আমদাবাদ: পুরো হোটেল চত্বর সাজানো রঙিন বেলুন দিয়ে। পথে বিছিয়ে দেওয়া ফুলের পাপড়ি। টিমবাস এসে দাঁড়াতেই শুরু হয়ে গেল সঙ্গীত। একে একে বরণ করে নেওয়া হল বাবর আজ়ম, মহম্মদ রিজ়ওয়ান, শাহিন শাহ আফ্রিদিদের।
বুধবারের ছবি। আমদাবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) শহর। আর সেই শহরে পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team) পৌঁছতেই জমকালো অভ্যর্থনা। প্রথমে বিমানবন্দরে। তারপর আর এক দফা টিমহোটেলে। বাবর আজ়মরা (Babar Azam) যে আতিথেয়তা পেয়ে মুগ্ধ। ভারতে পৌঁছনো ইস্তক হায়দরাবাদে ছিলেন পাক ক্রিকেটারেরা। সেখানে ম্যাচও খেলেছেন। বাবর বলে দিয়েছিলেন, নিজামের শহরে এসে মনেই হচ্ছে না যে, তিনি দেশের বাইরে আছেন। এত ভালবাসা পেয়েছেন হায়দরাবাদে যে, মুগ্ধ হয়ে গিয়েছিলেন পাক অধিনায়ক।
তবে মাঠে যে কোনও আতিথেয়তা অপেক্ষা করে থাকবে না, ভালই জানেন বাবর। তার ওপর সামনে মহারণ। ১৪ অক্টোবর, শনিবার মহালয়া। সেদিন বাংলার মানুষ পুজো নিয়ে আরও অধীর আগ্রহী হয়ে পড়বেন। কলকাতায়, জেলায় অনেক বড় পুজোর উদ্বোধন সেদিন। বিশ্বকাপেরও কি ক্লাইম্যাক্স হাজির হবে সেদিন?
কারণ, আমদাবাদের নবনির্মিত নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেদিন বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় লড়াই। ভারত-পাকিস্তান (Ind vs Pak) দ্বৈরথ। যে ম্যাচে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়বেন না। বাবররা যে দেশের অতিথি, সেদিন ভুলে থাকবেন সকলে। রাজকীয় অভ্যর্থনা সেদিনের মতো হিমঘরে। বরং কীভাবে প্রতিপক্ষকে ফালা ফালা করে ফেলা যায়, সাজানো হবে সেই নকশা।
আর তাই প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চায় না পাকিস্তান। এবারের বিশ্বকাপে সব দলকেই গ্রুপ পর্বে ৯টি করে ম্যাচ খেলতে হবে। পাড়ি দিতে হবে এক শহর থেকে আর এক শহর। ম্যাচ খেলে অনেক রাতে টিমহোটেলে ফিরেই পরের দিন পরের গন্তব্যে বেরিয়ে পড়া। লম্বা টুর্নামেন্টে ক্লান্তি যেন অবশ্যম্ভাবী।
যদিও সেসবকে এই মুহূর্তে পাত্তা দিচ্ছেন না বাবর-রিজ়ওয়ানরা। বুধবার সন্ধ্যায় আমদাবাদে পৌঁছে পরের দিনই তাই অনুশীলনে নেমে পড়লেন বাবর আজ়ম, হ্যারিস রউফরা।
দলের সঙ্গেই আমদাবাদে গিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের বিখ্যাত অনুগামী বশির চাচা। যিনি জানিয়ে দিয়েছেন, শনিবারের ম্যাচে রান পাবেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।
তবে শ্রীলঙ্কাকে হারিয়ে এসে চনমনে পাক ক্রিকেটারেরাও। ভারতের কাজটা কঠিন করে তোলাই লক্ষ্য থাকবে শফিক আবদুল্লাদের।
আরও পড়ুন: ABP Exclusive: ধোনি বিশ্বকাপ জিতেছে, ওর কৃতিত্ব আমার চেয়েও বেশি, দরাজ প্রশংসায় সৌরভ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial