গুন্টুর: বিসিসিআইয়ের অনূর্দ্ধ ১৯ একদিনের ম্যাচের সুপার লিগে অবিশ্বাস্য ঘটনা। কেরলের বিরুদ্ধে ম্যাচে নাগাল্যান্ড দল অল আউট হয়ে গেল মাত্র ২ রানে! নয়জন ব্যাট করতে নেমে কোনও রানই করতে পারেনি। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৭ ওভার খেলে স্কোরবোর্ডে মাত্র ২ রানই তোলে নাগাল্যান্ড দল। ২ রানের মধ্যে মাত্র ১ রান এসেছে ব্যাট থেকে। ওপেনার মেনকা ওই একমাত্র রানটি সংগ্রহ করেন।
কেরল জিতল যেভাবে সেটাও একটা প্রহসনের ব্যাপার হয়ে দাঁড়াল। নাগাল্যান্ডের বোলার প্রথম বলটাই ওয়াইড করে। পরের বলে বাউন্ডারি মারে কেরলের ওপেনার।
লোধা কমিটির সুপারিশ অনুযায়ী, বোর্ডকে তাদের স্বীকৃত টুর্নামেন্টগুলিতে উত্তর-পূর্বের রাজ্যগুলিকে অন্তর্ভূক্ত করতে হবে।
এর আগের মাসে ধানবাদে নাগাল্যান্ড বনাম মণিপুরের অনূর্দ্ধ ১৯ একদিনের ম্যাচে ১৩৬ টি ওয়াইড বল হয়েছিল। মণিপুর করে ৯৪ টি ওয়াইড বল।নাগাল্যান্ডের ওই সংখ্যা ছিল ৪২।
বোর্ডের মহিলা অনূর্দ্ধ ১৯ একদিনের ম্যাচে মাত্র ২ রানে আউট নাগাল্যান্ড!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Nov 2017 04:57 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -