IND vs AUS Final Live: ভারতকে ৬ উইকেটে হারিয়ে ম্যাচ জয় অস্ট্রেলিয়ার, ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন ক্যাঙ্গারু বাহিনী

ODI World Cup 2023 Live: রবিবার বিশ্বকাপের (ODI World Cup Final) ফাইনাল। দেড় মাস ধরে চলা বাইশ গজের বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি। মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS)।

ABP Ananda Last Updated: 19 Nov 2023 09:23 PM
ODI World Cup Live: বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

৬ উইকেটে ভারতকে হারিয়ে ষষ্ঠবারের জন্য ওয়ান ডে বিশ্বকাপ জয় অস্ট্রেলিয়ার। 

ODI World Cup Live: আউট হেড

শেষ মুহূর্তে হেডের উইকেট। সিরাজের বলে গিলের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন অজি তারকা।

ODI World Cup Live: বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মুখে অজিরা

জয়ের একেবারে দোরগোড়ায় অস্ট্রেলিয়া। ৮ ওভারে মাত্র ১০ রান দরকার কামিন্স ব্রিগেডের।

ODI World Cup Live: ম্যাচ জিততে অজিদের দরকার ১০ ওভারে ৬০ রান

৯৯ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন মার্নাস লাবুশেন। দলকে জয়ের আরও কাছে পৌঁছে দিলেন। সঙ্গে রয়েছেন হেড। 

ODI World Cup Live: ম্যাচ জিততে অজিদের দরকার ১০ ওভারে ৬০ রান

৯৯ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন মার্নাস লাবুশেন। দলকে জয়ের আরও কাছে পৌঁছে দিলেন। সঙ্গে রয়েছেন হেড। 

IND vs AUS Live Score: জয়ের লক্ষ্যে দুর্দান্তভাবে এগােচ্ছে অজিরা

৮৩ বলে ৪৫ রান দরকার অস্ট্রেলিয়ার। বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কি আরও একটা হারের সম্মুখিন হতে হবে ভারতকে।

ODI World Cup Live: অজিদের স্কোর ৩৮ ওভারে ১৮৫/৩

৯৫ বলে খেলে শতরান পূরণ করলেন ট্রাভিস হেড। ৩৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৮৫ রান বোর্ডে তুলে নিল অস্ট্রেলিয়া।

IND vs AUS Live Score: ৩০ ওভার শেষে অজিদের স্কোর ১৬৭/৩

৩০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৬৭/৩। ট্রাভিস হেড ৮৭ রান করে অপরাজিত রয়েছেন। সঙ্গে ক্রিজে আছেন মার্নাস লাবুশেন।  

ODI World Cup Live: অস্ট্রেলিয়ার স্কোর ২৪ ওভারে ১২৭/৩

অর্ধশতরানের গণ্ডি পেরলেন ট্রাভিস হেড। ২৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৭ রান বোর্ডে তুলে নিল অস্ট্রেলিয়া। 

IND vs AUS Live Score: ২১ ওভারে অজিদের স্কোর ১১০/৩

২১ ওভারে ৩ উইকেট হারিয়ে বোর্ডে ১১০ রান তুলে নিল অস্ট্রেলিয়া। 

IND vs AUS Live Score: ১৯ ওভার শেষে ৯৯/৩ বোর্ডে তুলে ফেলল অজিরা

৫০ রানের পার্টনারশিপ গড়লেন হেড ও লাবুশেন জুটি। ১৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৯৯ রান বোর্ডে তুলে নিল অস্ট্রেলিয়া। 

IND vs AUS Live Score: ১৫ ওভারে অজিদের স্কোর ৭৮/৩

১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৮ রান বোর্ডে তুলে ফেলল অস্ট্রেলিয়া। ক্রিজে আছেন ট্রাভিস হেড (৩৪) ও মার্নাস লাবুশেন (৯)।

IND vs AUS Live Score: ১৩ ওভারে অজিদের স্কোর ৭০/৩

১৩ ওভারে ৩ উইকেট হারিয়ে বোর্ডে ৭০ রান তুলে নিল অস্ট্রেলিয়া। ক্রিজে আছেন মার্নাস লাবুশেন ও ট্রাভিস হেড।

IND vs AUS Live Score: আউট স্মিথ, অজিদের স্কোর ৮ ওভারে ৪৭/৩

৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বোর্ডে ৪৭ রান তুলল অস্ট্রেলিয়া। স্মিথকেও ফেরালেন বুমরা। 

IND vs AUS Live Score: ৪ ওভারে অজিদের স্কোর ৪১/১

৪ ওভারে ৪১ রান খরচ করতে গিয়ে ১ উইকেট হারাল ভারত। 

IND vs AUS Live Score: আউট ওয়ার্নার

রান তাড়া করতে নেমে প্রথম উইকেট হারাল অস্ট্রেলিয়া। শামির বলে বিরাটের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার স্কোর ২ ওভারে ২৮/১।

IND vs AUS Live Score: ২৪০ রান বোর্ডে তুলল টিম ইন্ডিয়া

৫০ ওভারে ২৪০ রানে অল আউট হয়ে গেল ভারত। 

IND vs AUS Live Score: ৪৯ ওভারে ভারতের স্কোর ২৩২/৯

৪৯ ওভার শেষে ২৩২/৯ বোর্ডে তুলল ভারত। শেষ ওভারে কত রান তুলতে পারবে ভারত?

IND vs AUS Live Score: ৪৮ ওভারে অজিদের স্কোর ২২৭/৯

১৮ রান করে প্যাভিলিয়নে ফিরলেন সূর্যকুমার যাদব। ৪৮ ওভারে ২২৭/৯ বোর্ডে তুলল অস্ট্রেলিয়া। 

IND vs AUS Live Score: আউট বুমরা, ৪৫ ওভারে ভারতের স্কোর ২১৫/৮

৪৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৫ রান বোর্ডে তুলেছে ভারতীয় দল। জাম্পার বলে লেগবিফোর হয়ে ফিরলেন বুমরা। 

IND vs AUS Live Score: আউট শামি, ভারতের স্কোর ৪৪ ওভার শেষে ২১৩/৭

৪৪ ওভারে ৭ উইকেট হারিয়ে বোর্ডে ২১৩ রান তুলে নিল ভারত। স্টার্কের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন মহম্মদ শামি। 

IND vs AUS Live Score: ৪৩ ওভারে ভারতের স্কোর ২১১/৬

৪৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১১ রান বোর্ডে তুলে নিল ভারত। 

IND vs AUS Live Score: ৪১ ওভার ভারতের স্কোর ২০০/৫

৪১ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২০০ রান বোর্ডে তুলল ভারত। ক্রিজে আছেন কে এল রাহুল ও সূর্যকুমার যাদব। 

IND vs AUS Live Score: ৪০ ওভারে ভারতের স্কোর ১৯৭/৫

৪০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান বোর্ডে তুলে নিয়েছে ভারতীয় দল। কে এল রাহুল ৬৪ রান করে অপরাজিত রয়েছেন। ৮ রান করে ক্রিজে আছেন সূর্যকুমার যাদব।

IND vs AUS Live Score: ৩৯ ওভারে ভারতের স্কোর ১৯২/৫

৩৯ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৯২ রান বোর্ডে তুলে নিল ভারতীয় দল। কে এল রাহুলকে সঙ্গ দিতে ক্রিজে এসেছেন সূর্যকুমার যাদব।

IND vs AUS Live Score: আউট জাডেজা

৩৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রান বোর্ডে তুলে নিল ভারত। হ্যাজেলউডের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন রবীন্দ্র জাডেজা। 

IND vs AUS Live Score: ৩৫ ওভারে ভারতের স্কোর ১৭৩/৪

৩৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৩ রান বোর্ডে তুলে ফেলল ভারতীয় দল।

IND vs AUS Live Score: ৩৩ ওভারে অজিদের স্কোর ১৬৫/৪

৩৩ ওভার শেষে ভারতের স্কোর ১৬৫/৪। ক্রিজে আছেন রাহুল ও জাডেজা। 

IND vs AUS Live Score: ৩২ ওভারে ভারতের স্কোর ১৬২/৪

৩২ ওভারে ৪ উইকেট হারিয়ে বোর্ডে ১৬২ রান তুলল ভারতীয় দল। এই মুহূর্তে ক্রিজে আছেন কে এল রাহুল (৪৫) ও রবীন্দ্র জাডেজা (৫)।

IND vs AUS Live Score: ৩১ ওভারে ভারতের স্কোর ১৫৮/৪

৩১ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান বোর্ডে তুলে নিল ভারত। রাহুলের সঙ্গে ক্রিজে আছেন বিরাট। 

IND vs AUS Live Score: ৩০ ওভারে ভারতের স্কোর ১৫২/৪

৩০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বোর্ডে ১৫২ রান তুলল ভারত। কে এল রাহুলের সঙ্গে ক্রিজে আছেন রবীন্দ্র জাডেজা। 

IND vs AUS Live Score: আউট বিরাট

৫৪ রানে বিরাট কোহলিকে সাজঘরে ফেরালেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। প্লেড অন হলেন বিরাট। ২৯ ওভার শেষে ভারতের স্কোর ১৪৯/৪।

IND vs AUS Live Score: আউট বিরাট কোহলি

মাত্র ৫৪ রান করে প্লে ডাউন হয়ে প্যাট কামিন্সের বলে বোল্ড হয়ে গেলেন বিরাট কোহলি। ২৮.৩ ওভারে ১৪৮ রান বোর্ডে তোলার পথেই ৪ উইকেট হারাল ভারত।

ODI WC Final Live: ২৮ ওভার শেষে ভারতের স্কোর ১৪৬/৩

২৮ ওভার শেষে ভারতের স্কোর ১৪৬/৩। বিরাট ৫৩ ও রাহুল ৩৬ রান করে অপরাজিত রয়েছেন ক্রিজে। 

IND vs AUS Live Score: ২৬ ওভার শেষে ১৩৫/৩ রান বোর্ডে তুলল ভারত

২৬ ওভার শেষে ১৩৫/৩ রান বোর্ডে তুলল ভারত। বিরাট কোহলি ৫৬ বলে নিজের অর্ধশতরান হাঁকিয়েছেন। অর্ধশতরান হাঁকানোর পথে ৪টি বাউন্ডারি হাঁকালেন কিং কোহলি।

ODI WC Final Live: ২৫ ওভার শেষে ভারতের স্কোর ১৩১/৩

২৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৩১ রান বোর্ডে তুলল ভারত। অর্ধশতরান হাঁকালেন বিরাট কোহলি। 

IND vs AUS Live Score: ২৪ ওভারে ভারতের স্কোর ১২৮/৩

২৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১২৮ রান বোর্ডে তুলে নিল ভারত। 

ODI WC Final Live: ২৩ ওভারের পর ভারতের স্কোর ১২৩/৩

২৩ ওভার শেষে ভারতের স্কোর ১২৩/৩। ৫.৩৩ রান রেটে বোর্ডে রান তুলছে টিম ইন্ডিয়া। 

IND vs AUS Live Score: ২২ ওভার শেষে ভারতের স্কোর ১২১/৩

২২ ওভার শেষে ভারতের স্কোর ১২১/৩। রানের গতি কমলেও ধরে খেলার চেষ্টা করছেন বিরাট কোহলি (৪৪) ও কে এল রাহুল (২৩)।

ODI WC Final Live: ভারতের স্কোর ২১ ওভার শেষে ১১৯/৩

২১ ওভার শেষে ভারতের স্কোর ১১৯/৩। ক্রিজে আছেন বিরাট কোহিল ও কে এল রাহুল। 

IND vs AUS Live Score: ২০ ওভারে ভারতের স্কোর ১১৫/৩

২০ ওভার শেষে ভারতীয় দলের স্কোর ১১৫/৩। ক্রিজ আছেন বিরাট ও রাহুল। ২ জনেই দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

ODI WC Final Live: ১৯ ওভারের পর ভারতের স্কোর ১১৩/৩

১৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বোর্ডে ১১৩ রান তুলে নিল ভারতীয় দল। ক্রিজে আছেন বিরাট ও রাহুল। 

IND vs AUS Live Score: ১৮ ওভারে ভারতের স্কোর ১০৭/৩

১৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বোর্ডে ১০৭ রান তুলে নিল ভারতীয় দল। গত ৪৮ বল ধরে কোনও বাউন্ডারি হাঁকাতে পারেনি টিম ইন্ডিয়া। 

ODI WC Final Live: ১৭ ওভারে ভারতের স্কোর ১০৪/৩

দ্রুত ৩ উইকেট হারিয়ে রানের গতি কিছুটা কমে গেল ভারতের। ১৭ ওভারে ১০৪/৩ রান বোর্ডে তুলল টিম ইন্ডিয়া। 

IND vs AUS Live Score: ১৬ ওভারে ভারতের স্কোর ১০১/৩

১৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বোর্ডে ১০১ রান তুলে নিল ভারত। বিরাট কোহলি ৩৪ ও কে এল রাহুল ১০ রান করে অপরাজিত রয়েছেন। 

ODI WC Final Live: ১৪ ওভারে ভারতের স্কোর ৯৪/৩

১৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বোর্ডে ৯৪ রান তুলে নিল ভারতীয় দল। ক্রিজে আছেন বিরাট কোহলি (৩০) ও কে এল রাহুল (৭)। 

IND vs AUS Live Score: ১৩ ওভারের শেষে ভারতের স্কোর ৮৯/৩

১৩ ওভারের শেষে ভারতের স্কোর ৮৯/৩। ক্রিজে কোহলি ও রাহুল।

ODI WC Final Live: ১২ ওভারের শেষে ভারতের স্কোর ৮৭/৩

১২ ওভারের শেষে ভারতের স্কোর ৮৭/৩। বিরাট কোহলির সঙ্গে ক্রিজে কে এল রাহুল।

IND vs AUS Live Score: কামিন্সের বলে কট বিহাইন্ড শ্রেয়স

কামিন্সের বলে কট বিহাইন্ড শ্রেয়স আইয়ার। ৩ বলে মাত্র ৪ রান করে। পরপর ২ ওভারে ২ উইকেট হারাল ভারত। ১১ ওভারের শেষে ভারতের স্কোর ৮২/৩।

IND vs AUS Live Score: ৪৭ রান করে ম্যাক্সওয়েলের বলে ফিরলেন রোহিত

ম্যাক্সওয়েলকে লং অনের ওপর দিয়ে ছয় রোহিতের। পরের বলেই মারলেন বাউন্ডারি। তবে ৩১ বলে ৪৭ রান করে ম্যাক্সওয়েলের বলে ফিরলেন রোহিত। অনবদ্য ক্যাচ হেডের। ১০ ওভারের শেষে ভারতের স্কোর ৮০/২।

IND vs AUS Final Live: ৯ ওভরের শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৬৬ রান

৯ ওভরের শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৬৬ রান। ক্রিজে রোহিত ও কোহলি।

IND vs AUS Final Live: ৮ ওভারের শেষে ভারতের স্কোর ৬১/১

অষ্টম ওভারে স্পিনার আনলেন কামিন্স। বল তুলে দিলেন গ্লেন ম্যাক্সওয়েলের হাতে। ৮ ওভারের শেষে ভারতের স্কোর ৬১/১।

IND vs AUS Live Score: স্টার্কের ওভারে পরপর ৩ বলে ৩ বাউন্ডারি কোহলির

স্টার্কের ওভারে পরপর ৩ বলে ৩ বাউন্ডারি কোহলির। ৭ ওভারের শেষে ভারতের স্কোর ৫৪/১।

IND vs AUS Final Live: ৬ ওভারের শেষে ভারতের স্কোর ৪০/১

২১ বলে ৩২ রানে ক্রিজে রোহিত। ৬ ওভারের শেষে ভারতের স্কোর ৪০/১।

IND vs AUS Live: ৫ ওভারের শেষে ভারতের স্কোর ৩৭/১

মিচেল স্টার্কের বলে মিড অনে জ়াম্পার হাতে ক্যাচ দিয়ে ফিরলেন শুভমন। ওভারের শেষ বলে ছক্কা রোহিতের। ৫ ওভারের শেষে ভারতের স্কোর ৩৭/১।

IND vs AUS Final Live: ৪ ওভারের শেষে ভারতের স্কোর ৩০/০

হ্যাজলউডকে পুল করে ছক্কা রোহিতের। পরের বলেই মারলেন বাউন্ডারি। ৪ ওভারের শেষে ভারতের স্কোর ৩০/০।

ODI World Cup Final Live: ৩ ওভারের শেষে ভারতের স্কোর ১৮/১

৩ ওভারের শেষে ভারতের স্কোর ১৮/১। ক্রিজে রোহিত ও শুভমন।

IND vs AUS Final Live: ২ ওভারের শেষে ভারতের স্কোর ১৩/০

জস হ্যাজলউডকে জোড়া বাউন্ডারি রোহিত শর্মার। ২ ওভারের শেষে ভারতের স্কোর ১৩/০।

IND vs AUS Live: ১ ওভারের শেষে ভারতের স্কোর ৩/০

ক্রিজে রোহিত শর্মা ও শুভমন গিল। ১ ওভারের শেষে ভারতের স্কোর ৩/০।

ODI World Cup Final Live: কারা রয়েছেন ভারতের একাদশে?

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজ়।

IND vs AUS Live: টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। জানালেন, শিশিরে রাতের দিকে বল করা কঠিন হবে। তাই ভারতকে প্রথমে ব্যাটিং করানোর সিদ্ধান্ত।

প্রেক্ষাপট

আমদাবাদ: রবিবার বিশ্বকাপের (ODI World Cup Final) ফাইনাল। দেড় মাস ধরে চলা বাইশ গজের বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি। মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS)। এক দলের সামনে ১২ বছর পর ফের ঘরের মাঠে বিশ্বজয়ের সুযোগ। অন্য দলের সামনে ষষ্ঠবার ট্রফি জিতে হেক্সা করার হাতছানি। ভারতের সামনে ২০ বছর পুরনো শাপমোচনের মঞ্চও। ২০০৩ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াকে ফাইনালে নাস্তানাবুদ করে ট্রফি জিতেছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া। এবার ভারতের সামনেও তাই 'মওকা মওকা'।


একটা ব্যাপারে সকলে একমত যে, ফাইনালে মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের সেরা দুই দলই। একদিকে ভারত টানা ১০ ম্যাচ জিতে, অপরাজিত থেকে ফাইনালে। অন্যদিকে প্রাথমিক ধাক্কা কাটিয়ে টানা আট ম্যাচ জিতে চূড়ান্ত যুদ্ধে নামার সুযোগ অস্ট্রেলিয়ার। ফেভারিট তকমা পাচ্ছে ভারতই। পাবে নাই বা কেন? চলতি বিশ্বকাপে প্রথমে ব্যাট করলে ভারত গড়ে ১৭৫ রানে জিতেছে ম্যাচ। আর রান তাড়া করলে গড়ে ৬৪.৪ বল বাকি থাকতে ম্যাচ জিতেছেন রোহিত শর্মারা। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে একপেশেভাবে হারিয়েছিল ভারত। ফলে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রবিবার দুপুরে যে কাপ জয়ের প্রধান দাবিদার হিসাবেই টস করতে নামবেন রোহিত শর্মা, বলার অপেক্ষা রাখে না।


আর সেটাই না শাপে বর হয় অস্ট্রেলিয়ার কাছে, আশঙ্কা করছেন কেউ কেউ। বিশ্বকাপের ঠিক আগে দক্ষিণ আফ্রিকা ও ভারতের কাছে সিরিজ হেরেছিলেন অজ়িরা। বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ৯১/৭ হয়ে গিয়েছিলেন। ম্যাক্সওয়েলের সেই অবিশ্বাস্য ইনিংস না থাকলে হয়তো সেই ম্য়াচেই বেইজ্জত হতে হতো অস্ট্রেলিয়াকে। ফাইনালে প্যাট কামিন্সরা কালো ঘোড়া হিসাবেই নামবেন। চাপমুক্ত হয়ে মাঠে নামা না আশীর্বাদ হয়ে দাঁড়ায় অজ়ি শিবিরের কাছে।


নির্লিপ্ত থাকার চেষ্টা করছেন ভারতীয় ক্রিকেটারেরা। শনিবার রোহিত বলেছেন, 'আমরা জানি কী পরিমাণ প্রত্যাশা রয়েছে। চাপ, সমালোচনা সব কিছু নিয়েই ওয়াকিবহাল। তবে সেটা আজ তৈরি হয়নি প্রথম ম্যাচ থেকেই রয়েছে। আমরা ড্রেসিংরুমের পরিবেশ শান্ত, সংযত রাখার চেষ্টা করে গিয়েছি। এমনকী মাঠে চাপের মুখে পড়লেও শান্ত থাকার চেষ্টা করেছি। চাপ অনুযায়ী খেলার চেষ্টা করেছি।' ঝড়ের আগের নিস্তব্ধতা?


ভারতের সঙ্গে রয়েছে জনতা জনার্দনের সমর্থন। রবিবার আমদাবাদে এক লক্ষ ৩২ হাজার মানুষ গলা ফাটাবেন রোহিত, বিরাট কোহলিদের জন্য। ১২ বছর আগে মহেন্দ্র সিংহ ধোনির হাত ধরে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ভারত। রোহিত শর্মারা ফেরাবেন সেই গৌরব?


আরও পড়ুন: IND vs AUS Exclusive: শামির সঙ্গে ফুচকার পুরো দোকান তুলে এনেছিলাম হোটেলে! বিশ্বের যে কোনও দল ওকে লুফে নেবে


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.