BAN vs NED Live: ইতিহাস নেদারল্যান্ডসের, ৮৭ রানে ম্যাচ হেরে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল বাংলাদেশ

ODI World Cup 2023: ইডেনে বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশকে একপেশেভাবে হারাল নেদারল্যান্ডস।

ABP Ananda Last Updated: 28 Oct 2023 09:24 PM
BAN vs NED Live Score: ১৪২ রানে অল আউট বাংলাদেশ

৪২.২ ওভারে ১৪২ রানে অল আউট বাংলাদেশ। ৮৭ রানে বাংলাদেশকে হারিয়ে বিরাট চমক নেদারল্যান্ডসের।

BAN vs NED Live Score: ৪০ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ১৪০/৮

২০ রান করে বাস দি লিদের বলে ফিরলেন বাংলাদেশের শেষ ব্যাটিং ভরসা মাহমুদুল্লাহ। ৪০ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ১৪০/৮। ম্যাচ জিততে ১০ ওভারে আর ৯০ রান চাই বাংলাদেশের। ডাচদের প্রয়োজন ২ উইকেট।

BAN vs NED Live Score: ৩১ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ১১১/৭

মেহেদি হাসানকে (১৭) রান আউট করে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর স্বপ্নে জোর ধাক্কা বাস দি লিদের। ৩১ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ১১১/৭। ২০ রান করে ক্রিজে মাহমুদুল্লাহ।

BAN vs NED Live: ২৬ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৯৩/৬

মাহমাদুল্লাহ ও মেহেদি হাসানের ব্যাটে প্রতিরোধ বাংলাদেশের। ২৬ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৯৩/৬।

BAN vs NED Live Score: ১৮ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৭০/৬

বাস দি লিদ তুলে নিলেন মেহেদি হাসান মিরাজ়কে (৩৫ রান)। মুশফিকুর রহিমের অফস্টাম্প উড়িয়ে দিলেন মিকেরেন। ১৮ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৭০/৬।

BAN vs NED Live: ১৬ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৬৩/৪

পল ফান মিকেরেন পরপর তুলে নিলেন নাজমুল হোসেন শান্ত ও শাকিব আল হাসানকে। ১৬ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৬৩/৪।

BAN vs NED Live Score: ৭ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ১৯/২

আরিয়ান দত্তের বলে কট বিহাইন্ড লিটন দাস (৩)। ফান বিকের শিকার তানজিদ হাসান (১৫)। ৭ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ১৯/২।

BAN vs NED Live: ১ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ২/০

রান তাড়া করতে নেমে ১ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ২/০।

ODI World Cup 2023 Live: ২২৯ রানে অল আউট নেদারল্যান্ডস

৬৮ রান করে ফিরলেন স্কট এডওয়ার্ডস। ১৬ বলে ২৩ রান লোগান ফান বিকের। ৫০ ওভারে ২২৯ রানে অল আউট নেদারল্যান্ডস।

BAN vs NED Live: হাফসেঞ্চুরি স্কট এডওয়ার্ডসের

হাফসেঞ্চুরি স্কট এডওয়ার্ডসের। ৪৩ ওভারের শেষে নেদারল্যান্ডসের স্কোর ১৭২/৫।

ODI World Cup 2023 Live: ৩৭ রানে ক্রিজে স্কট এডওয়ার্ডস

৩৩ ওভারের শেষে নেদারল্য়ান্ডসের স্কোর ১৩৩/৫। ৩৭ রানে ক্রিজে স্কট এডওয়ার্ডস।

BAN vs NED Live Score: ২৭ ওভারের শেষে নেদারল্যান্ডসের স্কোর ১০৭/৫

ব্যাট হাতে লড়াই করছিলেন স্কট এডওয়ার্ডস ও বাস দি লিদ। ১৭ রান করে তাস্কিনের বলে ফিরলেন দি লিদ। ২৭ ওভারের শেষে নেদারল্যান্ডসের স্কোর ১০৭/৫।

BAN vs NED Live: ১৬ ওভারের শেষে নেদারল্যান্ডসের স্কোর ৬৩/৪

৪১ রান করে মুস্তাফিজুর রহমানের বলে ফিরলেন ওয়েসলি বারেসি। অ্যাকারম্যানকে (১৫) তুলে নিলেন শাকিব আল হাসান। ১৬ ওভারের শেষে নেদারল্যান্ডসের স্কোর ৬৩/৪।

ODI WC Live: ১২ ওভারের শেষে নেদারল্যান্ডসের স্কোর ৫৪/২

প্রতিরোধ গড়ে তুলেছেন ওয়েসলি বারেসি (৩৬ ব্যাটিং) ও কলিন অ্যাকারম্যান (১২ ব্যাটিং)। ১২ ওভারের শেষে নেদারল্যান্ডসের স্কোর ৫৪/২।

BAN vs NED Live Score: শুরুতেই দুই ওপেনারকে হারাল নেদারল্যান্ডস

ইনিংসের দ্বিতীয় ওভারেই ৯ বলে মাত্র ৩ রান করে তাস্কিন আমেদের শিকার বিক্রমজিৎ সিংহ। শোরিফুল ইসলাম ফেরালেন ম্যাক্স ডি'উডকে (০)। শুরুতেই দুই ওপেনারকে হারাল নেদারল্যান্ডস। ৫ ওভারের শেষে স্কোর ২৩/২।

BAN vs NED Live Score: বাংলাদেশের প্রথম একাদশে দুটি পরিবর্তন

বাংলাদেশের প্রথম একাদশে দুটি পরিবর্তন। নাসুম আমেদ ও হাসান মাহমুদের জায়গায় এলেন তাস্কিন আমেদ ও মেহেদি হাসান। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ডাচদের।

প্রেক্ষাপট

কলকাতা: তিনি পদ্মাপারের ক্রিকেটে বরাবরের বিতর্কিত চরিত্র। কখনও আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় ডালাথি মেরে উইকেট ভেঙে দেবেন, তো কখনও বিশ্বকাপের দলে না থাকা সতীর্থের অভিযোগকে 'শিশুসুলভ' বলে বোমা ফাটাবেন। চলতি ওয়ান ডে বিশ্বকাপেও (ODI World Cup) বিতর্ক পিছু ছাড়েনি শাকিব আল হাসানের (Shakib Al Hasan)। কেন তিনি বিশ্বকাপের মাঝে ব্যক্তিগত কোচের কাছে প্রশিক্ষণ নিতে ঢাকায় উড়ে গিয়েছিলেন, তা নিয়ে সমালোচনার ঝড়। 


বৃহস্পতিবার রাতে কলকাতায় এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন শাকিব। ইডেন গার্ডেন্সে নেদারল্য়ান্ডস ম্যাচের কার্যত ৩৬ ঘণ্টা আগে। বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেদি হাসান মিরাজ়, মুস্তাফিজ়ুর রহমানরা যখন ইডেনে গা ঘামাচ্ছিলেন, শাকিব তখন ঢাকা বিমানবন্দরের পথে। বিশ্বকাপে যখন পরপর ম্যাচ হেরে চলেছে বাংলাদেশ, তখন দলের সঙ্গে কলকাতায় না এসে দেশের বিমান ধরে ফের একবার শোরগোল ফেলেছেন। নেদারল্যান্ডস ম্যাচের আগে কেন অধিনায়ক দেশে ফিরবেন, তা নিয়ে অগ্নিগর্ভ বাংলাদেশের ক্রিকেটমহল। পরে জানা গিয়েছিল, ব্যক্তিগত কোচ নাজ়মুল আবেদিন ফাহিমের কাছে তালিম নিতে গিয়েছেন শাকিব। তবু প্রশ্ন ওঠা থামেনি। তাহলে কি জাতীয় দলের কোচিং স্টাফে ভরসা নেই খোদ অধিনায়কের?


শুক্রবার দলের অনুশীলনে এলেও, নিজে গা ঘামালেন না শাকিব। বিতর্কের মধ্যেও নির্লিপ্ত তিনি। গোটা মাঠে পায়চারি করে বেড়ালেন। সঙ্গী কখনও জাতীয় দলের কোচ চণ্ডিকা হাতুরুসিংঘে, তো কখনও নাজমুল হোসেন শান্ত। বোলিং গুরু অ্যালান ডোনাল্ডের সঙ্গেও দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা গেল শাকিবকে। তারই ফাঁকে কিছুক্ষণ শ্যাডো করলেন শুধু।


মীরপুরে ব্যক্তিগত কোচের কাছে প্রস্তুতি সেরে এসেছেন। বাংলাদেশ শিবিরের একজন বলছিলেন, 'ম্যাচের আগের দিন এমনিতেও প্র্যাক্টিস করেন না শাকিব। তাই এটা নতুন কিছু নয়।'


শনিবার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের বোধন। ক্রিকেটের নন্দনকাননে প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও নেদারল্যান্ডস। তার আগে সাংবাদিক বৈঠকে এসে তাস্কিন আমেদকে বেশিরভাগ গোলাগুলি সামলাতে হল অধিনায়ককে নিয়েই। প্রশ্ন ধেয়ে এল, অধিনায়ক টুর্নামেন্টের মাঝপথে দেশে ফিরে গিয়েছিলেন বলে কি দলের মনোবলে ধাক্কা লেগেছে? কেন অধিনায়ক এরকম ছাড় পেলেন? আপনারা হলে বিশ্বকাপের মাঝপথে ব্যক্তিগত কোচের কাছে প্র্যাক্টিস করতে যাওয়ার অনুমতি পেতেন?


তাস্কিন অবশ্য হাসিমুখে সামলালেন সমস্ত বাউন্সার। পাশে দাঁড়ালেন শাকিবের। বললেন, 'আমাদের দলের এতে কোনও ক্ষতি হয়নি। শাকিব ফিরে এসেছে। ওর সঙ্গে কাল রাতে সকলে মিলে একসঙ্গে খাওয়াদাওয়া করেছি। আর ও তো দেশে ফিরেছিল নিজের খেলার উন্নতির জন্য। প্রত্যাশামতো ব্যাটিং করতে পারছিল না। তাই নির্দিষ্ট কয়েকটি জায়গা ঘষামাজা করতে গিয়েছিল। আমাদের তো বরং ওর এই প্রচেষ্টার প্রশংসা করা উচিত।' তাস্কিন আরও বলেন, 'ও টিম ম্যানেজমেন্ট ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেই গিয়েছিল। তাছাড়া সেদিন আমাদের বিশ্রামের দিন ছিল। আবশ্যিক প্র্যাক্টিসের দিন তো ছিল না। ম্যাচের আগে দলের আবশ্যিক প্র্যাক্টিসে তো ও রয়েছে। আমাদের কোনও সমস্যা নেই এতে।'


ব্যক্তিগত কোচের মন্ত্র কাজে লাগিয়ে মাঠে কতটা জ্বলে উঠতে পারেন শাকিব, দেখার অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।


আরও পড়ুন: Eden Gardens: ইডেনে শনিবার রানের ফোয়ারা, পূর্বাভাস কিউরেটরের, শিশির কাঁটা ভোগাবে?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.