নয়াদিল্লি: 'ওপেন ইরা'তে পুরুষ টেনিস খেলোয়াড় হিসাবে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ের মালিক নোভাক জকোভিচ (Novak Djokovic)। সার্বিয়ান তারকা সদ্যই উইম্বলডনে কার্লোস আলকারাজের বিরুদ্ধে ফাইনালে পরাজিত হলেও, তাঁর দখলে ইতিমধ্যেই ২৩টি স্ল্যাম জয়ের কৃতিত্ব রয়েছে। জকোভিচের দুর্দান্ত ফিটনেস সত্ত্বেও তাঁর বয়স ৩৬ পার হওয়ায় ইতিমধ্যেই তাঁর অবসরের জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছে। এবার এই নিয়ে মুখ খুললেন টেনিস তারকার বাবা সার্ডান জকোভিচ (Srdjan Djokovic)।
'জোকার'-র বাবা চান তাঁর ছেলে ২০২৪ সালের শেষেই অবসর নেন। তাঁর মতে এবার নোভাকের জীবনের পরবর্তী অধ্যায় উপভোগ করার সময় এসেছে। তিনি বলেন, 'আমার ওর কাছ থেকে যা প্রত্যাশা ছিল, তা সাত-আট বছর আগেই পূরণ করে ফেলেছে ও। বাকিটা তো উপরি পাওনা। এখনই ওর কেরিয়ার শেষ হচ্ছে না। তবে বাবা হিসাবে আমার ইচ্ছা বছর দেড়েক পর ও এই অত্যন্ত কঠিন কাজটায় ইতি টানুক। শারীরিক ও মানসিকভাবে এটা খুবই চ্যালেঞ্জিং। বিগত ৩০ বছর ধরে ও নিজের সর্বস্বটা এইদিকেই উজাড় করে দিয়েছে ফলে আর বাকি কিছুর জন্য ওর কাছে তেমন সময়ই ছিল না।'
নোভাকের বাবা চান শুধু টেনিস খেলোয়াড় হিসাবে নয়, অবসরের পর তাঁর ছেলে যা যা করবে, সেইজন্যও যেন তিনি স্মরণীয় গয়ে থাকেন। 'টেনিস তো ওর জীবনের একটা অঙ্গ, গোটা জীবন তো নয়। আমি চাই কেরিয়ার শেষের পর ও যা যা করে তার জন্যও যেন ওকে মনে রাখা হোক। আশা করছি ও পরের বছরই টেনিসকে বিদায় জানাবে। তবে গোটা বিষয়টাই ওর উপর নির্ভরশীল। আমার দিক থেকে আমি যদি বলি, তাহলে বলব ও এখনই অবসর নিতে পারে। নিজের কেরিয়ারে ও যা যা সম্ভব সবই জিতেছে।' যোগ করেন তিনি।
প্রসঙ্গত, পরের বছর মে মাসেই ৩৭-এ পা দেবেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। তবে তাঁর ফিটনেস দেখে তা বোঝা দায়। উইম্বলডনেও তাঁকে বলতে শোনা যায় যে '৩৬ বছর তো বর্তমানে নতুন ২৬ বছর।' তাই জকোভিচের বাবার এহেন মন্তব্য সকলকেই বেশ চমকেই দিয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: আটলান্টার বিরুদ্ধে জোড়া গোলেই বিশেষ মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি