সন্দীপ সরকার, কলকাতা: তাঁর জন্মদিন ঘিরে আবেগের এক অদ্ভুত বলয় তৈরি হয়েছিল বাংলায়। একদিকে রাজ্যের প্রশাসনিক প্রধান শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন। অন্যদিকে ভক্তদের সেলিব্রেশন চলছে শহরজুড়ে। কোথাও তাঁর ছবি দেওয়া কেক কাটা চলছে। কোথাও আবার রাস্তা মুড়ে ফেলা হয়েছে কাট আউটে। সিএবি কর্তারাও মূল্যবান স্মারক, আতসবাজির প্রদর্শনীর উপহারের ডালি নিয়ে তৈরি ছিলেন। সঙ্গে ইডেনের শব্দব্রহ্ম। গোটা ম্যাচ জুড়ে চিৎকার চলল, 'বিরাট... বিরাট...'। 'স্যাচিন... স্যাচিন' সোনালি স্মৃতি উস্কে।


কিন্তু ইডেন জনতা কি ঘুণাক্ষরেও টের পেয়েছিলেন যে, তাঁদের জোড়া রিটার্ন গিফট দেবেন বিরাট কোহলি (Virat Kohli)?


জোড়া উপহারই তো। প্রথমে ব্যাটের শাসনে শানদার সেঞ্চুরি। তারপর ফিল্ডিং করার সময় বলিউডি গানের তালে নাচ। রবিবাসরীয় ইডেন যেন বিরাট-ময়।


ভারতীয় ইনিংসের ষষ্ঠ ওভারে রোহিত শর্মা যখন কাগিসো রাবাডার বলে আউট হয়ে ফিরলেন, এবং ইডেন গার্ডেন্সের ক্লাব হাউসের ড্রেসিংরুম ছেড়ে মাঠে নামলেন তিনি, গ্যালারির গর্জন শুনে অনেকে বিভ্রান্ত হচ্ছিলেন। অবসর ভেঙে সচিন তেন্ডুলকর কি ফের মাঠে নেমে পড়লেন?


২৪ বছর ধরে সেই চিত্রনাট্যের সঙ্গেই পরিচিত ছিল বিশ্ব ক্রিকেট। ভারতের উইকেট পড়লে ভারতীয় ক্রিকেটপ্রেমীরাই গর্জন করবেন। মাস্টার ব্লাস্টার মাঠে নামছেন যে! বিরাট কোহলিকে ঘিরেও সেই উন্মাদনাই ফিরেছে বিশ্বক্রিকেটে। বার্থ ডে বয় তাঁকে ঘিরে তিলোত্তমার উৎসবের মর্যাদাও রাখলেন। ৪৯তম ওয়ান ডে সেঞ্চুরি করে স্পর্শ করলেন সচিনকে। সেই সচিন, যাঁকে দেখে এক সময় কোহলি গেয়ে উঠেছিলেন, তুঝ মে রব দিখতা হ্যায়... বলেছিলেন, একার কাঁধে দেশকে বয়ে বেড়িয়েছেন সচিন। এবার আমাদের পালা...


রিটার্ন গিফটের অবশ্য তখনও বাকি ছিল। মহম্মদ শামি-রবীন্দ্র জাডেজাদের সামনে তখন দক্ষিণ আফ্রিকার ব্যাটিংকে দিশাহারা দেখাচ্ছে। আর ইডেন গার্ডেন্সের মিউজ়িক সিস্টেমে বাজছে, 'আফগান জালেবি'। মিড অফে ফিল্ডিং করার ফাঁকে আচমকা কোমর দোলাতে শুরু করলেন বিরাট। তাঁর নাচ দেখে উত্তেজিত হয়ে পড়ল গ্যালারি। জনতা জনার্দনের চিৎকারে তখন কান পাতা দায়।


জন্মদিনে খোশমেজাজে ছিলেন কোহলি। গ্যালারির হৃদস্পন্দন বুঝে নাচ চলতে লাগল। একটু পরেই স্টেডিয়ামে বাজল 'ম্যায় তো অ্যাঁভে অ্যাঁভে লুট গয়া।' পর্দায় যে গানে নেচেছিলেন অনুষ্কা শর্মা। রবিবার ইডেনে সেই গানেও পা মেলালেন বিরাট। বিনোদনের ভরপুর পসরা নিয়ে জন্মদিনে হাজির হয়েছিলেন বিরাট।


সেঞ্চুরি আর নাচে মন জিতে নিলেন ক্রিকেটপ্রেমীদের।


আরও পড়ুন: জন্মদিনে কঠিন পিচে সেঞ্চুরি করে উঠে কোহলি কৃতজ্ঞতা জানাচ্ছেন ঈশ্বরকে


আপনার পছন্দের খবর আর আপডেট এখন লপাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial