BAN vs NED Live: ইতিহাস নেদারল্যান্ডসের, ৮৭ রানে ম্যাচ হেরে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল বাংলাদেশ

ODI World Cup 2023: ইডেনে বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশকে একপেশেভাবে হারাল নেদারল্যান্ডস।

ABP Ananda Last Updated: 28 Oct 2023 09:24 PM

প্রেক্ষাপট

কলকাতা: তিনি পদ্মাপারের ক্রিকেটে বরাবরের বিতর্কিত চরিত্র। কখনও আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় ডালাথি মেরে উইকেট ভেঙে দেবেন, তো কখনও বিশ্বকাপের দলে না থাকা সতীর্থের অভিযোগকে 'শিশুসুলভ' বলে বোমা ফাটাবেন। চলতি...More

BAN vs NED Live Score: ১৪২ রানে অল আউট বাংলাদেশ

৪২.২ ওভারে ১৪২ রানে অল আউট বাংলাদেশ। ৮৭ রানে বাংলাদেশকে হারিয়ে বিরাট চমক নেদারল্যান্ডসের।