ODI World Cup 2023 Live: ৪ উইকেটে জয় ছিনিয়ে নিল ভারত, কিউয়িদের হারিয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষে রোহিত বাহিনী

ODI World Cup 2023, IND Vs NZ: নাগাড়ে চার ম্যাচে জিতে বিশ্বকাপে (ODI World Cup 2023) দুরন্ত ছন্দে রয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)।

ABP Ananda Last Updated: 22 Oct 2023 10:20 PM
IND Vs NZ Live: জয় ভারতের

৪ উইকেটে জয় ছিনিয়ে ভারতীয় দল। কিউয়িদের হারিয়ে চলতি বিশ্বকাপে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এল টিম ইন্ডিয়া।

IND Vs NZ Live Score: আউট বিরাট

৯৫ রান করে প্যাভিলিয়নে ফিরলেন বিরাট কোহলি। অল্পের জন্য শতরান মিস করলেন কিং কোহলি।

IND Vs NZ Live: ভারতের জয়ের জন্য দরকার ৬৫ রান

৭৭ বলে ভারতের জয়ের জন্য এখনও দরকার ৬৫ রান।

IND Vs NZ Live: অর্ধশতরান পূরণ বিরাটের

অর্ধশতরান পূরণ করলেন বিরাট কোহলি। আর একশো রানেরও কম প্রয়োজন ভারতকে এই ম্যাচ জিততে।

IND Vs NZ Live: আউট রাহুল

২৭ রান করে প্যাভিলিয়নে ফিরলেন কে এল রাহুল। মিচেল স্যান্টনারের বলে উইকেট হারালেন ডানহাতি ব্যাটার। 

IND Vs NZ Live: ভারতের তৃতীয় উইকেটের পতন

শ্রেয়স আইয়ারের উইকেট হারাল ভারত। কে এল রাহুলের সঙ্গে জুটি বেঁধে দলকে টানছেন বিরাট কোহলি।

IND Vs NZ Live: কুয়াশায় আচ্ছন্ন মাঠ, খেলা স্থগিত

কুয়াশায় ঢেকে গিয়েছে মাঠ। খেলা স্থগিত। ভারতের স্কোর ১৫.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১০০ রান বোর্ডে তুলে নিয়েছে ভারত। 

IND Vs NZ Live: আউট গিল

ভারতের দ্বিতীয় উইকেটের পতন। ২৬ রান করে প্যাভিলিয়নে ফিরলেন শুভমন গিল।

IND Vs NZ Live: আউট রোহিত

ভারতের প্রথম উইকেটের পতন। ব্যক্তিগত ৪৬ রানের মাথায় আউট হলেন রোহিত শর্মা।

IND Vs NZ Live: ৯ ওভারে ভারতের স্কোর ৫৩/০

৯ ওভারে পঞ্চাশের গণ্ডি পেরোল ভারতীয় দল। ক্রিজে আছেন রোহিত শর্মা ও শুভমন গিল।

IND Vs NZ Live: ভারতের স্কোর ৩ ওভারে ২২/০

রান তাড়া করতে নেমে ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ২২ রান বোর্ডে তুলে নিল ভারত। 

IND Vs NZ Live: ২৭৩ রানে অল আউট নিউজিল্যান্ড

নির্ধারিত ৫০ ওভারও ব্যাট করতে পারল না কিউয়ি শিবির। ২৭৩ রানে অল আউট হয়ে গেল নিউজিল্য়ান্ড।

IND Vs NZ Live: পাঁচ উইকেট শামির

চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন মহম্মদ শামি। আর কিউয়িদের বিরুদ্ধে প্রথম ম্যাচেই পাঁচ উইকেট তুলে নিলেন তারকা পেসার।

IND Vs NZ Live: হ্যাটট্রিক মিস শামির

হ্যাটট্রিক মিস করলেন মহম্মদ শামি। পরপর ২ বলে তুলে নিয়েছিলেন মিচেল স্যান্টনার ও ম্যাট হেনরির উইকেট।

IND Vs NZ Live: নিউজ়িল্যান্ডের স্কোর ২৪৩/৪

৪৪ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ২৪৩/৪।

IND Vs NZ Live: সেঞ্চুরি ডারিল মিচেলের

সেঞ্চুরি ডারিল মিচেলের। ১০০ বলে ১০০ করে ক্রিজে। ৪০.৪ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ২২১/৪।

ODI World Cup 2023 Live: কুলদীপ যাদবের বলে লেগ বিফোর উইকেট হলেন টম ল্যাথাম

কুলদীপ যাদবের বলে লেগ বিফোর উইকেট হলেন টম ল্যাথাম (৭ বলে ৫ রান)। ৩৯ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ২১৪/৪।

IND Vs NZ Live Score: রবীন্দ্রকে ফিরিয়ে পার্টনারশিপ ভাঙলেন মহম্মদ শামি

রচিন রবীন্দ্রকে ফিরিয়ে পার্টনারশিপ ভাঙলেন মহম্মদ শামি। ৩৬ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ১৯৭/৩।

IND Vs NZ Live Score: ৩২ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ১৬৭/২

জোড়া হাফসেঞ্চুরি রবীন্দ্র ও মিচেলের। ৩২ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ১৬৭/২।

IND Vs NZ Live: ১৯ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ৯০/২

কুলদীপ যাদবকে এক ওভারে জোড়া ছক্কা। একটি রচিন রবীন্দ্র ও অন্যটি ডারিল মিচেলের মারা। ১৯ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ৯০/২।

IND Vs NZ Live: ১৬ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ৬৫/২

ক্রিজে ডারিল মিচেল ও রচিন রবীন্দ্র। ১৬ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ৬৫/২।

IND Vs NZ Live Score: প্রথম বলেই উইকেট শামির

বল করতে এসে শুরুতেই ধাক্কা দিলেন মহম্মদ শামি। প্রথম বলেই ফেরালেন উইল ইয়ংকে (২৭ বলে ১৭ রান)। ৯ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ২৬/২।

Ind vs NZ Live: ৪ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ৯/১

নিউজ়িল্যান্ড শিবিরকে প্রথম ধাক্কা মহম্মদ সিরাজ়ের। শর্ট মিড উইকেটে দুরন্ত ক্যাচ শ্রেয়স আইয়ারের। ৯ বলে ০ করে ফিরলেন ডেভন কনওয়ে। ৪ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ৯/১।

ODI World Cup 2023 Live: কারা খেলছেন ভারতের একাদশে?

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ়, যশপ্রীত বুমরা ও কুলদীপ যাদব। 

IND Vs NZ Live: কেমন হল নিউজ়িল্যান্ডের একাদশ

নিউজ়িল্যান্ডের একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়ং, রচিন রবীন্দ্র, টম ল্যাথাম (উইকেটকিপার ও অধিনায়ক), ডারিল মিচেল। গ্লেন ফিলিপ্স, মার্ক চাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

IND Vs NZ Live: খেলানো হচ্ছে মহম্মদ শামি ও সূর্যকুমার যাদবকে

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। সেই সঙ্গে জানিয়ে দিলেন, দলে দুটি পরিবর্তনও করা হয়েছে। টসের পর ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলের সঞ্চালক রবি শাস্ত্রীকে রোহিত বলেন, 'আমরা দুটি পরিবর্তন করেছি। হার্দিক পাণ্ড্য ও শার্দুল ঠাকুরকে পাওয়া যাচ্ছে না। ওদের পরিবর্তে খেলানো হচ্ছে মহম্মদ শামি ও সূর্যকুমার যাদবকে।'

IND Vs NZ Live Score: কোথায়-কখন দেখবেন ম্যাচ?

ম্য়াচ শুরু দুপুর ২টোয়। তার ৩০ মিনিট আগে, দুপুর ১.৩০-এ হবে টস। টিভিতে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। টিভির সামনে বসার সুযোগ না থাকলে হাতের স্মার্টফোনেও দেখতে পাবেন ম্যাচ। ডিজ়নি প্লাস হটস্টার মোবাইল অ্যাপে।

IND Vs NZ Live Score: পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছনোর লড়াই

ধর্মশালায় আজ মুখোমুখি ভারত ও নিউজ়িল্যান্ড। যে দল জিতবে, পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছবে তারাই।

প্রেক্ষাপট

ধর্মশালা: নাগাড়ে চার ম্যাচে জিতে বিশ্বকাপে (ODI World Cup 2023) দুরন্ত ছন্দে রয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এই বিজয়রথ অব্যাহত রাখার লক্ষ্যে রবিবাসরীয় ধর্মশালায় নিউজ়িল্যান্ডের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া (IND vs NZ)। আইসিসি টুর্নামেন্টে ভারতের বরাবরের শক্ত গাঁট নিউজ়িল্যান্ড। বিভিন্ন আইসিসি টুর্নামেন্টে বিগত পাঁচ ম্যাচেই কিউয়িদের বিরুদ্ধে পরাজিত হতে হয়েছে ভারতীয় দলকে। তাই ধর্মশালায় যে ভারতের চ্যালেঞ্জটা সহজ হবে না, তা বলাই বাহুল্য।


ভারতীয় দল এই ম্যাচে তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya) চোটের কারণে পাবে না। হার্দিক যে দলকে ভারসাম্য দেন, তা বলাই বাহুল্য। তাঁর অনুপস্থিতিতে কেমন হবে টিম ইন্ডিয়ার একাদশ? ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) জানান হার্দিকের অনুপস্থিতি ঢাকতে একাধিক বিকল্প রয়েছে, তবে আগেভাগে তিনি তেমন কিছু জানাতে চান না। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'হার্দিক চারটি সিম বোলারের অন্যতম। তাই ও না থাকায় কেমন, কী দল হবে সেটা দেখা যাক। আমরা তিনটি ফাস্ট বোলার বা তিন স্পিনার নিয়ে মাঠে নামতেই পারি। প্রচুর বিকল্প তো রয়েইছে। আগেভাগে আমি কিছু জানাতে চাই না।'


বিকল্প আছে বটে, তবে নিউজ়িল্যান্ড ম্যাচের জন্য টিম ইন্ডিয়ার একাদশ ইতিমধ্যেই বাছাই করা হয়ে গিয়েছে বলেও জানিয়ে দেন দ্রাবিড়। 'কোন একাদশ নিয়ে আমরা নামব, তা তো ঠিক হয়ে গিয়েছে। বেশি কিছু বলব না। তবে দলের ভারসাম্য় বজায় রাখতে ভিন্ন ভিন্ন বিকল্প রয়েছে। শামির মতো একজন বোলার বাইরে বসে রয়েছে। ওকে এই ম্য়াচ খেলানোর একটা ভাল সুযোগ রয়েছে। অশ্বিনের দক্ষতা নিয়েও প্রশ্ন থাকতে পারে না। ও তো বাইরে বসে রয়েছে। তাই হার্দিক ফিট হওয়া এইরকম বেশ কয়েকটি বিকল্প আমাদের কাছে আছে।' বলেন ভারতীয় দলের কোচ।


রবিবারের প্রতিপক্ষকেও কিন্তু দ্রাবিড় যথেষ্ট সমীহ করছেন। কিউয়ি দল প্রসঙ্গে তিনি বলেন, 'ওরা খুব ভাল দল এবং ভাল ক্রিকেটটাও খেলছে। ওদের অনেকেই তো আইপিএলে নিয়মিত খেলে। তাই এই পরিবেশ, পরিস্থিতি সম্পর্কে ওরা অবগত। এখানে তো আগে খেলেওছে ওরা। আমরা পরিকল্পনা তৈরির সময় ওদের দল নিয়ে যখন বিশ্লেষণ করছিলাম, তখনই বিষয়টা স্পষ্ট হয়ে যায় যে ওদের দলে অভিজ্ঞতা ও গভীরতা, উভয়ই রয়েছে। দল দারুণ ভারসাম্য রয়েছে' 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ফল যাই হোক, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার দাবিদার ভারতই: টেলর

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.