ODI World Cup 2023 Live: ১৭৯ রানেই থেমে গেল ডাচদের ইনিংস, চলতি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয় পেল ইংল্যান্ড

ODI World Cup 2023, ENG vs NED: ঠিক ১১ দিনের মাথায় আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল। যদিও পুণে এলে মনেই হবে না যে, ফাইনালের কোনও তাপ উত্তাপ রয়েছে শহরে।

ABP Ananda Last Updated: 08 Nov 2023 09:15 PM

প্রেক্ষাপট

পুণে: ঠিক ১১ দিনের মাথায় আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের (ODI World Cup) ফাইনাল। যদিও পুণের মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে এলে মনেই হবে না যে, ফাইনালের কোনও তাপ উত্তাপ রয়েছে শহরে।...More

ENG vs NED Live: ডাচদের বিরুদ্ধে জয় ইংল্যান্ডের

১৭৯তেই অল আউট হয়ে গেল নেদারল্যান্ডস। ১৬০ রানের বিশাল ব্যবধানে জয় ইংল্যান্ডের।