ENG Vs NZ Live Score: কনওয়ে, রচিনের দৌরাত্ম্যে ৮২ বল বাকি থাকতে ইংল্যান্ডকে দুরমুশ করে জয় পেল নিউজ়িল্যান্ড

ODI World Cup 2023, ENG Vs NZ: আমদাবাদে খোঁজ নিয়ে জানা গেল, বিশ্বকাপের প্রথম ম্যাচেই অনিশ্চিত তারকা ক্রিকেটার বেন স্টোকস। তাঁর চোট রয়েছে বলে ইংল্যান্ড শিবির থেকে জানা গেল।

ABP Ananda Last Updated: 05 Oct 2023 08:47 PM
ENG vs NZ Live Score: দাপুটে জয়

৮২ বল বাকি থাকতেই ইংল্যান্ডকে নয় উইকেটে হারাল নিউজ়িল্যান্ড। কনওয়ে ১৫২ ও রচিন ১২৩ রানে অপরাজিত রইলেন।

ENG vs NZ Live Score: রচিনের প্রথম ওয়ান ডে শতরান

কনওয়ের পর শতরান হাঁকালেন তরুণ রচিনও। নিজের কেরিয়ারে প্রথম ওয়ান ডে শতরানে রচিন সকলকেই প্রভাবিত করলেন। কনওয়ে এবং রচিনের সুবাদেই জয়ের দিকে দ্রুত গতিতে এগোচ্ছে কিউয়িরা। ৩১ ওভার শেষে কিউয়িদের স্কোর এক উইকেটের বিনিময়ে ২২২ রান। রচিন ১০০ ও কনওয়ে ১১৫ রানে ব্যাট করছেন। জয়ের জন্য কিউয়িদের ১৯ ওভারে আর ৬১ রান করতে হবে। 

ENG vs NZ Live Score: অনবদ্য কনওয়ে

বিশ্বকাপের প্রথম ম্যাচেই দুরন্ত শতরানে দর্শকদের মন জিতলেন ডেভন কনওয়ে। মাত্র ৮৩ বলে নিজের শতরান পূরণ করেন কিউয়ি ওপেনার। 

ENG vs NZ Live Score: শতরানের গণ্ডি পার

১৩তম ওভারেই শতরানের গণ্ডি পার করে ফেলল নিউজ়িল্যান্ড। রচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে, উভয়েই ব্যক্তিগত অর্ধশতরানের গণ্ডি পার করে ফেলেছেন। রচিন ৫৫ ও কনওয়ে ৫১ রানে ব্যাট করছেন। ১৩ ওভার শেষে কিউয়িদের স্কোর ১০৭/১।

ENG vs NZ Live Score: কারানের দুরন্ত বোলিং

নতুন বলে ইংল্যান্ডকে সাফল্য এনে দিলেন স্যাম কারান। খাতা খোলার আগেই সাজঘরে বাটলারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন উইল ইয়ং। ৪ ওভার শেষে ইংল্যান্ডের ১৯/১।

ENG vs NZ Live Score: লড়াকু পার্টনারশিপ

শেষ উইকেটে মার্ক উড এবং আদিল রশিদের লড়াকু পার্টনারশিপ। ৩০ রান যোগ করলেন দুইজনে। ৫০ ওভারে নয় উইকেটের বিনিময়ে ২৮২ রান তুলল ইংল্যান্ড। রশিদ ১৫ ও উড ১৩ রানে অপরাজিত রইলেন।

ENG vs NZ Live Score: ২৫০ রানের গণ্ডি পার করল ইংল্যান্ড

কোনওক্রমে ২৫০ রানের গণ্ডি পার করল ইংল্যান্ড। তবে ২৫০ রানের গণ্ডি পার করেই নবম উইকেট হারাল ইংল্যান্ড। ১৪ রানে ফিরলেন স্যাম কারান।

ENG vs NZ Live Score: বোল্টের সাফল্য

পরপর চারটি ডট বলে লিভিংস্টোনের উপর চাপ বাড়ছিল। শেষমেশ পঞ্চম বলে বড় শট হাঁকাতে গিয়ে মিড অনে ধরা দিলেন লিভিংস্টোন। ২০ রানে ফিরলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার। সাফল্য পেলেন ট্রেন্ট বোল্ট। ২২১ ষষ্ঠ উইকেট হারাল ইংল্যান্ড। 

ENG vs NZ Live Score: বড় সাফল্য

ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারকে সাজঘরে ফেরত পাঠালেন ম্যাট হেনরি। ৪৩ রানে আউট হলেন বাটলার। ১৮৮ রানে পঞ্চম উইকেট হারাল ইংল্য়ান্ড। 

ENG vs NZ Live Score: রুটের অর্ধশতরান

৫৭ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। তাঁকে যোগ্য সঙ্গ দিচ্ছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ৩২ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১৭৯/৪। বর্তমানে রুট ৫৩ ও বাটলার ৪০ রানে ব্যাট করছেন। 

ENG vs NZ Live Score: ফিলিপসের বলে বোল্ড মঈন

গ্লেন ফিলিপসের বলে ১১ রান করে বোল্ড হয়ে গেলেন মঈন আলি। 

ENG vs NZ Live Score: আউট ব্রুক

ইংল্যান্ডের তৃতীয় উইকেটের পতন। রচিন রবীন্দ্রর বলে ডেভন কনওয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ক্রমাগত বিপজ্জ্বনক হয়ে ওঠা হ্যারি ব্রুক।

ENG vs NZ Live Score: আউট বেয়ারস্টো

ইংল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন। মিচেল স্যান্টনার ফেরালেন জনি বেয়ারস্টোকে। ৪টি বাউন্ডার ও ১টি ছক্কার সাহায্যে ৩৩ রান করে ফিরলেন তারকা ডানহাতি ওপেনার।

ENG vs NZ Live Score: ১০ ওভারে ইংল্যান্ডের স্কোর ৫১/১

প্রথম ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বোর্ডে ৫১ রান তুলে নিল ইংল্য়ান্ড। ক্রিজে আছেন বেয়ারস্টো ও রুট। 

ENG vs NZ Live: ১৪ রান করে আউট মালান

ইংল্যান্ডের প্রথম উইকেটের পতন। ম্যাট হেনরির বলে ল্যাথামের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়ন ফিরলেন ডেভিড মালান।

ENG vs NZ Live Score: ৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২৬/০

৫ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে বোর্ডে ২৬ রান তুলে নিল ইংল্যান্ড। 

ENG vs NZ Live: শুরু বিশ্বকাপের প্রথম ম্যাচ

শুরু হয়ে গেল ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপ। প্রথম ওভার বল করছেন ট্রেন্ট বোল্ট। ইংল্য়ান্ডের হয়ে ওপেনে নামলেন ডেভিড মালান ও জনি বেয়ারস্টো।

ENG vs NZ Live Score: ৩ তারকা নেই কিউয়ি একাদশে

নিউজিল্য়ান্ডের হয়ে প্রথম একাদশে নেই টিম সাউদি, কেন উইলিয়ামসন, ইশ সোধি। 

ENG vs NZ Live: টস জিতলেন ল্যাথাম, প্রথমে ব্যাটিং ইংল্যান্ডের

বিশ্বকাপের প্রথম ম্য়াচে ইংল্যান্ডের বিরুদ্ধে টস জিতলেন নিউজিল্য়ান্ডের অধিনায়ক টম ল্য়াথাম। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন কিউয়ি অধিনায়ক।

ENG vs NZ Live Score: বাটলারের নেতৃত্বে খেতাব ধরে রাখার লড়াই ইংল্যান্ডের

ইংল্যান্ডের সামনে এবার খেতাব রক্ষার লড়াই। ভারতের পরিবেশ-পরিস্থিতিতে কেমন খেলবে ইংল্যান্ড, দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। তবে ২০১৬ সালে ভারতের মাটিতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলেছিল ইংল্যান্ড। জস বাটলার থেকে শুরু করে জনি বেয়ারস্টো, মঈন আলি - আইপিএলের অভিজ্ঞতা সম্পন্ন এক ঝাঁক ক্রিকেটার রয়েছে দলে। এবারও ভাল পারফরম্যান্সের স্বপ্ন দেখছে ইংরেজ বাহিনি।




 


ENG vs NZ Live: অনিশ্চিত স্টোকস

ইংল্যান্ডের স্কােয়াডে আজ হয়ত দেখা যাবে না বেন স্টোকসকে। চোট সমস্যার জন্যই আজকের ম্য়াচে হয়ত খেলবে না তারকা অলরাউন্ডার।

ENG vs NZ Live Score: নেই কেন উইলিয়ামসন

আজকে ম্যাচে নিউজিল্যান্ড শিবির পাবে না তাঁদের দলের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে। তাঁর বদলে টম ল্য়াথাম নেতৃত্ব দেবেন।

ENG vs NZ Live: চার বছর আগে কিউয়িদের হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড

২০১৯ সালে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে নিজেদের দেশের মাটিতে নিউজিল্য়ান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। অইন মর্গ্য়ানের নেতৃত্বে খেতাব জিতেছিল ব্রিটিশরা।

প্রেক্ষাপট

বৃহস্পতিবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) বিশ্বকাপের (ODI World Cup 2023) উদ্বোধনী ম্যাচে ফের মুখোমুখি ইংল্যান্ড ও নিউজ়িল্যান্ড (England vs New Zeland)। যে ম্যাচে দুই শিবিরকেই চিন্তায় রাখছে চোট আঘাত। আঙুলের অস্ত্রোপচারের পর ভারতে পৌঁছে দলের সঙ্গে যোগ দিয়েছেন টিম সাউদি (Tim Southee)। তবে তিনি এখনও ফিট হননি। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে তাঁকে পাবে না নিউজ়িল্যান্ড। অন্যদিকে, দুটি প্রস্তুতি ম্যাচে খেললেও, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে নেই উইলিয়ামসন (Kane Williamson)। লম্বা টুর্নামেন্টের কথা মাথায় রেখে তাঁকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না কিউয়ি শিবির। উইলিয়ামসনের পরিবর্তে বৃহস্পতিবার নিউজ়িল্যান্ডকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।


চোটমুক্ত নয় ইংল্যান্ড শিবিরও। আমদাবাদে খোঁজ নিয়ে জানা গেল, বিশ্বকাপের প্রথম ম্যাচেই অনিশ্চিত তারকা ক্রিকেটার বেন স্টোকস। তাঁর চোট রয়েছে বলে ইংল্যান্ড শিবির থেকে জানা গেল। বিশ্বকাপের কথা মাথায় রেখে ওয়ান ডে ক্রিকেটে অবসর ভেঙে ফিরেছেন স্টোকস। কিন্তু তারকা অলরাউন্ডারের বৃহস্পতিবার খেলা নিয়ে প্রশ্ন রয়েছে। স্টোকসের পরিবর্তে হ্যারি ব্রুককে তৈরি রাখছে ইংল্যান্ড শিবির।


ইংল্যান্ডের সামনে এবার খেতাব রক্ষার লড়াই। ভারতের পরিবেশ-পরিস্থিতিতে কেমন খেলবে ইংল্যান্ড, দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। তবে ২০১৬ সালে ভারতের মাটিতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলেছিল ইংল্যান্ড। জস বাটলার থেকে শুরু করে জনি বেয়ারস্টো, মঈন আলি - আইপিএলের অভিজ্ঞতা সম্পন্ন এক ঝাঁক ক্রিকেটার রয়েছে দলে। এবারও ভাল পারফরম্যান্সের স্বপ্ন দেখছে ইংরেজ বাহিনি।


অন্যদিকে, উইলিয়ামসন ও সাউদিকে ছাড়া ইংল্যান্ডকে বেগ দিতে লড়াই করতে হবে কিউয়ি শিবিরকে। কোনওদিন বিশ্বকাপ না জেতা নিউজ়িল্যান্ড চাইবে ট্রফি জিতে দেশে ফিরতে। অভিযান শুরু করার আগে ল্যাথাম বলেছেন, 'ভারতে বিশ্বকাপ খেলাটা স্পেশ্যাল। পরের ৬-৮ সপ্তাহে দারুণ ক্রিকেটের অপেক্ষায় রয়েছি। আমরা বিনোদন দিতে চাই। সেটা পারলে আর নিজেদের মেলে ধরতে পারলে ফল আমাদের পক্ষেই হবে।'

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.