Motorola Smartphone: ফোল্ডেবল ফোন (Foldable Phone) এখন গ্যাজেট প্রেমীদের কাছে অন্যতম আকর্ষণ। ইতিমধ্যেই একাধিক সংস্থা ফোল্ডেবল ফোন লঞ্চ করে ফেলেছে। তবে এবার এক অভিনব ফোল্ডেবল ফোন লঞ্চ করতে চলেছে মোটোরোলা (Motorola) সংস্থা। শোনা যাচ্ছে, এই ফোনের ডিসপ্লে নাকি র্যাপ করে অর্থাৎ গুটিয়ে নিয়ে কবজিতে বাঁধা যাবে। পরে নেওয়া যাবে অনেকটা রিস্টব্যান্ড বা স্মার্টওয়াচের মতো। লেনোভো অধিকৃত মোটোরোলা সংস্থার এই ফোল্ডেবল ফোনে ফ্লেক্সিবল pOLED ডিসপ্লে থাকতে পারে। Lenovo Tech World 2023 বার্ষিক এই ইভেন্টে এই নতুন ধরনের আধুনিক ও উন্নত ডিসপ্লের কথা প্রকাশ্যে এনেছে কর্তৃপক্ষ। মোটোরোলার এই নতুন ফোনে ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত pOLED স্ক্রিন থাকতে পারে, যা ব্যাকওয়ার্ড বা পিছনের দিকে বাঁকানো যাবে। এর পাশাপাশি কবজির চারপাশে র্যাপ করে রিস্টব্যান্ড বা স্মার্টওয়াচের মতো পরে নেওয়া যাবে।
প্রসঙ্গত উল্লেখ্য, মোটোরোলা সংস্থা নতুন অ্যাডাপ্টিভ ডিসপ্লে কনসেপ্ট প্রকাশ্যে এনেছিল Lenovo Tech World 2023 বার্ষিক ইভেন্টে। এই জাতীয় ডিভাইসে একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত pOLED ডিসপ্লে থাকবে যেটা বাঁকানো যাবে এবং বিভিন্ন আকৃতি দেওয়া সম্ভব হবে ইউজারের প্রয়োজন অনুসারে। এই অ্যাডাপ্টিভ ডিসপ্লে কনসেপ্ট অনুসারে একটি স্ট্যান্ডার্ড অ্যান্ড্রয়েড ফোনকে একটি ফ্ল্যাট আকৃতি দেওয়া যাবে যা আবার গোলাকারে বেঁধে ফেলা যাবে কবজিতে। এছাড়া আরও বিভিন্ন আকৃতি দেওয়া যেতে পারে। কবজিতে বাঁধার ফলে ইউজাররা এই ধরনের স্মার্টফোনে হ্যান্ড ফ্রি এক্সপিরিয়েন্স পাবেন।
মোটোরোলার এই রোলেবল ডিসপ্লের ধারণা চলতি বছর শুরুর দিকে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩- এ একঝলক পাওয়া গিয়েছিল। মোটোরোলা ছাড়াও ভিভো, টিসিএল, ট্র্যাশন হোল্ডিংস এইসব সংস্থাও রোলেবল ডিসপ্লের ধারণা আগামী বছরের মধ্যে প্রকাশ্যে আনতে চলেছে বলে অনুমান করছেন টেক বিশেষজ্ঞরা। মোটোরোলার এই রোলেবল ডিসপ্লে যুক্ত ফোন কবে লঞ্চ হবে তা জানা যায়নি এখনও। তবে এই ফো ইউজাররা রিস্ট বা কবজিতে বেঁধে নেওয়ার পরে স্মার্টওয়াচের মতোই সুবিধা পাবেন।
মোটোরোলা সংস্থা এই রোলেবল ডিসপ্লের ফোন ছাড়াও জেনারেটিভ এআই ফিচার সম্পর্কেও বিবরণ দিয়েছে যার সাহায্যে ইউজাররা নিজেদের ফোন পার্সোনালাইজ করতে পারবেন। এর সঙ্গে মোটোরোলা কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা একটি পার্সোনাল অ্যাসিসট্যান্ট তৈরি করতে চলেছে যার নাম MotoAI, যা ডেস্কটপের পাশাপাশি স্মার্টফোনেও ব্যবহার করা যাবে। এছাড়াও আগামী দিনে আসতে চলেছে এআই কনসেপ্টের মোটোরোলা মডেল, যেখানে ফোনের ক্যামেরা সিস্টেমে ডকুমেন্ট স্ক্যান করার সুবিধা থাকবে।
আরও পড়ুন- চুলের হাজারো সমস্যার সমাধান এই পাঁচ মশলায়, তালিকায় কী কী রয়েছে?