AUS vs SA Live: ৩ উইকেটে ম্যাচ জিতে ফাইনালে অস্ট্রেলিয়া, ভারতের সামনে ২০ বছর আগের ক্ষত ভোলার সুযোগ

ODI World Cup 2023 Live: বৃহস্পতিবার সেমিফাইনালে (ODI World Cup) ইডেন গার্ডেন্সে কি ফের ঝড় তুলবেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)?

ABP Ananda Last Updated: 16 Nov 2023 10:10 PM
AUS vs SA Live Score: ৭ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নিল অস্ট্রেলিয়া

৪৭.২ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নিল অস্ট্রেলিয়া। ৩ উইকেটে ম্যাচ জিতে বিশ্বকাপের ফাইনালে ভারতের সামনে প্যাট কামিন্সরা।

AUS vs SA Live Score: ৪০ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৯৩/৭

জেরাল্ড কোয়েৎজ়ের বলে বোল্ড জশ ইংলিস। ৪০ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৯৩/৭। ম্যাচ জিততে আর ৬০ বলে ২০ রান চাই অস্ট্রেলিয়ার।

AUS vs SA Live Score: ম্যাচ জিততে আর ৯৬ বলে ৩৮ রান চাই অস্ট্রেলিয়ার

৬২ বলে ৩০ রান করে জেরাল্ড কোয়েৎজ়ের বলে আউট স্টিভ স্মিথ। ৩৪ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৭৫/৬। ম্যাচ জিততে আর ৯৬ বলে ৩৮ চাই অস্ট্রেলিয়ার।

AUS vs SA Live: ২৮ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৫৫/৫

৫ বলে ১ রান করে শামসির বলে বোল্ড গ্লেন ম্যাক্সওয়েল। ক্রিজে স্টিভ স্মিথ ও জশ ইংলিশ। ২৮ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৫৫/৫। ম্যাচ জিততে আর ১৩২ বলে ৫৮ রান চাই অস্ট্রেলিয়ার।

AUS vs SA Live Score: ১৮ রান করে শামসির বলে এলবিডব্লিউ মার্নাশ লাবুশেন

৩১ বলে ১৮ রান করে শামসির বলে এলবিডব্লিউ মার্নাশ লাবুশেন। ২২ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৩৩/৪।

ODI World Cup Live: ২০৪ বলে ৯৯ রান প্রয়োজন অস্ট্রেলিয়ার

৬২ রান করে কেশব মহারাজ়ের বলে বোল্ড ট্র্যাভিস হেড। ১৬ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১১৬/৩। ২০৪ বলে ৯৯ রান প্রয়োজন অস্ট্রেলিয়ার।

AUS vs SA Live Score: ১১ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৭৭/২

কাগিসো রাবাডার বলে মিচেল মার্শের ক্যাচ অবিশ্বাস্য দক্ষতায় ধরলেন ফান ডার ডাসেন। ১১ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৭৭/২।

AUS vs SA Live Score: ওয়ার্নারকে ফেরালেন এইডেন মারক্রাম

বল করতে এসেই ডেভিড ওয়ার্নারকে (১৮ বলে ২৯ রান) ফেরালেন এইডেন মারক্রাম। ৬.১ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ৬০/১।

AUS vs SA Live: অস্ট্রেলিয়াকে এই পুঁজি নিয়ে রুখে দেওয়া সম্ভব?

৪৯.৪ ওভারে ২১২ তুলল দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়াকে এই পুঁজি নিয়ে রুখে দেওয়া সম্ভব? ইডেনের পিচে বল পড়ে নড়ছে, ঘুরছে। নীচু হচ্ছে। কোনও কোনও বল লাফাচ্ছেও। কোনও দিন বিশ্বকাপের ফাইনাল খেলেনি দক্ষিণ আফ্রিকা। ইডেনে সর্বস্ব দিয়ে ঝাঁপাতে মরিয়া থাকবেন প্রোটিয়া বোলাররা।

ODI World Cup 2023 Live: ৪৯.৪ ওভারে ২১২ রানে অল আউট দক্ষিণ আফ্রিকা

১১৬ বলে ১০১ রানে ফিরলেন মিলার। ৪৯.৪ ওভারে ২১২ রানে অল আউট দক্ষিণ আফ্রিকা। 

AUS vs SA Live Score: কামিন্সকে ছক্কা মেরে সেঞ্চুরি ডেভিড মিলারের

প্যাট কামিন্সকে ছক্কা মেরে সেঞ্চুরি ডেভিড মিলারের। ১১৫ বলে ১০১ রান বাঁহাতি তারকার। ৪৭.১ ওভারে দক্ষিণ আফ্রিকা ২০২/৮।

AUS vs SA Live: ৭৯ রানে ক্রিজে মিলার

৭৯ রানে ক্রিজে মিলার। ১৯ করে অপরাজিত কোয়েৎজ়ে। ৪৩ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৭১/৬।

AUS vs SA Live: ৩১ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১১৯/৬

৪৮ বলে ৪৭ রান করে ট্র্যাভিস হেডের বলে বোল্ড হেনরিখ ক্লাসেন। পরের বলেই এলবিডব্লিউ মার্কো জানসেন। ৪৮ রানে অপরাজিত ডেভিড মিলার। ৩১ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১১৯/৬।

ODI World Cup 2023 Live: ২২ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৭০/৪

প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা ডেভিড মিলার (৩০ ব্যাটিং) ও হেনরিখ ক্লাসেনের (১৬ ব্যাটিং)। ২২ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৭০/৪।

ODI World Cup 2023 Live: অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ বন্ধ রইল ৪৫ মিনিট

ঝিরঝিরে বৃষ্টি কলকাতায়। ইডেনে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ বন্ধ রইল ৪৫ মিনিট।

AUS vs SA Live: বৃষ্টি নামায় বন্ধ হয়ে গেল ম্যাচ

১৪ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪৪/৪, বৃষ্টি নামায় বন্ধ হয়ে গেল ম্যাচ।

AUS vs SA Live Score: ১৩ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩২/৪

মিচেল স্টার্কের বলে ১০ রান করে ফিরলেন এইডেন মারক্রাম। ৬ রান করে হ্যাজলউডের শিকার রাসি ফান ডার ডাসেন। ১৩ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩২/৪।

ODI World Cup 2023 Live: মাত্র ৩ রান করে ফিরলেন কুইন্টন ডি'কক

হ্যাজলউডের বলে মাত্র ৩ রান করে ফিরলেন কুইন্টন ডি'কক। দুরন্ত ক্যাচ প্যাট কামিন্সের। ৮ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১০/২।

AUS vs SA Live: প্রথম ওভারের শেষ বলে কট বিহাইন্ড তেম্বা বাভুমা

মিচেল স্টার্কের প্রথম ওভারের শেষ বলে কট বিহাইন্ড তেম্বা বাভুমা (০)। ২ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২/১।

ODI World Cup Live: প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমার।

প্রেক্ষাপট

কলকাতা: আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর ডাবল সেঞ্চুরি যেন ক্রিকেট মাঠের রূপকথা হয়ে গিয়েছে। যে ইনিংসের রেশ এখনও মন্ত্রমুগ্ধ করে রেখেছে ক্রিকেটবিশ্বকে। ১২৮ বলে অপরাজিত ২০১ রানের ইনিংসকে ভিভ রিচার্ডস (Viv Richards), সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) মতো কিংবদন্তিও ওয়ান ডে ক্রিকেটে সর্বকালের সেরা ইনিংস বলে চিহ্নিত করছেন।


বৃহস্পতিবার সেমিফাইনালে (ODI World Cup) ইডেন গার্ডেন্সে কি ফের ঝড় তুলবেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)? বাংলার ক্রিকেটপ্রেমীরা মুখিয়ে রয়েছেন ম্যাড-ম্যাক্স শো দেখার জন্য। যদিও উদ্বেগের মেঘ তৈরি হয়েছিল অস্ট্রেলিয়া শিবিরে (AUS vs SA)। আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাট করার সময়ই হ্যামস্ট্রিংয়ের পেশিতে টান লেগেছিল। কলকাতায় পা রাখা ইস্তক কিছুটা অস্বস্তিতে ছিলেন অজ়ি অলরাউন্ডার।


আর তারপর থেকেই ইডেনে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটার মাঠে নামবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। উৎকণ্ঠায় ছিলেন বাংলার ক্রিকেটপ্রেমীরাও। যাঁরা সেমিফাইনালের টিকিট কেটে ফেলেছেন। ম্যাক্সওয়েলের সেমিফাইনালে মাঠে না নামা মানে রেস্তোরাঁয় গিয়ে আপনি মাটন বিরিয়ানি অর্ডার দিলেন। দাম মেটালেন। আর তারপর প্লেটে মাটনের দেখা পেলেন না। রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়ে দিল, মাফ করবেন, মাটন শেষ।


বুধবার প্যাট কামিন্সের কাছেও ধেয়ে এল সেই উদ্বেগের ঢেউ। অস্ট্রেলিয়ার অধিনায়ককে জিজ্ঞেস করা হল, ম্যাক্সওয়েলের স্ক্যান করানো হয়েছে। কী আপডেট? কামিন্স বললেন, 'হ্যাঁ, ম্যাক্সি (দলে ম্যাক্সওয়েলের ডাকনাম) ভাল আছে। ও খেলতে পারবে। হ্যাঁ, গতকাল পর্যন্ত ওর অস্বস্তি ছিল। সতর্কতা হিসাবেই স্ক্যান করানো হয়েছে। কোনও সমস্যা রয়েছে কি না, সেটা জানার চেষ্টা করা হয়েছে। সৌভাগ্যবশত, ওর রিপোর্ট ভাল এসেছে। ম্যাক্সি ভাল আছে।'


কামিন্সের কাছে ইডেন গার্ডেন্স সেকেন্ড হোম। কেন? আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন অজ়ি পেসার। ইডেনে খেলার অভিজ্ঞতা কী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্ট্র্যাটেজি তৈরিতে সাহায্য় করবে? কামিন্স বলছেন, 'আমাকে অনেকেই এই কথা বলেন। তবে আমি এই মাঠে খুব বেশি খেলিনি। কারণ আইপিএল তো মাঝে দুবাইয়ে হল। পরে মুম্বইয়ে খেলা হল। ইডেনে আমি অস্ট্রেলিয়া দলের অন্যদের মতোই ম্যাচ খেলেছি। আইপিএলে কমই খেলেছি।'


দক্ষিণ আফ্রিকা কখনও বিশ্বকাপের ফাইনাল খেলেনি। হ্যান্সি ক্রোনিয়ে থেকে গ্রেম স্মিথ - অসাধারণ সব অধিনায়ক দুরন্ত সমস্ত দল নিয়ে বিশ্বকাপে এসেছেন। কিন্তু সেমিফাইনালে গিয়ে বারবার স্বপ্নভঙ্গ হয়েছে। ১৯৯৯ সালের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছেই হেরে বিদায় নিতে হয়েছিল অন্য়তম ফেভারিট প্রোটিয়াদের। যদিও এবার গ্রুপ পর্বে অস্ট্রেলিয়াকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। কামিন্স বলেছেন, 'সেমিফাইনালে এর প্রভাব পড়বে না। প্রত্যেক ম্যাচ শূন্য থেকে শুরু হয়। ওদের বিরুদ্ধে প্রচুর ম্যাচ খেলেছি। এই তো মাস দুয়েক আগেও ওদের বিরুদ্ধে সিরিজ খেলেছি। আমাদের দলে এমন বেশ কয়েকজন আছে যারা এই পরিস্থিতি থেকে ওয়ান ডে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে।'

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.