ক্যান্ডি: বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা হয়ে গেল। প্রত্যাশিতভাবেই এশিয়া কাপের মূল দলটাকেই ধরে রাখা হয়েছে। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল আগামী ৮ অক্টোবর থেকে বিশ্বকাপ অভিযান শুরু করবে। প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। ১৫ সদস্যের দলে হার্দিক পাণ্ড্যকে সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। আইপিএলে অধিনায়ক হিসেবে গুজরাতকে চ্যাম্পিয়ন করেছিলেন হার্দিক। এছাড়াও জাতীয় দলের জার্সিতে স্টপগ্যাপ অধিনায়ক হিসেবে সাফল্য পেয়েছিলেন। এদিন দল ঘোষণার সময় হার্দিকের উপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে ভারত অধিনায়কও জানিয়ে দিলেন যে বঢোদরার অলরাউন্ডার ছন্দে থাকলে ভারতীয় দলের পক্ষে খেতাব জয়ের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। 


কী বললেন রোহিত ?


সাংবাদিক বৈঠকে এসে ভারত অধিনায়ক জানান, ''হার্দিকের উপস্থিতি ও তাঁর ফর্মে থাকাটা দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। গত কয়েক বছরে ব্যাটিং হোক বা বোলিং, হার্দিকের পারফরম্যান্স গ্রাফ ওপরের দিকেই। বল হাতেও গুরুত্বপূর্ণ মাঝের ওভারে এসে উইকেট তুলে দিচ্ছে ও। আমাদের বিশ্বকাপ জিততে হলে হার্দিকের ভাল পারফর্ম করাটা খুবই জরুরি।'' রোহিতের অনুপস্থিতিতে হার্দিক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন হার্দিক। চলতি এশিয়া কাপে বৃষ্টিবিঘ্নিত ভারত -পাক ম্যাচে ভারতীয় দল যখন ৬৬ রানে ৪ উইকেট হারিয়েছিল, সেই সময় ব্যাট হাতেও ঈশান কিষাণের সঙ্গে জুটি বেঁধে ভরসা জুগিয়েছেন তিনি। রোহিত বলছেন, ''পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে আপনারা সবাই দেখেছেন যে কীভাবে হার্দিক-ঈশান জুটি দলের স্কোরবোর্ডকে সচল রেখেছিল। ২ জনে মিলে ভারতের ব্যাটিং ডিপার্টমেন্টকে সামলেছিল সেদিন দারুণভাবে। এছাড়াও গত বছরে হার্দিক বল হাতেও অনেক ম্যাচে আমাদের ভরসা জুগিয়েছে।"


বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দলে একজন বাঁহাতি স্পিনার হিসেব কুলদীপ ও ২ জন বাঁহাতি অলরাউন্ডার নেওয়া হয়েছে। রবীন্দ্র জাডেজা ও অক্ষর পটেল রয়েছেন স্কোয়াডে। কিন্তু রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চহাল ও ওয়াশিংটন সুন্দর এই তিনজনের কেউই সুযোগ পাননি। সে প্রসঙ্গে ভারত অধিনায়ক বলেন, "আমরা ১৫ জনের বেশি তো নিতে পারব না। তাই কয়েক জনকে বাদ পড়তেই হবে। কিছু করার নেই। প্রত্যেক প্রতিযোগিতাতেই এটা হয়। আমার ক্ষেত্রেও হয়েছে। আমিও এই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি। তাই ওদের বলব, হতাশ না হয়ে নিজেকে তৈরি রাখতে। যাতে সুযোগ পেলেই কাজে লাগানো যায়।''