NZ vs AUS, T20 WC LIVE: ১৫ বছরের অপেক্ষার অবসান, টি-টোয়েন্টিতে বিশ্বজয় অস্ট্রেলিয়ার

T20 WC 2021, Match 45, NZ vs AUS: ২০১০-এ ফাইনালে উঠেও ইংল্যান্ডের কাছে হেরে যায় অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড এবারই প্রথম ফাইনালে উঠল। ফলে ক্রিকেটদুনিয়া সংক্ষিপ্ততম ফর্ম্যাটে নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে।

abp ananda Last Updated: 14 Nov 2021 11:26 PM
NZ vs AUS, T20 LIVE: টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। 

NZ vs AUS, T20 WC LIVE: জয়ের হাতছানি অজিদের

জয়ের আরও কাছে অস্ট্রেলিয়া। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের হাতছানি ক্যাঙ্গারুদের

NZ vs AUS, T20 LIVE: অর্ধশতরান মিচেল মার্শের

অর্ধশতরানের ইনিংস খেললেন মিচেল মার্শ। 

NZ vs AUS, T20 WC LIVE: ৫৩ রানে আউট ওয়ার্নার

৫৩ রান করে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড ওয়ার্নারের। 

NZ vs AUS, T20 LIVE: ১২ ওভারে অস্ট্রেলিয়া ১০৬/১

১২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার স্কোর ১০৬।

NZ vs AUS, T20 WC LIVE: ৩৪ বলে অর্ধশতরান ওয়ার্নারের

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে অর্ধশতরান ডেভিড ওয়ার্নার। ৩৪ বলে অর্ধশতরান অজি ওপেনারের।

NZ vs AUS, T20 LIVE: ১০ ওভারে নিউজিল্যান্ড ৮২/১

প্রথম ১০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেট হারিয়ে ৮২। ক্রিজে রয়েছেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। 

NZ vs AUS, T20 WC LIVE: ৫ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ৪০/১

প্রথম ৫ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ৪০/১।

NZ vs AUS, T20 LIVE: ৫ রানে আউট ফিঞ্চ

অজি শিবিরে প্রথম আঘাত হানলেন ট্রেন্ট বোল্ট। ৫ রানে আউট অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। 

NZ vs AUS, T20 WC LIVE: ব্যাটিংয়ে নামল অস্ট্রেলিয়া

ব্যাট করতে নামলেন ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। 

NZ vs AUS, T20 LIVE: ২০ ওভারে কিউয়িদের স্কোর ১৭২/৪

২০ ওভারের শেষে ৪ উইকেট হারিয়ে বোর্ডে ১৭২ রান তুলে নিল নিউজিল্যান্ড। 

NZ vs AUS, T20 WC LIVE: ৮৫ রানে আউট উইলিয়ামসন

নিউজিল্যান্ডের চতুর্থ উইকেটের পতন। ৮৫ রান করে ফিরে গেলেন কেন উইলিয়ামসন। 

NZ vs AUS, T20 LIVE: আউট ফিলিপস

আউট গ্লেন ফিলিপস। কিউয়িদের তৃতীয় উইকেটের পতন।

NZ vs AUS, T20 WC LIVE: দুবাইয়ে উইলিয়ামসন ঝড়

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঝড়ের গতিতে রান করছেন কেন উইলিয়ামসন। 

NZ vs AUS, T20 LIVE: অর্ধশতরান পূরণ কেন উইলিয়ামসনের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অর্ধশতরান পূরণ করলেন কেন উইলিয়ামসন। 

NZ vs AUS, T20 WC LIVE: ২৮ রানে প্যাভিলিয়নে ফিরলেন গাপ্টিল

নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন। অ্যাডাম জাম্পার বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন গাপ্টিল।

NZ vs AUS, T20 LIVE: ১০ ওভার শেষে নিউজিল্যান্ড ৫৭/১

১০ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১ উইকেট হারিয়ে ৫৭।

NZ vs AUS, T20 WC LIVE: পাওয়ার প্লে-তে নিউজিল্যান্ড ৩২/১

পাওয়ার প্লে শেষে নিউজিল্যান্ডের স্কোর ১ উইকেট হারিয়ে ৩২।

NZ vs AUS, T20 LIVE: আউট মিচেল, আঘাত হানলেন হ্যাজেলউড

নিউজিল্যান্ডের প্রথম উইকেটের পতন। জশ হ্যাজেলউডের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন ডারিল মিচেল।

NZ vs AUS, T20 WC LIVE: ওপেনে নামলেন গাপ্টিল, মিচেল

শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। নিউজিল্যান্ডের হয়ে ওপেনে নামলেন মার্টিন গাপ্টিল ও ডারিল মিচেল। অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ওভার করছেন মিচেল স্টার্ক।

NZ vs AUS, T20 LIVE: নিউজিল্যান্ড একাদশে টিম সেইফার্ট

ডেভন কনওয়েকে এই ম্যাচে পাচ্ছে না নিউজিল্যান্ড। একাদশে টিম সেইফার্ট। অস্ট্রেলিয়া শিবিরে কোনও বদল হয়নি। আগের ম্যাচের একাদশই খেলাচ্ছে তারা। 

NZ vs AUS, T20 WC LIVE: টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

NZ vs AUS, T20 LIVE: আর কিছুক্ষণ পরেই টস

আর কিছুক্ষণ পরেই টস করতে মাঠে নামবেন কেন উইলিয়ামসন ও অ্যারন ফিঞ্চ।

প্রেক্ষাপট

দুবাই: আজ টি-২০ বিশ্বকাপের ফাইনাল (T20 World Cup 2021 Final)। মুখোমুখি দুই প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। দু’দলই এখনও পর্যন্ত একবারও এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০১০-এ ফাইনালে উঠেও ইংল্যান্ডের কাছে হেরে যায় অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড এবারই প্রথম ফাইনালে উঠল। ফলে ক্রিকেটদুনিয়া সংক্ষিপ্ততম ফর্ম্যাটে নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে।


 


একদিনের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার রেকর্ড দুরন্ত। তারাই সবচেয়ে বেশিবার একদিনের বিশ্বকাপ জিতেছে। কিন্তু টি-২০ বিশ্বকাপে অসিদের রেকর্ড অনুজ্জ্বল। এবারের আগে এই প্রতিযোগিতায় নিউজিল্যান্ডের সেরা পারফরম্যান্স ছিল দু’বার সেমি-ফাইনালে পৌঁছনো। তবে এবার দু’দলই অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে উঠেছে।


 


এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপের ইতিহাসে একবারই মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত হওয়া টি-২০ বিশ্বকাপে সেই ম্যাচে জয় পেয়েছিল নিউজিল্যান্ড। তারপর দু’দল এই প্রথম টি-২০ বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে। অতীত রেকর্ড তাঁদের পক্ষে থাকায় বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে পারেন কেন উইলিয়ামসনরা।


 


টি-২০ ম্যাচে দু’দলের লড়াইয়ের রেকর্ড অবশ্য অস্ট্রেলিয়ার পক্ষে। এখনও পর্যন্ত দু’দল ১৪বার টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৯টি ম্যাচই জিতেছে অস্ট্রেলিয়া। পাঁচটি ম্যাচে জয় পেয়েছে নিউজিল্যান্ড।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.