সন্দীপ সরকার, কলকাতা: একটা সময় ছিল, যখন শ্রীলঙ্কার ম্যাচ মানেই গ্যালারিতে ড্রাম আর বিউগলের কোরাস। বিশ্ব ক্রিকেটের অন্যতম রঙিন ছবি। অর্জুন রণতুঙ্গার শ্রীলঙ্কা সেই সময় বিশ্বচ্যাম্পিয়ন।
ভারতের ম্যাচ থাকলে সচিন-ভক্ত সুধীর গৌতম বা ধোনি-অনুরাগী রামবাবুর রঙিন শরীর, ঘন ঘন পতাকা নাড়া, শঙ্খধ্বনি আর ভারত মাতা কি জয় স্লোগানও ক্রিকেট মাঠের পরিচিত দৃশ্য। বা ধরুন পাকিস্তানের বশির চাচা। যিনি নিজের আলখাল্লাই বানান পাক পতাকার রঙে।
তবে এশীয় ক্রিকেটে গত বছর ৫-৭ ধরে যোগ হয়েছে আরও এক উন্মাদনার ছবি। বাংলাদেশের (Bangladesh Cricket Team) ম্যাচ থাকলেই গায়ে বাঘের ডোরাকাটা রং করে, মাথার ওপর তুলোর বাঘ (টেডি বিয়ারের বঙ্গীয় সংস্করণ) চাপিয়ে হাজির হয়ে যান এক ঝাঁক যুবক। শাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মুস্তাফিজ়ুর রহমানদের মাঠের প্রত্যেকটি সাফল্য উদযাপন চলে গ্যালারিতে। প্রিয় দলের ব্যর্থতায় ভেঙে পড়ার ছবিও রয়েছে। আবেগের এক অদ্ভুত বিস্ফোরণ নিয়ে ভারতের মাটিতে চলতি বিশ্বকাপেও হাজির তাঁরা। বাংলাদেশের ক্রিকেটপ্রেমী।
তাঁদেরই অন্যতম শোয়েব আলি। দল বিশ্বকাপে (ODI World Cup) পাঁচ ম্যাচের চারটিতে হেরে বসে রয়েছে। অথচ উন্মাদনায় ঘাটতি নেই। শনিবার ইজেন গার্ডেন্সে (Eden Gardens) বাংলাদেশের পরের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। চলতি বিশ্বকাপে এটাই প্রথম ম্যাচ ইডেনে। বৃহস্পতিবার ইডেনে তখন বাংলাদেশের ঐচ্ছিক অনুশীলন চলছে। শাকিব আল হাসান নেই। লিটন দাস হোটেলে বিশ্রামে। তাও মাথায় বাঘ চাপিয়ে হাজির শোয়েব। প্রিয় দলের পাশে থাকতে। ইডেন গার্ডেন্সের লোয়ার টিয়ারে দাঁড়িয়ে বলছিলেন, ‘এখান থেকেও ঘুরে দাঁড়ানো সম্ভব। খারাপ সময়েও দলের পাশে আছি। তবে আরও ভাল কিছুর আশা করেছিলাম দলের কাছে। মাঠের বাইরের বিতর্ক দলের খেলায় প্রভাব ফেলেছে বলেই মনে হয়েছে।’ তামিম ইকবাল কাণ্ডের দিকে যেন ইঙ্গিত।
শাকিব আল হাসান আবার অদ্ভুত এক কাণ্ড ঘটিয়ে বসেছেন। মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজয়ের পর দলের সঙ্গে কলকাতায় না এসে উড়ে গিয়েছিলেন বাংলাদেশে। যা নিয়ে হৈ চৈ পড়ে যায়। পরে জানা যায়, নিজের ব্যক্তিগত কোচ নাজমুল আবেদিন ফাহিমের কাছে তালিম নিতে গিয়েছেন শাকিব। নিজের পারফরম্যান্সে তিনি এতটাই অখুশি যে, বিশ্বকাপের মাঝপথে নিজেকে আরও ঘষামাজা করে নিতে চেয়েছেন। যদিও প্রশ্নও উঠে যায়। বলা হয়, অ্যালান ডোনাল্ডের মতো কিংবদন্তি জাতীয় দলের কোচ হিসাবে থাকা সত্ত্বেও কেন ব্যক্তিগত প্রশিক্ষকের প্রয়োজন পড়ল শাকিবের? চোটের জন্য ভারতের বিরুদ্ধে খেলেননি শাকিব। তিনি ঢাকায় ফেরার পর জল্পনা ছড়িয়ে পড়ে, তাহলে কি নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবেন না শাকিব?
তবে বাংলাদেশ শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, শাকিব বৃহস্পতিবার রাতেই কলকাতায় পৌঁছে যাচ্ছেন। শুক্রবার দুপুরে দলের সঙ্গে পুরোদমে প্র্যাক্টিসও করবেন। ডাচদের হারিয়ে একটা মরণকামড় দিতে তৈরি বাংলাদেশ। আর সেই প্রত্যাঘাতে নেতৃত্ব দিতে মুখিয়ে শাকিব।
নেদারল্যান্ডসের ক্রিকেটারেরা এদিনই বিকেলে কলকাতায় পা রেখেছেন। টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার মতো ফেভারিটদের হারিয়ে সারা ফেলে দিয়েছিলেন ডাচরা। বাংলাদেশের বিরুদ্ধে কি ফের কোনও অঘটন ঘটাবেন?
শোয়েব আলিরা অন্তত দলের পাশেই থাকছেন। বলছেন, ‘কলকাতায় আমরা বড় ব্যবধানে জিতব। এই চাপের সময়ে সকলকে এককাট্টা হয়ে লড়তে হবে।’
আরও পড়ুন: বিশ্বকাপের টিকিট নিয়ে অসন্তোষের মধ্যেই সাধারণ ক্রিকেটপ্রেমীদের জন্য বড় খবর সিএবি-র
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial