। চতুর্থ স্থানে থেকেই শেষ করলেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন। 


আনন্দ তাঁর চতুর্থ রাউন্ডে নেদারল্যান্ডসের অনিশ গিরি ও নবম রাউন্ডে ফ্রান্সের ম্যাক্সিমে ভাচিয়ার-লাগ্রাভ বিরুদ্ধে হেরে যান। চতুর্থ স্থানে শেষ করা ভারতের কিংবদন্তি দাবাড়ুর সংগ্রহ ছিল ৫ পয়েন্ট। ৬.৫ পয়েন্ট নিয়ে প্রথম স্থান পেয়েছেন আমেরিকার ওয়েসলি সো। ম্যাগনাস কার্লসেন দ্বিতীয় স্থানে থেকে শেষ করেছেন। 


আর প্রজ্ঞানন্দ হারিয়ে দিয়েছিলেন কার্লসেনকে


মাত্র ১৬ বছর বয়সেই বাজিমাত। বিশ্বের ১ নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিয়েছিলেন তামিলনাড়ুর ১৬ বছরের গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ। অনলাইন র‍্যাপিড চেসের এয়ারথিংস মাস্টার্স টুর্নামেন্টে বাজিমাত করেছিলেন তিনি। পুরো নাম রমেশবাবু প্রজ্ঞানন্দ। কালো ঘুঁটি নিয়ে খেলে ৩৯ চালে আর প্রজ্ঞানন্দের বাজিমাত। আনন্দ, হরিকৃষ্ণের পর তৃতীয় ভারতীয় হিসেবে হারালেন কার্লসেনকে। 


এর আগে ২০১৮ সালে, ১২ বছর বয়সেই গ্র্যান্ডমাস্টার হওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন চেন্নাইয়ের কিশোর আর প্রজ্ঞানানন্দ। সে বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার। ইতালির গ্রেনডাইন ওপেনের শেষ রাউন্ডে ইতালিরই গ্র্যান্ডমাস্টার মোরোনি জুনিয়রকে হারানোর সঙ্গে সঙ্গে এই খেতাব পেয়েছিল সে। বিশ্বের কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার ইউক্রেনের সার্গেই করজাকিন। ২০০২ সালে ১২ বছর ৭ মাস বয়সে গ্র্যান্ডমাস্টার হন তিনি। প্রজ্ঞানানন্দর বয়স ১২ বছর ১০ মাস ১৩ দিন। সবথেকে অল্প বয়সে গ্র্যান্ডমাস্টারদের তালিকায় রয়েছেন আরও এক ভারতীয় পরিমার্জন নেগী। ১৩ বছর ৪ মাস বয়সে এই কৃতিত্ব লাভ করে তিনি চতুর্থ স্থানে রয়েছেন। 


আরও পড়ুন: কোরিয়ার বিরুদ্ধে ৪-৪ ড্র, এশিয়া কাপ হকিতে ফাইনালের স্বপ্ন শেষ ভারতের