ODI World Cup 2023 Live: ১৭৯ রানেই থেমে গেল ডাচদের ইনিংস, চলতি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয় পেল ইংল্যান্ড
ODI World Cup 2023, ENG vs NED: ঠিক ১১ দিনের মাথায় আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল। যদিও পুণে এলে মনেই হবে না যে, ফাইনালের কোনও তাপ উত্তাপ রয়েছে শহরে।
১৭৯তেই অল আউট হয়ে গেল নেদারল্যান্ডস। ১৬০ রানের বিশাল ব্যবধানে জয় ইংল্যান্ডের।
নেদারল্য়ান্ডসের অষ্টম উইকেটের পতন। আর মাত্র ২ উইকেট তুলে নিতে পারলেই চলতি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নেবে ইংল্যান্ড।
নেদারল্যান্ডসের পঞ্চম উইকেটের পতন। ২৬ ওভার শেষে তাঁদের স্কোর ১১৫/৫
২১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮২ রান বোর্ডে তুলে নিল নেদারল্যান্ডস।
নেদারল্যান্ডসের তৃতীয় উইকেটের পতন। ৩৭ রান করে রান আউট হয়ে ফিরলেন বারেসি।
১৩ ওভারে ২ উইকেট হারিয়ে বোর্ডে ৩৮ রান তুলেছে নেদারল্যান্ডস। ক্রিজে আছেন বারেসি ও সিব্র্যান্ড।
রান তাড়া করতে নেমে ২ উইকেট হারাল নেদারল্যান্ডস। ৬ ওভার শেষে ২ উইকেটের বিনিময়ে ১৯ রান বোর্ডে তুলল ডাচরা।
৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৯ রান বোর্ডে তুলে নিল ইংল্যান্ড। ১০৮ রানের ইনিংস খেললেন বেন স্টোকস।
৪৪ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন ক্রিস ওকস। তবে ৫১ রান করেই ক্যাচ আউট হয়ে ফিরলেন তিনি।
৭৮ বলে শতরান হাঁকালেন বেন স্টোকস। চলতি বিশ্বকাপে নিজের প্রথম শতরান ব্রিটিশ অলরাউন্ডারের।
৪০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৬ রান বোর্ডে তুলল ইংল্যান্ড। স্টোকসের সঙ্গে ক্রিজে আছেন ক্রিস ওকস।
আরিয়ান দত্তর বলে ৪ রান করে প্যাভিলিয়নে ফিরলেন মঈন আলি। ৩৭ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০০ রান বোর্ডে তুলল ইংল্যান্ড।
৩৪ ওভারে ৫ উইকেট হারিয়ে বোর্ডে ১৮৮ রান তুলে নিল ইংল্যান্ড। ক্রিজে আছেন বেন স্টোকস ও মঈন আলি।
২৪ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ১৪৯/৩। ৮৭ রান করে ফিরে গিয়েছেন মালান। ২৮ রান করে আউট জো রুট।
২৪ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ১৪৯/৩। ৮৭ রান করে ফিরে গিয়েছেন মালান। ২৮ রান করে আউট জো রুট।
১৭ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ১১১/১। ১৫ রানে আউট জনি বেয়ারস্টো। ৭২ রানে অপরাজিত মালান।
৬ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৪৭/০। ২০ বলে ৩০ রান করে ক্রিজে দাভিদ মালান। ১৬ বলে ১৫ রানে অপরাজিত জনি বেয়ারস্টো।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার।
ইংরেজ অধিনায়ক জস বাটলার স্বীকার করে নিয়েছেন, তাঁর অফ ফর্ম ভুগিয়েছে দলকে। এই ম্যাচে ইংল্যান্ড পাবে না মার্ক উডকে। হাঁটুতে চোট রয়েছে তাঁর। সুযোগ পেতে পারেন গাস অ্যাটকিনসন। বাইরে রাখা হতে পারে বেন স্টোকসকেও।
প্রেক্ষাপট
পুণে: ঠিক ১১ দিনের মাথায় আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের (ODI World Cup) ফাইনাল। যদিও পুণের মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে এলে মনেই হবে না যে, ফাইনালের কোনও তাপ উত্তাপ রয়েছে শহরে। না থাকারই কথা। কারণ, বুধবার এই মাঠে মুখোমুখি যে দুই দেশ, সেই ইংল্যান্ড ও নেদারল্যান্ডস (ENG vs NED) অনেক আগেই বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে।
ইংল্যান্ড শিবিরের যা অবস্থা, তাতে বিশ্বকাপ শেষ হলে যেন হাঁফ ছেড়ে বাঁচেন জস বাটলাররা। ৭ ম্যাচে একটিমাত্র জয়। ইংল্যান্ডের ভাঁড়ারে মাত্র ২ পয়েন্ট। পয়েন্ট টেবিলে, এমনকী, নেদারল্যান্ডসেরও নীচে তারা। বিশ্বকাপে আর ২ ম্যাচ বাকি ইংল্যান্ডের। বুধবার পুণেতে ডাচদের বিরুদ্ধে। আর শনিবার ইডেনে পাকিস্তানের বিরুদ্ধে। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডকে দেখা যাবে কি না, তা নিয়েও তৈরি হয়েছে ঘোরতর সংশয়। কারণ, বিশ্বকাপের পয়েন্ট টেবিলে প্রথম সাতে থাকা সাত দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে। এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে ইংল্যান্ডের খেলার সম্ভাবনা কমছে। শেষ দুই ম্যাচের দুটিতে জিততেই হবে ইংল্যান্ডকে।
ইংরেজ অধিনায়ক জয় বাটলার স্বীকার করে নিয়েছেন, তাঁর অফ ফর্ম ভুগিয়েছে দলকে। এই ম্যাচে ইংল্যান্ড পাবে না মার্ক উডকে। হাঁটুতে চোট রয়েছে তাঁর। সুযোগ পেতে পারেন গাস অ্যাটকিনসন। বাইরে রাখা হতে পারে বেন স্টোকসকেও।
অন্যদিকে, বিশ্বকাপে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নেদারল্যান্ডস প্রমাণ করে দিয়েছে, নিজেদের দিনে বিশ্বের যে কোনও দলকে নাস্তনাবুদ করতে পারে তারা। যোগ্যতা অর্জনকারী পর্বে তিনটি টেস্ট খেলিয়ে দেশের বিশ্বকাপ স্বপ্ন শেষ করে দিয়েছিলেন ডাচরা। ওয়েস্ট ইন্ডিজ়, আয়ার্ল্যান্ড ও জ়িম্বাবোয়ে। ইংল্যান্ডের বিরুদ্ধেও তাদের হিসাবের বাইরে রাখা যাবে না।
চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জনকেই এখন পাখির চোখ করছেন ইংরেজ ক্রিকেটারেরা। মঈন আলি বলেছেন, '২ বছর পরের টুর্নামেন্টে হয়তো নতুন ছেলেরা সুযোগ পাবে। তবে টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করাটাই আমাদের কাছে এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।' অন্যদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন গুরুত্ব পাচ্ছে ডাচ শিবিরেও। নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেছেন, 'বাকি দুটি ম্যাচ আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ।'
আরও পড়ুন: ABP Exclusive: বিশ্বকাপের মাঝেই কলকাতায় প্র্যাক্টিসে নেমে পড়ছেন পন্থ? অপেক্ষায় গুরু সৌরভ-পন্টিং
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
- - - - - - - - - Advertisement - - - - - - - - -