সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: দিগন্ত বিস্তৃত কাশবনের মধ্য়ে দিয়ে ছুট দুই ভাইবোনের। ট্রেন দেখার উত্তেজনায় বুকের মধ্যে ধুকপুক। লেখা পড়েই কতশত মানুষ একাত্ম বোধ করেছিলেন অপু-দুর্গার সঙ্গে। ট্রেন দেখায় আজকাল তেমন উৎসাহ দেখা যায় না বটে। কিন্তু সেই ট্রেনকে ভরসা করেই পড়ুয়াদের স্কুলে ফেরানোর তৎপরতা দেখা গেল উত্তর দিনাজপুরে। সেখানে একটি প্রাথমিক স্কুলকে রং করে আস্ত ট্রেন বানিয়ে ফেলা হয়েছে।


পড়ুয়াদের স্কুলমুখী করতে উদ্যোগ


উত্তর দিনাজপুরের (North Dinajpur News) চোপড়ার (Chopra News) ঘটনা। সেখানকার চোপড়া ব্লকের দলুয়া সরস্বতী প্রাথমিক বিদ্যালয়টি দৃশ্যত ট্রেনে পরিণত হয়েছে। করোনাকালে বহু পড়ুয়া স্কুলছুটের দলে নাম লিখিয়েছিল। এক মাসের গ্রীষ্মকালীন ছুটিও ইন্ধুন জুগিয়েছিল তাতে। তাদের ফেরাতেই এমন অভিনব উদ্যোগ বলে জানা গিয়েছে (School Turned into Train)। 


স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, পড়ুয়াদের স্কুলমুখী করতে হিমশিম খেতে হচ্ছে। তাদের উৎসাহিত করতে ভাবনা-চিন্তা চলছিল। শেষ মেশ, রং, তুলি নিয়ে স্কুলবাড়িটিকেও আস্ত ট্রেনে পরিণত করার ভাবনা আসে।  সেই মতো কাজ শুরু হয়। রংয়ের কাজ শেষ হওয়ার পর সকলেই সন্তুষ্ট বলে জানিয়েচেন স্কুল কর্তৃপক্ষ। 


আরও পড়ুন: Mamata Banerjee Update: ১০০ দিনের কাজের বকেয়া, ইডি-সিবিআই নিয়ে ফের কেন্দ্রকে আক্রমণ মমতার


পড়ুয়াদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এমন উদ্যোগ বলে দাবি বিদ্যালয় কর্তৃপক্ষের। তাঁদের আশা, স্কুলের ওমনম ভোলবদল আকর্ষিত করবে পড়ুয়াদের, ফের স্কুলমুখী হবে তারা।  স্কুল কর্তৃপক্ষের এমন উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারাও।  ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে আর ঝক্কি পোহাতে হবে না বলে আশাবাদী তাঁরাও। 


পড়ুয়ারা স্কুলে ফিরবে বলে আশাবাদী সকলে


স্থানীয় ঘিরনীগাঁও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোকসেদুর রহমান বলেন, "স্কুলের প্রধান শিক্ষকের এই উদ্যোগ সত্যিই প্রশংসমীয়। দেখতে খুব ভাল হয়েছে।" এই দৃশ্য দেখার পর পড়ুয়ারা স্কুলে আসবে বলে তিনিও আশাবাদী।