Bangladesh Cricket Team Create History: বাংলাদেশের ঐতিহাসিক সাফল্য। বিশ্বের এক নম্বর দল নিউজিল্যান্ডকে তাদের মাটিতেই হারাল পদ্মাপাড়ের ছেলেরা।উঠে এল ক্রমতালিকার পাঁচ নম্বরে। বুধবার বে ওভালে ইতিহাস গড়েছে বাংলাদেশ। চলতি সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ আয়োজক দলকে ৮ উইকেটে হারিয়েছে। এর আগে বাংলাদেশ নিউজিল্যান্ডের মাটিতে কোনও ফরম্যাটেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোনও ম্যাচে জিততে পারেনি, টেস্ট তো দূরের কথা। পাঁচ দিনের ফরম্যাটে বাংলাদেশ এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়ের কাছাকাছিও পৌঁছতে পারেনি। ২০১৭-তে ৫৯৫ রানের পাহাড় গড়েও হারতে হয়েছিল বাংলাদেশকে। তারপর বুধবার বাংলাদেশ নিউজিল্যান্ডে যে কৃতিত্ব দেখাল, তা ভারত ও পাকিস্তানের মতো শক্তিশালী দলও গত ১১  বছরে পারেনি।  আসলে এশিয়ার কোনও দেশ হিসেবে নিউজিল্যান্ডকে তাদের মাটিতেই টেস্টে হারানোর ঘটনা ঘটেছিল ২০১১ তে। ওই বছর পাকিস্তান নিউজিল্যান্ডকে টেস্ট ম্যাচে হারিয়েছিল। তারপর থেকে পাকিস্তান নিউজিল্যান্ডে পাঁচটি টেস্ট খেলেছে। কিন্তু এর কোনও একটিতেও জিততে পারেনি। 






অন্যদিকে, ভারতীয় দল নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিরুদ্ধে টেস্টে শেষ জয় পেয়েছিল ২০০৯-তে। এরপর টিম ইন্ডিয়া সেখানে ৬ টি টেস্ট খেলেছে। কিন্তু কোনও ম্যাচেই জয়ের স্বাদ পায়নি। আর শ্রীলঙ্কা তো গত ১৬ বছরে নিউজিল্যান্ডকে তাদের দেশের মাটিতে হারাতে পারেনি। নিউজিল্যান্ডে শ্রীলঙ্কা শেষ টেস্ট জয় পেয়েছিল ২০০৬ সালে। 


১৭ টেস্টের পর ঘরের মাঠে হার


নিউজিল্যান্ড তাদের ঘরের মাঠে ২০১৭-র পর প্রথম কোনও টেস্ট ম্যাচে হারল। ওই বছর দক্ষিণ আফ্রিকা বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছিল। এরপর গত পাঁচ বছরে নিউজিল্যান্ডে ঘরের মাঠে ১৭ টেস্ট খেলেছে। এরমধ্যে ১৩ টিতে তারা জয় পেয়েছে। এরপর এই প্রথম তাদের হারের মুখ দেখতে হল। 


SENA দেশগুলির বিরুদ্ধে বাংলাদেশের প্রথম জয়


এই ম্যাচের আগে বাংলাদেশ SENA দেশগুলির (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া)-র মাঠে এই প্রথম কোনও টেস্ট ম্যাচে জিতল। এই দেশগুলিতে বাংলাদেশকে এর আগে দুর্দান্ত টক্কর দিতে দেখা গিয়েছিল। কিন্তু কোনও ম্যাচ জিততে পারেনি। অবশেষে হাতে এল সেই সাফল্য। নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়ে জিতল বাংলাদেশ।