কলকাতা: 'বিগ বস ওটিটি'-তে জয়ী হয়েছিলেন এই ইউটিউবার। সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় মুখও তিনি। কিন্তু হঠাৎ গ্রেফতার হতে হল এলভিস যাদবকে। অভিযোগ, নয়ডায় একটি রেভ পার্টির আয়োজন করেছিলেন এলভিস আর সেখানে ব্যবহার করা হচ্ছেল নিষিদ্ধ সাপের বিষ!


রেভ পার্টি থেকে গ্রেফতারের খবর আজও উস্কে দেয় শাহরুখ-পুত্র আরিয়ানের গ্রেফতারির স্মৃতি। মুম্বইয়ের ক্রুজ কর্ডেলিয়া থেকে গ্রেফতার হয়েছিলেন আরিয়ান -সহ বেশ কয়েকজন। অভিযোগ, সেই পার্টিতে মাদক নেওয়া হচ্ছিল। এই অভিযোগে, হাজতবাসও করতে হয় আরিয়ানকে। তবে তাঁর কাছ থেকে কোনোরকম মাদক না মেলায়, বেকসুর খালাস হন আরিয়ান। সমীর ওয়াংখেড়ের মামলা এখনও বিচারাধীন। 


এলভিস যাদবের ঘটনা অবশ্য একটু আলাদা। অভিযোগ, নয়ডার সেক্টর ৫১-র একটি বিলাসবহুল ব্যাঙ্কোয়েটে রেভ পার্টির আয়োজন করেছিলেন এলভিস। সেখানে ভারতীয়দের সঙ্গে হাজির ছিল কিছু বিদেশিনীও। পুলিশ নিষিদ্ধ বস্তু ব্যবহারের খবর পেয়ে সেই পার্টিতে হানা দেয়। উদ্ধার হয় মোট ৯টি সাপ। এর মধ্যে ৫টি ছিল কোবরা। ওই পার্টি থেকে উদ্ধার হয়েছে সাপের বিষও, যা নিষিদ্ধ। এই ঘটনার পরেই, এলভিস সহ তাঁর একাধিক বন্ধুদের গ্রেফতার করেছে পুলিশ। গৌতম বুদ্ধ নগর থানায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 


পিপল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ারের কর্মকর্তা গৌরব গুপ্তাই এলভিস ও বাকি সদস্যদের ওই রেভ পার্টির ভিডিও শ্যুট করেছেন। প্রত্যেকের নামেই দায়ের হয়েছে এফআইআর। ঘটনার তদন্ত চলছে। শুধু সাপের বিষই নয়, বেআইনিভাবে রেভ পার্টির আয়োজন, বিদেশিনীদের আমন্ত্রণ, সাপের বিষ ব্যবহার করা... এমন একাধিক অপরাধের জন্য গ্রেফতার করা হয়েছে এলভিস ও তাঁর সঙ্গীদের। 


সূত্রের খবর, ঘটনায় ইতিমধ্যেই এলভিসকে জেরা করা হয়েছে। তিনি জানিয়েছেন, রেভ পার্টিতে তাঁকে সাপের বিষ সরবরাহ করতেন এক ব্যক্তি। তার নম্বরও দিয়েছেন এলভিস। বন্যপ্রাণ সংরক্ষণ আইনের ৯, ৩৯, ৪৯, ৫০, ৫১ ও ভারতীয় দণ্ডবিধির ১২০বি ধারায় বিগ বস ওটিটি বিজয়ী এই এলভিসের নামে অভিযোগ দায়ের করা হয়। 


সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে এলভিসের একটি ভিডিও। সেখানে একটি সাপ নিয়ে খেলতে দেখা গিয়েছে তাঁকে। প্রকাশ্যে এসেছে সাপের বিষ নিয়ে এক তরুণীর নাচও। এলভিস ও তার বন্ধুদের হেফাজতে রেখে তদন্ত চালাচ্ছে পুলিশ। 


আরও পড়ুন: Telly Mashala: শিমুলকে বিপদে ফেলতে চায় খোদ পরাগ! নিম ফুলের মধুর মহাসপ্তাহ, নজরে টেলি মশালা