আমদাবাদ: আন্তর্জাতিক মঞ্চে তাঁরা একে অন্যের প্রবল প্রতিপক্ষ। মাঠে এক ইঞ্চিও জমি ছাড়েন না। তবে তাঁদের আর একটি পরিচয় রয়েছে। আইপিএলে তাঁরা সতীর্থ। একসঙ্গে খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। মাঠের বাইরে তাঁদের বরাবরই ভীষণ সুসম্পর্ক বজায় রাখতে দেখা গিয়েছে। বিশ্বকাপের ফাইনাল মিটতেই ফের দুজনের বন্ধুত্ব প্রকাশ্যে চলে এল। যখন গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) হাতে বিশেষ উপহার তুলে দিলেন বিরাট কোহলি (Virat Kohli)।


রবিবার আমদাবাদে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবারের জন্য ওয়ান ডে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। আর সেই ম্যাচ শেষ হতেই ম্যাক্সওয়েলকে একটি উপহার দেন কোহলি। নিজের জার্সি। বিরাটকে ধন্যবাদ জানান তাঁর আরসিবি সতীর্থ। ফাইনালে পরাজয়ের জন্য সান্ত্বনাও দেন। আলিঙ্গন করেন দুই তারকা। পরে আইসিসি সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।


রবিবার উৎসবের মঞ্চে লেখা হল ভারতীয় ক্রিকেটের (IND vs AUS) শোকগাথা। ফের ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) ফাইনাল। ফের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ফের স্বপ্নভঙ্গ। সকলে ধরেই নিয়েছিলেন যে, অস্ট্রেলিয়াকে হারিয়ে ২০ বছর আগে সৌরভ গঙ্গোপাধ্যায়দের পরাজয়ের প্রতিশোধ নেবেই রোহিত শর্মার দলবল। তার ওপর যেরকম ছন্দে রয়েছে ভারতীয় দল। যেন অশ্বমেধের ঘোড়া। টুর্নামেন্টে অজেয়। অপ্রতিরোধ্য। টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে। আর এই অস্ট্রেলিয়াকে তো গ্রুপ পর্বে দাপটের সঙ্গে হারিয়েছে ভারত।


কিন্তু ক্রিকেটের কলোসিয়াম বলা হচ্ছে যে মাঠকে, সবরমতীর তীরে সেই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে ভারতের জন্য বরাদ্দ রইল যন্ত্রণাই। প্রথমে ব্যাটিং করে ২৪০ রানে অল আউট টিম ইন্ডিয়া। যারা গোটা টুর্নামেন্টে ব্যাট হাতে প্রতিপক্ষ বোলিংকে গুঁড়িয়ে দিয়েছেন, তাঁরাই ফাইনালে বর্ণহীন। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ অস্ট্রেলিয়ার। তাও ৪২ বল বাকি থাকতে। ভারতীয় বোলাররা দ্রুত ৩ উইকেট তুলে নেওয়ার পর যে পাল্টা লড়াইয়ের স্বপ্ন দেখেছিল এক লক্ষ ৩২ হাজারের গ্যালারি, তা কার্যত একপেশে ম্যাচ হয়ে দাঁড়াল শেষের দিকে। 


আরও পড়ুন: ফাইনালে আমন্ত্রণই জানানো হয়নি? বোমা ফাটালেন ভারতকে প্রথম বিশ্বকাপ জেতানো অধিনায়ক


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।