ODI World Cup 2023 Live: আমদাবাদে রোহিত ঝড়, পাকিস্তানকে ৭ উইকেটে উড়িয়ে দিল ভারতীয় দল

ODI World Cup 2023, IND Vs PAK: বিশ্বকাপে ভারতের ম্যাচ ছাড়া গ্যালারিতে দর্শক কই? এমনকী, নিউজ়িল্যান্ড-ইংল্যান্ড ম্যাচে বা পাকিস্তান-শ্রীলঙ্কা দ্বৈরথে মেরেকেটে হাজার দশেক দর্শক।

ABP Ananda Last Updated: 14 Oct 2023 08:08 PM
Ind vs Pak Live Score: আটে আট

শ্রেয়স চার মেরে অর্ধশতরান পূর্ণ করার সঙ্গে সঙ্গেই ভারতকে জয়ও এনে দিলেন। ১১৭ বল বাকি থাকতে সাত উইকেট হাতে রেখে জয় পেল টিম ইন্ডিয়া। এটি ওয়ান ডে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অষ্টম জয়।

IND Vs PAK Live: শ্রেয়সের অর্ধশতরান

৬২ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন ভারতের মিডল অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ার।

Ind vs Pak Live Score: শতরান হাতছাড়া রোহিতের

শাহিনের মন্থর গতির বলে বিট হলেন রোহিত শর্মা। ব্যাটের একদম তোলায় বল লেগে ইফতিকারের হাতে ৮৬ রানে ধরা দিলেন রোহিত। বিশ্বকাপে নিজের অষ্টম শতরান হাতছাড়া করলেন রোহিত। ১৫৬ রানে তৃতীয় উইকেট হারাল ভারত। ২২ ওভার শেষে ভারতের স্কোর ১৫৭/৩। ২৮ ওভারে জয়ের জন্য ভারতের আর মাত্র ৩৫ রানের প্রয়োজন।

IND Vs PAK Live: রোহিতের ধুঁয়াধার অর্ধশতরান

রোহিতের ধুঁয়াধার ফর্ম অব্যাহত। গত ম্যাচে শতরানের পর মাত্র ৩৬ বলে নিজের কেরিয়ারের ৫৩তম ওয়ান ডে অর্ধশতরান হাঁকালেন রোহিত। পাকিস্তানের বিরুদ্ধে এটি ভারতীয় অধিনায়কের অষ্টম ৫০। ১৪তম ওভারে শতরানের গণ্ডিও পার করে ফেলল ভারত। ভারতের বর্তমান স্কোর ১০১/২।

Ind vs Pak Live Score: কোহলি আউট

অর্ধশতরানের পার্টনারশিপের পরেই দ্বিতীয় উইকেট হারাল ভারতীয় দল। ১৬ রানে মহম্মদ নওয়াজের বলে আউট হলেন বিরাট কোহলি। পাওয়ার প্লে শেষে ভারতের স্কোর ৭৯/২।

IND Vs PAK Live: ৫০ রানের গণ্ডি পার

সপ্তম ওভারেই ৫০ রানের গণ্ডি পার করে ফেলল ভারতীয় দল। শাহিনের বিরুদ্ধে ওভারে পরপর দুইটি চার মারেন বিরাট কোহলি। ৭ ওভার শেষে ভারতের স্কোর ৫৪/১। বিরাট ১৩ ও রোহিত ২৩ রানে ব্যাট করছেন।

Ind vs Pak Live Score: গিল আউট

ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল শুরুটা ভালই করেছিলেন। তবে শাহিন আফ্রিদির বলে দুর্দান্ত টাইমিং করলেও গিলের কাটশট সোজা শাদাব খানের হাতে ধরা দেয়। ১১ বলে ১৬ রান করে আউট হলেন তিনি। ২৩ রানে প্রথম উইকেট হারাল ভারত। 

IND Vs PAK Live: ১৯১ রানেই অল আউট পাকিস্তান

মাত্র ১৯১ রানেই অল আউট পাকিস্তান। বাবর ও রিজওয়ান একসময় পাকিস্তান দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন বটে। তবে ভারতীয় স্পিনাররা পাক মিডল অর্ডারে ধস নামান। মাত্র ৩৬ রানের ব্যবধানে আট উইকেট হারায় পাকিস্তান। জয়ের জন্য ভারেতর লক্ষ্য ১৯২ রান।

Ind vs Pak Live Score: ৪০ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ১৮৭/৮

বুমরার বলে বোল্ড শাদাব খান (২ রান)। মহম্মদ নওয়াজকে (৪ রান) ফেরালেন হার্দিক পাণ্ড্য। ৪০ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ১৮৭/৮।

IND Vs PAK Live: অর্ধশতরানের দোরগোড়াতে আউট রিজওয়ান

বল হাতে আগুন ঝরাচ্ছেন ভারতীয় বোলাররা। গত ওভারে কুলদীপের জোড়া সাফল্যের পর বুমরা ফেরালেন সেট মহম্মদ রিজওয়ানকে। ৪৯ রানে বোল্ড হলেন পাক তারকা কিপার-ব্যাটার। ৩৪ ওভারে পাকিস্তানের স্কোর ১৬৮/৬।

Ind vs Pak Live: দুরন্ত কুলদীপ

সৌদ শাকিলকে ফিরিয়ে ভারতকে ম্যাচের চতুর্থ সাফল্য এনে দিয়েছিলেন কুলদীপ যাদব। আম্পায়ার আউট না দিলেও, রিভিউয়ের পক সাফল্য পায় ভারত। একই ওভারে আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত ইফতিকার আমেদকেও ফেরালেন কুলদীপই। ৩৩ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১৬৬/৫।

IND Vs PAK Live: বিরাট সাফল্য

৫৭ বলে নিজের ২৯তম ওয়ান ডে অর্ধশতরান হাঁকান পাকিস্তান অধিনায়ক বাবর আজম। কিন্তু তারপরেই মহম্মদ সিরাজ বাবরের উইকেট ছিটকে দেন। ভাঙল বাবর ও মহম্মদ রিজওয়ানের ৮২ রানের পার্টনারশিপ। তবে বাবর আউট হলেও ছন্দে দেখানো রিজওয়ান এখনও ক্রিজেই রয়েছেন। ২৯.৪ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১৫৫/৩।

Ind vs Pak Live: শতরানের গণ্ডি পার

১৯তম ওভারে শতরানের গণ্ডি পার করল পাকিস্তান। ১৯ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১০২/২। আপতত বাবর আজম ৩০ ও মহম্মদ রিজওয়ান ১৫ রানে ব্যাট করছেন।

IND Vs PAK Live: ডি আর এস নিয়ে উইকেট বাঁচালেন রিজওয়ান

আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে ডি আর এস নিলেন মহম্মদ রিজওয়ান। জাডেজার বলে লেগবিফোর দিয়েছিলেন আম্পায়ার। তবে রিজওয়ান রিভিউ নেওয়ার পর দেখা যায় বল লেগ স্টাম্পের বাইরে বেরিয়ে যাচ্ছে।

Ind vs Pak Live: আউট ইমাম উল হক

৩৬ রান করে প্যাভিলিয়নে ফিরলেন ইমাম উল হক। পাকিস্তানের দ্বিতীয় উইকেটের পতন। উইকেট নিলেন হার্দিক। 

IND Vs PAK Live: ৬ ওভারে পাক দলের স্কোর ২৮/০

৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ২৮ রান বোর্ডে তুলে নিল পাকিস্তান।

Ind vs Pak Live: ২ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ১৬/০

মহম্মদ সিরাজ়কে এক ওভারে ৩টি বাউন্ডারি ইমাম উল হকের। ২ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ১৬/০।

IND Vs PAK Live: ভারতীয় একাদশে গিল

চোট সারিয়ে ভারতীয় একাদশে ফিরলেন শুভমন গিল। বিশ্বকাপের মঞ্চে অভিষেক হতে চলেছে ভারতীয় ক্রিকেটের প্রিন্সের।

IND Vs PAK Live Score: টস জিতে ফিল্ডিং নিলেন রোহিত

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা। 

IND Vs PAK Live: প্রথমে ফিল্ডিং নেওয়া দল শেষ পাঁচ ম্যাচে জিতেছে

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শেষ পাঁচটি ওয়ান ডে ম্যাচে টস জিতে বোলিং নেওয়া দল তিনবার জিতেছে।

IND Vs PAK Live Score: ওয়ান ডে ফর্ম্য়াটে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে পাকিস্তান

এখনও পর্যন্ত ওয়ান ডে ফর্ম্যাটে মোট ১৩৪ ম্য়াচ খেলেছে ভারত ও পাকিস্তান। ভারতীয় দল জয় ছিনিয়ে নিয়ছিল ৫৬ ম্যাচে। পাকিস্তান জয় ছিনিয়ে নিয়েছে ৭৩ ম্যাচে।

IND Vs PAK Live: শেষ সাক্ষাতেও জয় পেয়েছিল ভারত

এশিয়া কাপে চলতি বছর মুখোমুখি হয়েছিল ২ দল। ২২৮ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল রোহিত শর্মার দল।

IND Vs PAK Live Score: ৮-০ করার লক্ষ্যে রোহিতরা

এখন পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে সাতবারের সাক্ষাতে সাতবারই জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। পাকিস্তান বিশ্বমঞ্চে একবারও ২২ গজের লড়াইয়ে ভারতকে হারাতে পারেনি।

প্রেক্ষাপট

হলিউডের কিংবদন্তি সিনেমা ট্রয় (Troy) মনে আছে?


অ্যগামেমননের ওপর ক্ষুদ্ধ একিলিস তখন যুদ্ধ করতে নারাজ। তাঁকে বিশ্বের সেরা যোদ্ধা মনে করা হতো। অথচ ট্রয়ের যুদ্ধে কার্যত হাত-পা গুটিয়ে বসে রয়েছেন। একিলিসের হয়ে যুদ্ধ করতে গেলেন ভাইপো পেট্রোক্লাস। তাঁরই বর্ম আর শিরস্ত্রাণ পরে। ভুল বুঝে পেট্রোক্লাসকে হত্যা করলেন হেক্টর। যা জ্বালা ধরাল একিলিসের বুকে। যা দেখে অ্যাগামেমননের সেই বিখ্যাত উক্তি, 'এই ছোকরা আমাদের হয়ে যুদ্ধটা জিতিয়ে দিয়ে গেল।' তারপরই একিলিসের রণংদেহী মূর্তি আর প্রতিপক্ষ শিবিরের নিধন।


বিশ্বকাপের (ODI World Cup) মাঝে কেন ট্রয়ের গল্প দিয়ে একটা গোটা অনুচ্ছেদ লিখে ফেলা হল? তাও ভারত-পাকিস্তান (Ind vs Pak) ম্যাচের প্রিভিউ লিখতে বসে?


উত্তরটা জলবৎ তরলং। বিশ্বকাপে ১১টি ম্যাচ হয়ে গিয়েছে। ভারত-অস্ট্রেলিয়া ও ভারত বনাম আফগানিস্তান ম্যাচ ছাড়া গ্যালারিতে দর্শক কই? এমনকী, নিউজ়িল্যান্ড-ইংল্যান্ড ম্যাচে বা পাকিস্তান-শ্রীলঙ্কা দ্বৈরথে মেরেকেটে হাজার দশেক দর্শক। যা দেখে অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন, ওয়ান ডে ক্রিকেটের অন্তর্জলি যাত্রা কি শুরু হয়ে গেল ভারতের মাটি থেকেই?








- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.