আমদাবাদ: ক্রিকেট মাঠে যেন পুনর্জন্ম হয়েছে তাঁর। আন্তর্জাতিক মঞ্চে আত্মপ্রকাশ ঘটিয়েছিলেন বিস্ময় স্পিনার হিসাবে। কিন্তু ধারাবাহিকতার অভাব, টিম ম্যানেজমেন্টের আস্থা হারানো এবং সর্বোপরি চোট - কুলদীপ যাদবের (Kuldeep Yadav) কেরিয়ারেই যেন ঝপ করে আঁধার ঘনিয়ে এসেছিল। বিখ্যাত 'কুলচা' জুটির চা অর্থাৎ যুজবেন্দ্র চাহাল তখন দাপিয়ে খেলছেন। আর জাতীয় দলের বাইরে কুল অর্থাৎ কুলদীপ।


কিন্তু ক্রিকেট যেমন কেড়ে নেয়, ফিরিয়েও দেয়। গত আইপিএলেই পুনর্জন্ম হয়েছে কুলদীপের। জাতীয় দলে ফিরে ধারাবাহিকতা দেখিয়ে চলেছেন। কুলচা জুটির চাহাল বিশ্বকাপের দলে সুযোগ পাননি। কিন্তু কুলদীপ স্পিন আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন।


শনিবার পাকিস্তানের (Ind vs Pak) বিরুদ্ধেও দেখা গেল কুলদীপের ঘূর্ণিজাদু। তাঁর কোন বলটা ভেতরে আসবে আর কোনটা বাইরে যাবে, বুঝতে হিমশিম খেয়েছেন পাক ব্য়াটাররা। ১০ ওভারে মাত্র ৩৫ রান দিয়ে ২ উইকেট। শিকারের তালিকায় সউদ শাকিল ও ইফতিকার আমেদ। এই রূপান্তর কোন মন্ত্রে?


পাকিস্তান ইনিংসের শেষে ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে কুলদীপ বলেছেন, 'আমি বিশ্বকাপ উপভোগ করছি। সেটাই সাফল্যের মন্ত্র। আমি জানতাম এই পিচে কোন জায়গায় বল করতে হবে। তবে এই উইকেটে বল করা সোজা নয়। মন্থর পিচ। পাক ব্যাটাররা বাড়তি কিছু করার চেষ্টা করেনি। তাই আমি শুধু স্টাম্পে বল রেখে গিয়েছি আর গতির তারতম্য ঘটিয়েছি।'


কুলদীপ আরও বলেছেন, 'প্রথম সাত ওভার ওদের শট খেলার জায়গা দিইনি। রিজ়ওয়ান আমাকে স্যুইপ মারছিল না। আমি অপেক্ষায় ছিলাম কখন ও একটা খারাপ শট খেলবে। শাকিলকে দেখেছি খুব স্যুইপ বা প্যাডল স্যুইপ মারে। আমি তাই উইকেট লক্ষ্য করে বল করছিলাম। সৌভাগ্যবশত আমি ওকে আউট করেছি। বোলিং খুব উপভোগ করেছি।'                                 


৪২.৫ ওভারে মাত্র ১৯১ রানে গুটিয়ে গেল পাকিস্তান। ৩৬ রানে শেষ আট উইকেট হারাল পাক শিবির। ১৫৫/২ থেকে ১৯১ রানে অল আউট। ওয়ান ডে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৮-০ করার জন্য ভারতকে তুলতে হবে ১৯২ রান।                             



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial