দুবাই: আজ টি-২০ বিশ্বকাপের ফাইনাল (T20 World Cup 2021 Final)। মুখোমুখি দুই প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। দু’দলই এখনও পর্যন্ত একবারও এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০১০-এ ফাইনালে উঠেও ইংল্যান্ডের কাছে হেরে যায় অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড এবারই প্রথম ফাইনালে উঠল। ফলে ক্রিকেটদুনিয়া সংক্ষিপ্ততম ফর্ম্যাটে নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে।


একদিনের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার রেকর্ড দুরন্ত। তারাই সবচেয়ে বেশিবার একদিনের বিশ্বকাপ জিতেছে। কিন্তু টি-২০ বিশ্বকাপে অসিদের রেকর্ড অনুজ্জ্বল। এবারের আগে এই প্রতিযোগিতায় নিউজিল্যান্ডের সেরা পারফরম্যান্স ছিল দু’বার সেমি-ফাইনালে পৌঁছনো। তবে এবার দু’দলই অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে উঠেছে।


এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপের ইতিহাসে একবারই মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত হওয়া টি-২০ বিশ্বকাপে সেই ম্যাচে জয় পেয়েছিল নিউজিল্যান্ড। তারপর দু’দল এই প্রথম টি-২০ বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে। অতীত রেকর্ড তাঁদের পক্ষে থাকায় বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে পারেন কেন উইলিয়ামসনরা।


টি-২০ ম্যাচে দু’দলের লড়াইয়ের রেকর্ড অবশ্য অস্ট্রেলিয়ার পক্ষে। এখনও পর্যন্ত দু’দল ১৪বার টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৯টি ম্যাচই জিতেছে অস্ট্রেলিয়া। পাঁচটি ম্যাচে জয় পেয়েছে নিউজিল্যান্ড।


২০১৫ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়া একদিনের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সেবার জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। ফলে এবার টি-২০ বিশ্বকাপের ফাইনালে বদলা নেওয়ার লড়াই নিউজিল্যান্ডের।


২০১৫ সালের একদিনের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া একবারও কোনও আইসিসি প্রতিযোগিতা জিততে পারেনি। অন্যদিকে, নিউজিল্যান্ড এবার ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে। ফলে তাদের সামনে একই বছরে ক্রিকেটের দুই ফর্ম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুযোগ।


টি ২০ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ কখন শুরু হবে?


আইসিসি টি ২০ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটায়


কোথায় খেলা হবে আইসিসি টি ২০ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ?


আইসিসি টি ২০ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ খেলা হবে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। 


কোন টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হবে আইসিসি টি ২০ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ?


আইসিসি টি ২০ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ  সরাসরি সম্প্রচারিত হবে  স্টার স্পোর্টস 1/1 এইচডি, স্টার স্পোর্টস ২/২ এইচডি, স্টার স্পোর্টস  ১ হিন্দি/১ হিন্দি এইচডি চ্যানেলে। 


আইসিসি টি ২০ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার ম্যাচের লাইভ স্ট্রিমিং কীভাবে দেখা যাবে? 


আইসিসি টি ২০ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার ম্যাচের লাইভ স্ট্রিমিং ভারতে দেখা যাবে ডিসনি+ হটস্টার অ্যাপ ও ওয়েবসাইটে।