কলকাতা : ভ্যাকসিনের ডবল ডোজ (vaccine double dose) নিয়েও, একবার-দু’বার নয়, একই ব্যক্তির তিন তিন বার করোনা আক্রান্ত হওয়ার মতো ঘটনা! প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়, সিপিএম নেতা কৌস্তভ চট্টোপাধ্যায় এবং কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা। তিনজনই করোনা ভ্যাকসিনের জোড়া ডোজ নিয়েছিলেন। আগে দু’বার করোনা আক্রান্ত হয়েছিলেন। 


তারপরও তৃতীয়বার করোনা আক্রান্ত (Coronavirus) হলেন। এই প্রেক্ষাপটে চিকিৎসকমহলে প্রশ্ন উঠছে, অ্যান্টিবডি এবং ভ্যাকসিনের জোড়া বর্মেও তাহলে করোনাকে ঠেকানো যাচ্ছে না? এবার দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন বেনিয়াপুকুর থানার ওসি। রয়েছেন হোম আইসোলেশনে। এর আগেও করোনা আক্রান্ত হন বেনিয়াপুকুর থানার ওসি অলোক সরকার। শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ায় সেবার ভর্তি করা হয় হাসপাতালে। এবার এখনও পরিস্থিতি তেমন কঠিন হয়নি। 

আরও পড়ুন :


'ঘরে তো ফিরলাম, ভাত জোগাড় হবে তো?' চিন্তায় ঘুম উড়েছে উত্তর দিনাজপুরের পরিযায়ী শ্রমিকদের


পাশাপাশি, সস্ত্রীক করোনা আক্রান্ত কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক অরিজিৎ সিন্হা। মৃদু উপসর্গ নিয়ে রয়েছেন হোম আইসোলেশনে। এর আগে করোনা আক্রান্ত হন ডিসি পোর্ট, ডিসি সাউথ, ডিসি ট্রাফিক সাউথ, ডিসি ফোর্থ ব্যাটেলিয়ন, ডিসি ডিডি স্পেশাল, ডিটেকটিভ ডিপার্টমেন্টের এক শীর্ষ কর্তা, জয়েন্ট সিপি ট্রাফিক, অ্যাডিশনাল সিপি থ্রি দেবাশিস বড়াল-সহ কলকাতা পুলিশের একাধিক কর্তা।


রাজ্যে করোনায় একদিনে প্রায় ৩ হাজার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৯ হাজার ৭৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল এই সংখ্যা ছিল ৬ হাজার ৭৮। আক্রান্তের পাশাপাশি এদিন দৈনিক মৃত্যু বেড়ে হয়েছে ১৬। একইসঙ্গে আজ কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যাও বেড়েছে। একদিনে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৫৯ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। উত্তর ২৪ পরগনায় প্রায় ১ হাজার চারশো জন আক্রান্ত হয়েছেন। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়ার মতো জেলাতেও ক্রমশ বাড়ছে সংক্রমণ।