নয়াদিল্লি: ম্যাচ শুরু হওয়ার আগেই বিতর্ক। ভারতের দল নির্বাচন নিয়ে। আফগানিস্তানের (Ind vs Afg) বিরুদ্ধে ম্যাচে আর অশ্বিনকে বাদ দিয়েছে ভারত। পরিবর্তে প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়েছে শার্দুল ঠাকুরকে। অশ্বিন (Ashwin) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বল হাতে সফল হওয়া সত্ত্বেও কেন তাঁকে বাদ দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন অনেকে।
রাজধানীর বুকে অবশ্য শার্দুলকে দিয়ে পুরো দশ ওভার বলই করাতে হল না রোহিত শর্মাকে। ৬ ওভারে ৩১ রান খরচ করে ১ উইকেট নিলেন মুম্বইয়ের মিডিয়াম পেসার। রান খরচ করে ফেললেন এশিয়া কাপের ফাইনালের নায়ক মহম্মদ সিরাজ়ও। ৯ ওভারে ৭৬ রান খরচ করলেন হায়দরাবাদের পেসার।
তবু আফগানিস্তান ইনিংসকে যে ২৭২/৮ স্কোরে বেঁধে ফেলা গেল, তার জন্য সিংহভাগ কৃতিত্ব প্রাপ্য যশপ্রীত বুমরার। একটা সময় বিশ্বকাপে যাঁর খেলা নিয়েই অনিশ্চয়তা ছিল। পিঠের অস্ত্রোপচার। তারপর দীর্ঘদিনের রিহ্যাবিলিটেশন। বিশ্বকাপের মাস খানেক আগে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটান আমদাবাদের পেসার।
কেন তাঁকে নিয়ে এত মাতামাতি, কেন সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে গৌতম গম্ভীর, সকলে তাঁর গুরুত্বের কথা বলে চলেছেন, বুধবার সেটা ফের একবার প্রমাণ করলেন বুম বুম বুমরা। ১০ ওভারে মাত্র ৩৯ রান খরচ করে ৪ উইকেট নিলেন ডানহাতি পেসার।
বুধবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলা রহমানুল্লাহ গুরবাজ় ও ইব্রাহিম জাদ্রান শুরুটা খারাপ করেননি। ২৮ বলে ২১ রান করেন গুরবাজ়। ২৮ বলে ২২ রান করেন ইব্রাহিম। ইনিংসের সপ্তম ওভারে ইব্রাহিমকে ফিরিয়ে প্রথম ধাক্কাটা দেন বুমরা। গুরবাজ়কে তুলে নেন বার্থ ডে বয় হার্দিক পাণ্ড্য। শার্দুলের বলে ফেরেন রহমত। একটা সময় ১৩.১ ওভারে ৬৩/৩ হয়ে গিয়েছিল আফগানিস্তান।
সেখান থেকে প্রত্যাঘাত হাশমাতুল্লাহ ও আজ়মাতুল্লাহ ওমরজাইয়ের ব্যাটে। চতুর্থ উইকেটে ১২১ রান যোগ করেন দুজনে। ৬২ রান করে ফেরেন ওমরজাই। হাশমাতুল্লাহ ৮০ রান করে কুলদীপ যাদবের শিকার। আফগানিস্তানের প্রথম অধিনায়ক হিসাবে বিশ্বকাপের মঞ্চে হাফসেঞ্চুরি করলেন হাশমাতুল্লাহ। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর তুলল আফগানিস্তান। পরীক্ষা এবার ভারতীয় ব্যাটিংয়ের।
আরও পড়ুন: ABP Exclusive: ধোনি বিশ্বকাপ জিতেছে, ওর কৃতিত্ব আমার চেয়েও বেশি, দরাজ প্রশংসায় সৌরভ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন