ঢাকা: বিশ্বকাপে (World Cup 2023) দলের চূড়ান্ত ব্যর্থতা। বিশেষ করে যে পেস বোলিং ডিপার্টমেন্ট নিয়ে আশা ছিল বাংলাদেশের (Bangladesh), তারাও হতাশ করেছে। অবশেষে দলের পেস বোলিং কোচের পদ থেকে ইস্তফা দিলেন অ্যালান ডোনাল্ড (Alan Donald)। আগামী ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার (Asustralia Cricket Team) বিরুদ্ধে চলতি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। সেটিই হবে ডোনাল্ডের শেষ ম্যাচ টাইগারদের বোলিং কোচ হিসেবে। পুণেতে দলীয় বৈঠকের পরই এই সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিবি কর্তা বলছেন, ''ডোনাল্ড আমাদের জানিয়েছেন, যে চলতি বিশ্বকাপের পর বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে তিনি আর যুক্ত থাকতে চাইছেন না।'' উল্লেখ্য, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ডোনাল্ডের সঙ্গে চুক্তি সেরেছিল বিসিবি। সেই টুর্নামেন্টে তাসকিন, মুস্তাফিজুরদের পারফরম্যান্স এতটাই ভাল ছিল যে ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি বাড়িয়ে দেওয়া হয়।
বিশ্বকাপে একেবারেই আশানুরুপ ফল করতে পারেনি বাংলাদেশ শিবির। একের পর এক ম্যাচ হেরে বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকেই ছিটকে গিয়েছে তারা। তার ওপর শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে শাকিব আল হাসানের অ্যাঞ্জেলো ম্য়াথিউজের বিরুদ্ধে টাইমড আউটের আবেদন করা নিয়েও বিতর্ক বেড়েছে। সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টামলাটাল অবস্থা। দলের কোচিং স্টাফদেরও হয়ত অনেকের মুখ বদল হবে চলতি বিশ্বকাপের পরই।
এদিকে, শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত ভঙ্গিমায় ম্যাচ জিতলেও টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে গিয়েছিলে বাংলাদেশ ক্রিকেট দল (Bangladesh Cricket Team)। চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) ওপার বাংলার দলের আর এক ম্যাচ বাকি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শনিবার, ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগেই চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। তাঁর বদলি হিসাবে সুযোগ পেলেন এনামুল হক বিজয় (Anamul Haque Bijoy)।
শাকিব শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচেই তর্জনীতে চোট পান এবং তাঁর তর্জনীতে চিড় ধরে। সেই কারণেই বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের শেষ ম্যাচে তাঁর অংশ নেওয়া হচ্ছে না। এক ম্যাচের জন্য হলেও তাই বিশ্বকাপে ডাক পেলেন বিজয়। তিনি এখনও পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হয়ে মোট ৪৫টি ম্যাচ খেলেছেন। শেষ ম্যাচে বিজয় সুযোগ পান কি না এবং পেলেও, তাঁর কতটা লাভ তুলতে পারেন, সেটাই দেখার বিষয় হবে।