নয়াদিল্লি: রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে তাঁর ব্যক্তিত্বের সংঘাত নিয়ে বহু চর্চা। কারও কারও মতে, তাঁর পর জাতীয় দলের নেতৃত্বের দায়িত্ব পাওয়া রোহিতের সঙ্গে মুখ দেখাদেখিও নাকি বন্ধ ছিল এক সময়। যদিও রোহিতকে নিয়ে খোলামেলা কথা বলেছেন বিরাট কোহলি। রোহিত যে মজার মানুষ, জানিয়েছেন কোহলি (Virat Kohli)।


এক সাক্ষাৎকারে কোহলি বলেছেন, ‘মুম্বইয়ের চলতি ভাষায় কথা বলতে ভালবাসে রোহিত।’ যোগ করেছেন, ‘ওর কথা যখন প্রথম শুনি, তখন ওকে নিয়ে খুব হইচই হচ্ছে। সকলে বলাবলি করছে, আরে, কী প্লেয়ার। আমি শুনে ভেবেছিলাম, আমিও তো উঠে আসছি। কই আমাকে নিয়ে তো এত আলোচনা হয় না। কই দেখি তো রোহিত শর্মা কীরকম। তারপরই ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সোফায় বসে ওর ব্যাটিং দেখতে দেখতে ভেবেছিলাম, এই কারণেই ওকে নিয়ে এত হইচই। ওর চেয়ে ভাল টাইমিং আমি আর কারও ব্যাটিংয়ে দেখিনি। সব বলে অন্যদের তুলনায় দেড় সেকেন্ড বেশি সময় পায়।’


রোহিত শর্মা যে ভীষণ ভুলো মনের, সেই গল্পও শুনিয়েছেন কোহলি। বলেছেন, ‘আমার জীবনে কাউকে এরকম ভুলে যেতে দেখিনি। আই প্যাড, ওয়ালেট, ফোন, এরকম সব প্রয়োজনীয় জিনিস ভুলে যায়। ভাবটা এমন যেন, আরে কী আছে, নতুন কিনে নেব। বাস টিমহোটেলের দিকে অর্ধেক রাস্তা চলে গেলে ওর মনে পড়ে, এই রে আমার আইপ্যাড বিমানে পড়ে রয়েছে। এমনকী, দু-একবার পাসপোর্টও ফেলে এসেছে।’


কোহলি জানিয়েছেন, রোহিতের এই স্বভাবের জন্য লজিস্টিক্স ম্যানেজারকে তটস্থ থাকতে হয়। কোহলির কথায়, ‘লজিস্টিক্স ম্যানেজার আগে জিজ্ঞেস করে, রোহিতের সব মাল এসেছে? নিশ্চিত হয়ে তবে বাস ছাড়া হয়।’ তবে ক্রিকেটের কোনও সরঞ্জাম কখনওই ভোলেন না রোহিত, জানিয়েছেন কোহলি।


সম্প্রতি এশিয়া কাপ জেতার পর শ্রীলঙ্কা থেকে দেশে ফেরার সময়ও হোটেলে পাসপোর্ট ফেলে এসেছিলেন রোহিত। যে কারণে ভারতের টিমবাস ছাড়তে দেরি হয়। সকলে মিলে কলম্বো বিমানবন্দরেও পৌঁছন দেরিতে।


শিখর ধবনকে নিয়েও মজার কাহিনি শুনিয়েছেন কোহলি। বলেছেন, ‘একবার দিল্লিতে এক বন্ধুর ফার্মহাউসে নববর্ষের পার্টি হবে। আমি আর শিখর তার আগের দিন গাড়ি করে যাচ্ছি। দিল্লির রাস্তায় খুব ট্র্যাফিক জ্যাম। গাড়ি চালাচ্ছিল শিখর। ওর কাছে একটা ফোন এল। ও হ্যাঁ, হ্যাঁ বলে খানিকক্ষণ কথা বলে রেখে দিল। তারপর রাতে ফের ফোন। ওকে জানানো হল, মুম্বইয়ের বিমানের টিকিট পাঠিয়ে দেওয়া হয়েছে। শুনে শিখর বলল, আপনি কে?’ হাসতে হাসতে কোহলি যোগ করেছেন, ‘ফোনের অপর প্রান্তের লোক বললেন, আরে সন্ধ্যায় আপনার সঙ্গে কথা হল। মুম্বইয়ের একটি অনুষ্ঠানে আপনি প্রধান অতিথি। আপনি সম্মত হলেন। আমাদের কার্ড ছাপানো হয়ে গিয়েছে। তখন শিখরের মনে পড়ে যে, গাড়ি চালানোর সময় ফোনটা এঁরই ছিল। পরের দিন আমরা বন্ধুরা পার্টি করলাম। ও বসে রইল মুম্বইয়ে। এরকমই ভুলো মন শিখরের।’


আরও পড়়ুন: ABP Exclusive: দেবী দুর্গার বেশে ক্রিকেটার শামির স্ত্রী হাসিন, বলছেন ধর্ম যার যার, উৎসব সবার


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial