প্যারিস: ২০০৬ সালে প্রথমবার টেনিস কোর্টে সাক্ষাৎ পরস্পরের। এরপর থেকে ২ জনের মধ্যে ১৬ বছরে একাধিক ঐতিহাসিক ম্যাচের সাক্ষী থেকেছে সমর্থকরা। রজার ফেডেরারের (Roger Federer) জমানায় রাফায়েল নাদাল (Rafael Nadal) ও নোভাক জকোভিচ (Novak Djokovic) ধীরে ধীরে নিজেদের প্রতিষ্ঠিত করে তুলেছেন। জােকার বাকি ২ জনের থেকে বয়সে ও অভিজ্ঞতায় কিছুটা ছোট। কিন্তু তাঁর উপস্থিতিত গোটা বিশ্বকে চমকে দিয়েছে গত ১৬ বছরে। নাদাল ও জোকার আরও একবার মুখোমুখি হতে চলেছেন আজ রাতে ফরাসি ওপেনের কোর্টে। কে বাজিমাত করবেন? কে এগিয়ে ম্যাচে? ইতিহাস, পরিসংখ্যান কী বলছে, একনজরে দেখে নেওয়া যাক -


২ জনের মুখোমুখি সাক্ষাৎ


২০০৬ সালে ফরাসি ওপেনের মঞ্চেই প্রথমবার ২ টেনিস তারকা মুখোমুখি হয়েছিলেন। সেই ম্যাচে তৃতীয় সেটে লড়াইয়ের আগেই আহত হয়ে সরে দাঁড়ান জকোভিচ। ম্যাচ জিতে নেন নাদাল। এরপর থেকে ২ জনে এই কয়েক বছরে মোট ৫৮ বার মুখোমুখি হয়েছেন। সার্বিয়ান টেনিস তারকা টেক্কা দিয়েছেন নাদালকে। মোট ৩০ বার জয় ছিনিয়ে নিয়েছেন তিনি। নাদালের ঝুলিতে জয় ২৮টি। 


ক্লে কোর্টে কে এগিয়ে?


ক্লে কোর্ট বরাবরই পয়া কোর্ট নাদালের কাছে। লাল মাটির কোর্টে নাদাল জকোভিচের থেকে লড়াইয়ে এগিয়ে। এই কোর্টে দু জনের সাক্ষাতে নাদাল এগিয়ে ১৯-৮ ব্যবধানে। যদিও এই কোর্টে শেষ সাক্ষাতে ২ জনের লড়াইয়ে শেষ হাসি হেসেছিলেন জকোভিচই। পাঁচ সেটের লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়েছিলেন সার্বিয়ান তারকা।





দুরন্ত ফর্মে জোকার


মাদ্রিদ ওপেনে সেমিতে হেরে গিয়েছিলেন। কিন্তু এরপর থেকে আর তাঁকে থামানো যায়নি। ইতালিয়ান ওপেন জিতেছিলেন কোনও সেট না হেরে। এবার ফরাসি ওপেনেও কোনো সেট এখনও পর্যন্ত না হেরে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন নোভাক জকোভিচ। দিয়েগো সোয়ার্ৎজোম্যানকে ৬-১, ৬-৩, ৬-৩ ব্যবধানে হারিয়ে দিলেন বিশ্বের ১ নম্বর টেনিস তারকা।