ENG vs PAK Live: ২৪৪-এ অল আউট পাকিস্তান, ৯৩ রানে ম্যাচ জিতল ইংল্যান্ড, ইডেন থেকে ম্যাচের লাইভ আপডেট

ODI World Cup 2023: বিশ্বকাপের গ্রুপ থেকেই বিদায় পাকিস্তানের। চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা পেল ইংল্যান্ড।

ABP Ananda Last Updated: 11 Nov 2023 09:36 PM

প্রেক্ষাপট

কলকাতা: অঙ্ক বলছে, সেমিফাইনালে যাওয়ার সামান্যতম আশা বাঁচিয়ে রাখতে হলে অলৌকিক কিছুর জন্য অপেক্ষা করতে হবে পাকিস্তানকে (Pakistan Cricket Team)। অভাবনীয় ফলই পারে পাক শিবিরে প্রাণবায়ু জোগাতে।কীরকম হতে হবে সেই ফল?...More

ENG vs PAK Live Score: ৯৩ রানে ম্যাচ জিতল ইংল্যান্ড

৪৩.৩ ওভারে ২৪৪ রানে অল আউট হল পাকিস্তান। ২৩ বলে ৩৫ করলেন হ্যারিস রউফ। ১৪ বলে ১৬ রানে অপরাজিত মহম্মদ ওয়াসিম। ৯৩ রানে ম্যাচ জিতল ইংল্যান্ড।