কলকাতা:  শুল্ক পুণর্বিন্যাসের পর থেকে এদিনও অপরিবর্তিত রইল পেট্রোল ও ডিজেলের দাম। এর আগে ধারাবাহিকভাবে দাম বেড়েই চলেছিল পেট্রোল ও ডিজেলের। সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে দীপাবলির আগের দিন পেট্রোল ও ডিজেলে উৎপাদন শুল্ক কিছুটা কমায় কেন্দ্র। এরপর বেশ কয়েকটি রাজ্য সরকার ভ্যাট কমানোয় আরও কিছুটা দাম কমেছে পেট্রোল ও ডিজেলের। তবে পশ্চিমবঙ্গ সরকার  ভ্যাট কমানোর ব্যাপারে কোনও সিদ্ধান্ত এখনও নেয়নি। এদিন জ্বালানি তেলের দাম প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। এক্ষেত্রে জ্বালানির দামে কোনও পরিবর্তন হয়নি।   কেন্দ্রের উৎপাদন শুল্ক হ্রাসের পর থেকে পর পর ১০ দিন অপরিবর্তিত রয়েছে পেট্রোল ও ডিজেলের দাম। সরকার এবার দীপাবলির একদিন আগে পেট্রোলে প্রতি লিটার ৫ টাকা ও ডিজেলে প্রতি লিটারে ১০ টাকা কমানোর কথা জানিয়েছিল।


কেন্দ্র সরকার উৎপাদন শুল্ক কমানোর পর পেট্রোল ও ডিজেলের দাম কিছুটা কমেছিল। আজও কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ১০৪.৬৭ টাকা এবং ডিজেল লিটার প্রতি ৮৯.৭৯ টাকা। 


প্রতিদিন সকাল ৬ টায় পেট্রোল ও ডিজেলের দামের কথা জানানো হয়। দামে কোনও পরিবর্তন হলে তা সকাল ৬টা থেকে কার্যকর হয়। এসএমএসের মাধ্যমেও জানা যায় পেট্রোল ও ডিজেলের দাম। ইন্ডিয়ান ওয়েলের গ্রাহকরা 9224992249 নম্বরে ও বিপিসিএল গ্রাহকরা RSP লিখে 9223112222 নম্বরে পাঠিয়ে দাম জেনে নিতে পারেন। এইচপিসিএল গ্রাহকরা HPPrice লিখে 9222201122 নম্বরে এসএমএস পাঠিয়ে দাম জেনে নিতে পারেন। 


উল্লেখ্য, কেন্দ্র শুল্ক হ্রাসের আগে পর্যন্ত বেড়েই চলেছিল পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোলের দাম সেঞ্চুরি পার করে।  জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়ে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ওপর।


আজ দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৩.৯৭ টাকা, ডিজেলের দাম প্রতি লিটারে ৮৬.৬৭ টাকা


মুম্বইতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৯.৯৮ টাকা, ডিজেলের দাম প্রতি লিটারে ৯৪.১৪ টাকা


চেন্নাইতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০১.৪০ টাকা, ডিজেলের দাম প্রতি লিটারে ৯১.৪৩ টাকা