নয়াদিল্লি: কে বলে চল্লিশে চালসে!


সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মতো কিংবদন্তি ক্রিকেটারেরা বারবার বলে থাকেন, বয়স নেহাত একটা সংখ্যা। সেই আপ্তবাক্য যে কতটা সত্যি, ফের একবার প্রমাণ করে দিলেন মুশফিকুর রহিম (Mushfiqur Rahim)। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে উইকেটের পিছনে এমন একটা ক্যাচ নিলেন, যা রীতিমতো হইচই ফেলে দিয়েছে।


সোমবার রাজধানী দিল্লিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা (BAN vs SL)। ম্যাচে টস জিতে প্রথম ফিল্ডিং করে নেওয়ার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান (Shakib Al Hasan)। তিনি জানান, শিশিরে ম্যাচের পরের অর্ধে সমস্যায় পড়তে পারেন বোলাররা, তাই এই সিদ্ধান্ত।


শ্রীলঙ্কা ইনিংসের প্রথম ওভারের ঘটনা। বোলার শোরিফুল ইসলাম। তাঁর বল বাঁহাতি ব্যাটার কুশল পেরেরার ব্যাটের কানায় ছুঁয়ে উড়ে যাচ্ছিল স্লিপ কর্ডনের দিকে। তখনই অবিশ্বাস্য ক্ষিপ্রতায় বাঁদিকে শরীর শূন্য়ে ভাসিয়ে বল তালুবন্দি করে নেন মুশফিকুর। ব্যাটার কুশল পেরেরাও যেন বিশ্বাস করতে পারছিলেন না যে, তাঁর ক্যাচ লুফে নিয়েছেন মুশফিকুর।


 






রিপ্লে দেখার সময় জানানো হয়, ক্যাচটি ধরার জন্য মুশফিকুরের রিঅ্যাকশন টাইম ০.৭২ সেকেন্ড। অর্থাৎ, এক সেকেন্ডেরও কম সময়ে দুরন্ত ক্যাচটি নেন মুশফিকুর। সোশ্যাল মিডিয়ায় ক্যাচের ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায়। অনেকেই মন্তব্য করেন, এটা কি মানুষের পক্ষে সম্ভব? কয়েকজন লেখেন, মুশফিকুর সুপারম্যান হয়ে গিয়েছিলেন। কেউ কেউ মন্তব্য করেন, মুশফিকুর এরোপ্লেন। কেউ বলেন বাজপাখি। 


ওয়ান ডে ক্রিকেটে এখনও পর্যন্ত ৫৩ বার একে অন্যের মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। জয়ের পাল্লায় শ্রীলঙ্কা অনেকটা এগিয়ে। ৪২ ম্যাচে জিতেছে তারা। আর বাংলাদেশ জিতেছে মাত্র নয় ম্যাচে। আর বিশ্বকাপে দলদুটি মুখোমুখি হয়েছে তিন বার। তিনবারই জিতেছে শ্রীলঙ্কা। আজ এই পরিসংখ্যান বদলে দেওয়ার পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড়ে নিজেদের ধরে রাখাই মূল লক্ষ্য টাইগারদের।


আরও পড়ুন: ODI World Cup Exclusive: ইডেনে জোড়া রিটার্ন গিফট কোহলির, সেঞ্চুরির পর আফগান জালেবির তালে মাঠেই নাচলেন


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial