করাচি: এশিয়া কাপ (Asia Cup) দুঃস্বপ্নের কেটেছে তাঁদের কাছে। সুপার ফোরে উঠলেও, ভারতের কাছে নাস্তনাবুদ হতে হয়েছে। সুপার ফোরের চার দলের মধ্যে সকলের শেষে ছিল পাকিস্তান (Pakistan Cricket Team)। তবে বিশ্বকাপের (ODI World Cup 2023) আগে দলকে মানসিকভাবে চাঙ্গা করছেন বাবর আজ়ম। পাকিস্তানের অধিনায়ক সতীর্থদের মনে করিয়ে দিলেন, কয়েক দিন আগে পর্যন্ত ওয়ান ডে-তে বিশ্বের সেরা দল ছিল পাকিস্তানই। বিশ্বকাপে পাকিস্তানের লক্ষ্যও স্থির করে দিলেন তিনি। সেমিফাইনাল নয়, চাই ট্রফি।
বিশ্বকাপ খেলতে রওনা হওয়ার আগে সাংবাদিকদের বাবর বলেছেন, 'শেষ চারে ওঠা তো খুব ছোট একটা লক্ষ্য। আমরা চ্যাম্পিয়ন হয়ে ফিরতে চাই। টানা ক্রিকেট খেলে চলেছি বলে বিশ্বকাপের আগে লম্বা প্রস্তুতি শিবির করার সুযোগ হয়নি আমাদের। পরিবর্তে আমরা ক্রিকেটারদের ছুটি দিয়েছিলাম। যাতে করে তারা তরতাজা হয়ে ও জয়ের খিদে নিয়ে মাঠে নামতে পারে। জয়ের খিদে থাকলে ভাল খেলা হবেই।'
বাবর যোগ করেছেন, 'এশিয়া কাপে শেষ দুই ম্যাচের আগে একই দল নিয়ে আমরা ভালই খেলছিলাম। হয়তো প্রত্যাশিত ফল হয়নি। তবে ভুল থেকে আমরা শিক্ষা নিয়েছি। ব্যক্তি হিসাবে। দল হিসাবেও। সাপোর্ট স্টাফদের সঙ্গে ভুল নিয়ে আলোচনাও হয়েছে। এশিয়া কাপ আলাদা টুর্নামেন্ট ছিল। বিশ্বকাপ সম্পূর্ণ নতুন টুর্নামেন্ট।'
বিশ্বকাপের আগে স্বস্তিতে নেই পাকিস্তান। কয়েক সপ্তাহ আগেই যাদের বিশ্বকাপের ফেভারিট মনে করা হচ্ছিল, তারাই এখন নানা ঝঞ্ঝাটে বিব্রত। এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে বিপর্যয়। নাসিম শাহ ও হ্যারিস রউফের চোট। শাদাব খানের ফর্ম হারানো। ভিসা সমস্যায় দুবাইয়ে প্রস্তুতি শিবির বাতিল করতে হওয়া। সেই সঙ্গে চুক্তি নিয়ে বোর্ডের সঙ্গে মতভেদ।
বাবর বলছেন, 'আমরা চেষ্টা করছি সব সমস্যা মন থেকে দূর করে খেলায় একশো শতাংশ মনোনিবেশ করা। আমি চেষ্টা করছি যাতে দলে এর কোনও প্রভাব না পড়ে। ড্রেসিংরুমের বাইরে সব কিছু মেটানোর চেষ্টা করছি। চুক্তির বিষয় নিয়ে বলতে পারি, কথাবার্তা চলছে। আশা করছি ভাল ফলই বেরবে।'
আরও পড়ুন: এশিয়ান গেমসে স্বেচ্ছাসেবকদের অসাধ্যসাধন, গোটা স্টেডিয়ামের ময়লা ঘেঁটে হারানো সুইচড অফ ফোন উদ্ধার
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial