লখনউ: ওয়ান ডে বিশ্বকাপে (ODI World Cup 2023) আরও একটা দুর্দান্ত জয় ছিনিয়ে নিল আফগানিস্তান (Afganistan Cricket Team)। এবার তারা হারিয়ে দিল নেদারল্য়ান্ডসকে (Netherlands)। ৭ উইকেটে ডাচদের হারিয়ে সেমিফাইনালে ওঠার দৌড়ে আরও কিছুটা এগিয়ে গেল হাসমাতউল্লাহ শাহিদির দল। এমনকী পয়েন্ট টেবিলে পাকিস্তানকে (Pakistan Cricket) টেক্কা দিয়ে দিয়ে দিল তারা। এই জয়ের সঙ্গে সঙ্গেই পয়েন্ট টেবিলে পাঁচে উঠে এসেছে আফগানিস্তান (Afganistan Cricket Team)। এদিন ১৮০ রান তাড়া করতে নেমে ৩১.৩ ওভারেই মাত্র ৩ উইকেট খুুঁইয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় আফগানরা। 


এদিন ১৮০ রান রান তাড়া করতে নেমেছিলেন রহমনউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। এই বিশ্বকাপে আফগানিস্তানের ব্যাটারদের মধ্যে রহমনউল্লাহ নিজে দুর্দান্ত ফর্মে রয়েছেন। তবে এদিন ১০ রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। ইব্রাহিমও ভাল শুরু করেও ২০ রানের বেশি করতে পারেননি। তবে রহমত শাহ ও অধিনায়ক হাসমাতউল্লাহ শাহিদি মিলে দলের স্কোর এগিয়ে নিয়ে যেতে থাকেন। ২ জনেই এদিন অর্ধশতরানের ইনিংস খেলেন। আর দলের জয় নিশ্চিত করেন। রহমত ৫২ রান করে প্যাভিলিয়নে ফিরলেও ক্রিজে টিকে থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন হাসমাতউল্লাহ। ৫৬ রান করে অপরাজিত থাকেন তিনি। আজমাতউল্লাহ ওমারাজি ৩১ রান করে অপরাজিত থাকেন। 


এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ক্রমাগত ব্যর্থ বিক্রমজিতের বদলে এদিন ওয়েসলি বেরসিকে খেলানো হয়েছিল প্রথম একাদশে। কিন্তু তিনিও ব্যর্থ হলেন। ম্যাচের প্রথম ওভারেই মুজিব উর রহমনের বলে লেগবিফোর হয়ে ফিরলেন তিনি মাত্র ১ রান করে। ম্যাক্স ওডড ও কলিম অকারম্যান মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ৪২ রানের ইনিংস খেলেন রান আউট হতে হয় ম্যাক্সকে। ২৯ রান করে রান আউট হন অকারম্যান। অধিনায়ক স্কট এডওয়ার্ডস খাতাই খুলতে পারেননি। তিনিও রান আউট হন। একমাত্র দলের হয়ে অর্ধশতরান হাঁকান সিব্র্যান্ট। তবে তিনিও রান আউট হয়ে যান ৫৮ রানের মাথায়। নিজেদের পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝির জন্য চারজন এদিন রান আউট হন। নিজের ৫৮ রানের ইনিংস ৬টি বাউন্ডারি হাঁকান সিব্র্যান্ট। লোয়ার অর্ডারে আর কেউই সেরকম রান করতে পারেননি আর। 


আফগান বোলারদের মধ্যে এদিন রশিদ খান কোনও উইকেট পাননি। তবে নবীন উল হকের বদলে দলে আসা নূর আহমেদ ২ উইকেট তুলে নেন ৯ ওভারে ৩১ রান খরচ করে। তবে এদিনের সবচেয়ে সফল বোলার ছিলেন আফগানদের মধ্যে অভিজ্ঞ মহম্মদ নবি। তিনি ৯.৩ ওভারে মাত্র ২৮ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন। ১০ ওভারে ৪০ রান খরচ করে ১ উইকেট নেন মুজিব।