মুম্বই: ম্যাচ সবে শুরু হয়েছে। ৫ ওভার খেলা হয়েছে। কিন্তু এরমধ্যেই নজির গড়ে ফেললেন রোহিত শর্মা (Rohit Sharma)। ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে এখন তিনিই সর্বাধিক ছক্কার মালিক। এদিন কিউয়িদের বিরুদ্ধে সেমিফাইনালে ব্যাটিং করতে নেমে প্রথম পাঁচ ওভারের মধ্যে তিনটি ছক্কা হাঁকিয়ে ক্রিস গেলকে টেক্কা দিয়ে শীর্ষে উঠে গেলেন রোহিত। ৫০ ছক্কার মালিক এই মুহূর্তে হিটম্য়ান। গেলের ঝুলিতে রয়েছে ৪৯টি ছক্কা। তৃতীয় স্থানে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। তাঁর ঝুলিতে রয়েছে ৪৩টি ছক্কা। তালিকায় এরপরের দুটো স্থানে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও প্রাক্তন প্রোটিয়া তারকা এবি ডিভিলিয়ার্স। ২ জনেই ৩৭টি ছক্কা হাঁকিয়েছেন।


রোহিত এদিন আরও একটি বিষয়ে গেলকে টেক্কা দিয়ে দিলেন। বিশ্বকাপের একটি মরসুমে সর্বাধিক ২৭টি ছক্কা হাঁকিয়েছেন রোহিত শর্মা। চলতি বিশ্বকাপেই এখনও পর্যন্ত ২৭টি ছক্কা হাঁকিয়ে ফেলেছেন তিনি। ২০১৫ বিশ্বকাপে ২৫টি ছক্কা হাঁকিয়েছিলেন গেল। সেটিই ছিল এতদিন পর্যন্ত কোনও বিশ্বকাপে হাঁকানো কোনও ব্যাটারের সর্বাধিক ছক্কা। এছাড়াও ২০১৯ সালে মর্গ্যান ২২টি, চলতি মরসুমে ম্যাক্সওয়েল ২২ ও এবিডি ২১টি ছক্কা হাঁকিয়েছিলেন ২০১৫ বিশ্বকাপে। 


এখনও পর্যন্ত আন্তর্জাতিক ওয়ান ডেতে ১১৭ বার ভারত ও নিউজ়িল্যান্ড একে অপরের মুখোমুখি হয়েছে। ভারতীয় দল ৫৯টি ম্যাচ জিতেছে। নিউজ়িল্যান্ড জিতেছে ৫০টি ম্যাচ। সাতটি ম্যাচ অমীমাংসিতই শেষ হয়েছে, আর একটি ম্যাচ হয়েছে টাই। তবে বিশ্বকাপের মঞ্চে পরিসংখ্যানটা কিন্তু খানিকটা ভিন্ন। মেগা টুর্নামেন্টের মঞ্চে কিউয়িরা বরাবরই ভারতের কাছে শক্ত গাঁট। সেই ২০০৩ বিশ্বকাপে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত স্টিফেন ফ্লেমিংয়ের নিউজ়িল্যান্ডকে হারিয়েছিল।


তারপর থেকে দুই দশক পেরিয়ে গিয়েছে। পরপর হারের পর অবশেষে এই বিশ্বকাপে কিউয়িদের হারিয়েছে ভারত। ধর্মশালায় ১২ বল বাকি থাকতে চার উইকেটে ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া। ওয়াংখেড়েতে কি ফের একবার জিতবে ভারতীয় দল? না ম্যাঞ্চেস্টারে চার বছর পুরনো স্মৃতি ফের একবার মনে করিয়ে সেমিফাইনালেই ভারতের বিদায়ঘণ্টা বাজিয়ে দেবে নিউজ়িল্যান্ড? সেটাই দেখার।


ওয়াংখেড়েতে টিম ইন্ডিয়ার রেকর্ড কিন্তু বেশ ভাল। এখনও পর্যন্ত ওয়ান ডে ফর্ম্যাটে ভারতীয় ক্রিকেট দল মোট ২১টি ম্যাচ ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলেছে। মোট ১২বার জয় ছিনিয়ে নিয়েছে ভারত। ৯টি ম্যাচ তাদের হারতে হয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি বিশ্বকাপেই এই মাঠে ৩৫৭/৮ বোর্ডে তুলে নিয়েছিল ভারত। যা এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার এই মাঠে করা সর্বোচ্চ স্কোর এক ম্যাচে।