AUS vs AFG Live: চাপের মুখে 'বিগ শো', ম্যাক্সওয়েলের দাপটে অবিশ্বাস্য জয় অস্ট্রেলিয়ার
ODI World Cup 2023 Live: সেমির দৌড়ে থাকা দুই দলের মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্ণ সম্ভাবনা রয়েছে। আফগানরা এবার বেশ কয়েকটি তারকা দলকে বেগ দিয়েছে। অজিরাও ফর্মে ফিরেছে প্রথম ২ ম্যাচ হারের পর।
অবিশ্বাস্য, অনবদ্য, অবিস্মরণীয়। অপরাজিত ২০১ রানে অস্ট্রেলিয়াকে জয় এনে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ১৯ রান বাকি থাকতেই তিন উইকেটে জয় পেল অস্ট্রেলিয়া।
অবিশ্বাস্য, অনবদ্য, অবিস্মরণীয়। অপরাজিত ২০১ রানে অস্ট্রেলিয়াকে জয় এনে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ১৯ রান বাকি থাকতেই তিন উইকেটে জয় পেল অস্ট্রেলিয়া।
কার্যত এক পায়ে দাঁড়িয়েও ব্যাট করে যাচ্ছেন ম্যাক্সওয়েল। চার মেরে ১০৪ বলে ১৫০ রানের গণ্ডি পার করলেন ম্যাক্সওয়েল। ৪২ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২৪৫/৭। শেষ আট ওভারে অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ৪৭ রান।
মাটিতে শুয়ে পড়া দলকে একা হাতে টেনেই জয়ের দিকে নিয়ে যাচ্ছেন গ্লেন ম্যাক্সওয়েল। মুম্বইয়ের প্রবল গরমে ক্র্যাম্পে নাজেহাল, দৌড়তেও পারছেন না তিনি। তবে লড়াই থামছে না। চিরস্মরণীয় এক ইনিংস খেলে চলেছেন তিনি। ১৩২ রান যোগ করে ফেলেছেন কামিন্স ও ম্যাক্সওয়েল। ৩৯ ওভার শেষে অজ়িদের স্কোর ২২৩/৭।
বিশ্বকাপে দ্বিতীয় শতরান ম্যাক্সওয়েলের। আফগানিস্তানের বিরুদ্ধে ৭৬ বলে পূরণ করলেন নিজের সেঞ্চুরি।
৩১ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭২ রান বোর্ডে তুলে নিল অস্ট্রেলিয়া। একাই লড়ছেন ম্যাক্সওয়েল।
চাপের মুখে গ্লেন ম্যাক্সওয়েলের অনবদ্য হাফসেঞ্চুরি। মাত্র ৫১ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন তারকা অজ়ি ব্যাটার। ২৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৩১/৭।
অজ়িদের বিরুদ্ধে স্মরণীয় জয়ের জন্য মরিয়া হয়ে ঝাঁপাচ্ছে আফগানিস্তান ক্রিকেট দলের তারকারা। ঝাঁপিয়ে পড়ে এক অনবদ্য ক্যাচে মিচেল স্টার্ককে ফেরালেন ইক্রাম। দ্বিতীয় উইকেট পেলেন রশিদ খান। শতরানের গণ্ডি পার করার আগেই সপ্তম উইকেট হারাল অস্ট্রেলিয়া।
এমনিই পাঁচ উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল অস্ট্রেলিয়ান দল। তার মধ্যেই আরেক ধাক্কা। মার্কাস স্টোইনিসকে ছয় রানে এলবিডব্লু করেন রশিদ। রিভিউ নিয়েও লাভের লাভ কিছুই হয়নি। ১৭ ওভার শেষে ৮৯ রানে ছয় উইকেট হারাল অস্ট্রেলিয়া।
পরপর দুই বলে দুই সাফল্য পেলেন আজ়মাতুল্লা। ওয়ার্নারের পরের বলেই শূন্য রানে জস ইংলিশকে আউট করলেন তিনি। ৯ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৫১/৪।
বিরাট সাফল্য! অর্ধশতরানের গণ্ডি পার করার আগেই অস্ট্রেলিয়াকে তৃতীয় ধাক্কা দিল আফগানিস্তান। ডেভিড ওয়ার্নারের উইকেট ছিটকে দিলেন আজ়মাতুল্লা ওমরজ়াই। নবম ওভারে ৪৯ রানে তিন উইকেট হারিয়ে ফেলল অস্ট্রেলিয়া।
ছক্কা মারার পরের বলেই নবীনের ইনসুইংয়ে পরাস্ত মিচেল মার্শ। ২৪ রানে আউট হলেন তারকা অজ়ি ব্যাটার। ৬ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৪৩/২।
নিজের প্রথম ওভারেই নবীন উল হকের বড় সাফল্য। শূন্য রানে অস্ট্রেলিয়ান ওপেনার ট্র্যাভিস হেডকে সাজঘরে ফেরত পাঠালেন আফগানিস্তানের তারকা বোলার। ৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৬/১।
২৯১ রানে থামল আফগানিস্তানের ইনিংস। ১২৯ রানে অপরাজিত ইব্রাহিম জাদরান। অন্যদিকে ১৮ বলে ৩৫ রানের ক্যামিও ইনিংস খেললেন রাশিদ খান।
প্রথম আফগান ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের মঞ্চে শতরান হাঁকালেন ইব্রাহিম জাদরান। ১৩১ বলে শতরান পূরণ করলেন এই ডানহাতি ব্যাটার।
আফগানিস্তানের তৃতীয় উইকেটের পতন। মিচেল স্টার্কের বলে বোল্ড হয়ে ২৬ রান করে প্যাভিলিয়নে ফিরলেন হাসমাতউল্লাহ শাহিদি।
৩৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৪ রান বোর্ডে তুলে নিল আফগানিস্তান। ৮০ রান করে ক্রিজে আছেন ইব্রাহিম জাদরান। ২১ রান করে ক্রিজে রয়েছেন রহমত শাহ।
আফগানিস্তানের দ্বিতীয় উইকেটের পতন। ম্যাক্সওয়েলের বলে হ্যাজেলউডের হাতে ক্যাচ দিয়ে ৩০ রান করে প্যাভিলিয়নে ফিরলেন রহমত শাহ।
২৪ ওভারে ১ উইকেট হারিয়ে বোর্ডে ১১৭ রান তুলে নিল আফগানিস্তান। ক্রিজে আছেন রহমত শাহ ও ইব্রাহিম জাদরান।
অর্ধশতরান পূরণ করলেন ইব্রাহিম জাদরান। অর্ধশতরান পূরণের পথে হাঁকালেন ৬টি বাউন্ডারি।
১৬ ওভারে ৭৬ রান বোর্ডে তুলে নিল আফগানিস্তান। একমাত্র গুরবাজের উইকেট হারিয়েছে তারা। ক্রিজে আছেন ইব্রাহিম জাদরান ৪৫ রান করে ও রহমন শাহ ৯ রানে অপরাজিত রয়েছেন।
আফগানিস্তানের প্রথম উইকেটের পতন। ভাল শুরু করেও ২১ রান করে হ্যাজেলউডের বলে স্টার্কের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়ন ফিরলেন গুরবাজ। আফগানিস্তানের স্কোর ৮ ওভারে ৩৮/১।
আফগানিস্তানের হয়ে ওপেনিংয়ে নামলেন রহমনউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। প্রথম দুই ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৬/০
টস জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নিলেন আফগানিস্তান অধিনায়ক হাসমাতউল্লাহ শাহিদি। একাদশে ফারুখির বদলে ঢুকলেন নবীন।
আফগানিস্তানও এখনও পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৮ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে। তাঁরাও সেমির দৌড়ে রয়েছে ভীষণভাবে।
প্রথম দুটো ম্যাচে হারের পর দুরন্ত ছন্দে ফিরেছে অস্ট্রেলিয়া। আর একটিও ম্য়াচ হারেনি তাঁরা। এই ম্যাচ জিতলে সেমির টিকিট প্রায় পাকা করে ফেলবে তারা।
প্রেক্ষাপট
মুম্বই: চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) দুরন্ত ছন্দে রয়েছে আফগানিস্তান (Afghanistan Cricket Team)। ইতিমধ্যেই বিগত পাঁচ ম্যাচের মধ্যে চার ম্যাচ জিতে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনোর দৌড়ে রয়েছেন আফগানরা। মঙ্গলবার, ৭ নভেম্বর আফগানিস্তান ওয়াংখেড়ের মাঠে নাগাড়ে পাঁচ ম্যাচ জয়ী অস্ট্রেলিয়ার (Afghanistan vs Australia) বিরুদ্ধে মাঠে নামবে। সেমির দৌড়ে থাকা দুই দলের মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্ণ সম্ভাবনা রয়েছে। সেই ম্যাচের আগেই আফগান শিবিরে হাজির সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)।
সচিনের সঙ্গে দেখা করার পাশাপাশি ছবিও তোলেন আফগানিস্তানের সকল ক্রিকেটাররা। আফগানিস্তানের দুরন্ত বিশ্বকাপের জন্য তাঁদের শুভেচ্ছা জানিয়ে সচিন সেমিফাইনালে পৌঁছনোর লড়াইয়ের জন্যও আফগানদের উদ্বুদ্ধ করেন। তাঁর সঙ্গে সাক্ষাতের পর স্বাভাবিকভাবে আপ্লুত আফগানিস্তানের মহাতারকা রশিদ খান (Rashid Khan)। সচিনের সঙ্গে দেখা হওয়াটা তাঁর কাছে অনেকটা স্বপ্ন সত্যি হওয়ার মতোই।
আইসিসিকে এক সাক্ষাৎকারে রশিদ বলেন, 'এটা সকলের জন্যেই এক বিশেষ মুহূর্ত। বিশেষ মুহূর্তে ওয়াংখেড়েতে ওঁর সঙ্গে দেখা হওয়ার অনুভূতিটা আলাদাই। ওঁ না না ইতিবাচক কথা বলে সকলকে উদ্বুদ্ধ করেছেন। সচিনের সঙ্গে দেখা হওয়াটা তো অনেকের কাছেই স্বপ্ন সত্যি হওয়ার মতো।'
অস্ট্রেলিয়া তাঁদের প্রথম দুই ম্যাচে হারের পর দুরন্ত ছন্দে ফিরেছে। দলের প্রত্যেক প্লেয়ারই মোটামুটি বেশ ভাল ছন্দে। গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শ ফের দলের সঙ্গে যোগ দিয়েছেন। এই পরিস্থিতিতে কিছুটা চাপ থাকবে আফগানদের ওপরও। কিন্তু ইংল্যান্ড, পাকিস্তানের মতো দলের বিরুদ্ধে জয় নিঃসন্দেহে আতমবিশ্বাসী করে তুলবে রশিদ ব্রিগেডকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -