নয়াদিল্লি: মাঠে হোক বা মাঠের বাইরে, ভারতের বন্ধু বলে কোনওদিনই তিনি পরিচিত নন। বরং মাঠে যেমন ব্যাট হাতে ভারতের জয়ের পথে বারবার কাঁটা ছড়িয়ে দিয়েছেন, মাঠের বাইরেও সেভাবেই তিনি সরব থেকেছেন।
পাকিস্তানের ক্রিকেটার সেই জাভেদ মিয়াঁদাদ এবার ভারতকে নিষিদ্ধ ঘোষণা করার আবেদন জানালেন বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-র কাছে। সংশোধিত নাগরিকত্ব আইন এবং তার প্রতিবাদে উত্তাল ভারত। সেই পরিস্থিতির উল্লেখ করে মিয়াঁদাদের আর্জি, ভারত সফর এখন আর কোনও বিদেশি ক্রিকেট দলের কাছে নিরাপদ নয়। তাই ভারতকে নিষিদ্ধ ঘোষণা করা হোক।
পাকিস্তানের একটি ওয়েবসাইটে মিয়াঁদাদ বলেছেন, ‘মানুষের জানা উচিত ভারতে কী হচ্ছে। আমি আইসিসি-র কাছে আবেদন করব ওদের বয়কট করতে। পাকিস্তান নয়, সফরকারী দলগুলোর কাছে ভারত বরং একেবারেই নিরাপদ স্থান নয়। খেলোয়াড় হিসাবে ওদের নিন্দা করা দরকার।’
লাহৌরে ২০০৯ সালে শ্রীলঙ্কার টিমবাসের ওপর হামলার পর পাকিস্তান সফর নিষিদ্ধ ছিল। এক দশক পর ফের ঘরের মাঠে টেস্ট ম্যাচ খেলেছে পাকিস্তান। ভারতকেও নিষিদ্ধ ঘোষণা করার ডাক দিলেন মিয়াঁদাদ। বলেছেন, ‘ভারতের পরিস্থিতি নিয়ে সারা বিশ্বে আলোচনা হচ্ছে। পাকিস্তানের হয়ে আমি আবেদন করব, ওদের সঙ্গে খেলার মাঠে সবরকম যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য। সব দেশের উচিত ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।’
মিয়াঁদাদের আগে পাক ক্রিকেট বোর্ডের প্রধান এহসান মানিও বিশ্বক্রিকেটে ভারত সফরকে নিষিদ্ধ ঘোষণা করার আবেদন জানিয়েছিলেন। মানি বলেছিলেন, ‘আমরা প্রমাণ করেছি যে, পাকিস্তান নিরাপদ দেশ। কেউ আমাদের দেশে না এলে তাদের প্রমাণ করতে হবে যে, পাকিস্তান নিরাপদ নয়। তবে এই মুহূর্তে পাকিস্তানের চেয়েও ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ঝুঁকি অনেক বেশি।’
মানির মন্তব্যের কড়া সমালোচনা করেছিলেন বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমল। কটাক্ষের সুরে বলেছিলেন, ‘যিনি বেশিরভাগ সময়ে ইংল্যান্ডে থাকেন, তাঁর পক্ষে ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মন্তব্য করাই অনুচিত। পাকিস্তানে বরং আরও বেশি থাকলে ওখানকার পরিস্থিতি নিয়ে আরও বেশি সচেতন হবেন।’
নিরাপদ নয়, ভারত সফর নিষিদ্ধ ঘোষণা করা হোক, আইসিসি-কে আর্জি মিয়াঁদাদের
Web Desk, ABP Ananda
Updated at:
27 Dec 2019 06:28 PM (IST)
লাহৌরে ২০০৯ সালে শ্রীলঙ্কার টিমবাসের ওপর হামলার পর পাকিস্তান সফর নিষিদ্ধ ছিল। এক দশক পর সম্প্রতি ফের ঘরের মাঠে টেস্ট ম্যাচ খেলেছে পাকিস্তান।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -