প্যারিস: সদ্যই রোলাঁ গ্যারোজ়ে (Roland Garros) ইতিহাস রচনা করেছেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। এ বছরের ফরাসি ওপেন (French Open 2023) জিতেই রাফায়েল নাদালকে পিছনে ফেলে গ্র্যান্ডস্ল্যাম জয়ের নিরিখে সফলতম পুুরুষ খেলোয়াড় হয়ে গিয়েছেন জোকার। এবার খেতাব জয়ের নিজের হারানো স্থানও ফিরে পেলেন জকোভিচ। সদ্য প্রকাশিত এটিপি ব়্যাঙ্কিংয়ে ফের একবার শীর্ষে পৌঁছে গিয়েছেন সার্বিয়ান কিংবদন্তি।


ফরাসি ওপেনের ফাইনাল ক্যাসপার রুডকে স্ট্রেট সেটে হারিয়ে নিজের ২৩তম গ্র্যান্ড স্ল্যাম জেতেন জকোভিচ।  ৭-৬, ৬-৩, ৭-৫ স্কোরলাইনে স্ট্রেট সেটে নরওয়ের রুডকে হারান জকোভিচ। এই জয়ের সুবাদেই কার্লোস আলকারাজকে পিছনে ফেলে ব়্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান দখল করে নিলেন জকোভিচ। ফরাসি ওপেন শুরুর আগে আলকারাজই শীর্ষে ছিলেন বটে। তবে সেমিফাইনালে তাঁকেই হারান জকোভিচ। এবার তাঁর থেকে ব়্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও কেড়ে নিলেন জকোভিচ।


জকোভিচই প্রথম খেলোয়াড় যিনি চারটি গ্র্যান্ডস্ল্যামের (অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন, উইম্বলডন ও যুক্তরাষ্ট্র ওপেন) প্রত্যেকটিই অন্তত তিনবার করে জিতেছেন। গ্র্যান্ডস্ল্যাম তো বটেই, বড় খেতাব (গ্র্যান্ড স্ল্যাম, অলিম্পিক্স সিঙ্গলসে স্বর্ণপদক, এটিপি ফাইনাল ও এটিপি মাস্টার্স ১০০০) জয়ের নিরিখেও কিন্তু তাঁর দুই প্রতিদ্বন্দ্বীকে রাফায়েল নাদাল ও রজার ফেডেরারকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন। জকোভিচ ২৩ গ্র্যান্ড স্ল্যাম, ৩৮টি এটিপি মাস্টার্স, ছয়টি এটিপি ফাইনাল মিলিয়ে মোট ৬৭টি বড় খেতাব জিতেছেন। সেখানে নাদাল তাঁর থেকে অনেকটাই পিছিয়ে। স্প্যানিয়ার্ডের দখলে ৫৯টি খেতাব রয়েছে। অবসর নেওয়া বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা টেনিস খেলোয়াড় ফেডেরার ৫৪টি বড় খেতাব জিতেছেন।


ফরাসি ওপেন জিতে জকোভিচ আরও একটি কৃতিত্ব গড়লেন। ৩৬ বছর ২০ দিন বয়সে সবচেয়ে বেশি বয়সি টেনিস প্লেয়ার হিসেবে লাল সুড়কির কোর্টে খেতাব জিতলেন। এদিকে যে নাদালকে টেক্কা দিয়ে গ্র্যান্ডস্লাম জয়ের নিরিখে সবার ওপরে চলে গেলেন, সেই নাদাল ট্যুইটে শুভেচ্ছা জানালেন জোকারকে। সোশ্যাল মিডিয়ায় সার্বিয়ান তারকার উদ্দেশে রাফা লেখেন, 'অসাধারণ এই কৃতিত্বের জন্য তোমাকে অনেক শুভেচ্ছা জকোভিচ। ২৩ এমন একটি সংখ্যা, যা কয়েক বছর আগে ভাবতেও অসম্ভব মনে হত। তুমি আজ করে দেখালে। পরিবার এবং দলের সঙ্গে এই জয় উপভোগ করো।'


এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: চুলের রুক্ষ-শুষ্ক ভাব দূর করতে সারাবছরই প্রয়োজন যত্ন, কীভাবে পরিচর্যা করবেন?