NZ Vs BAN Live: দাপুটে জয় কিউয়িদের, ৮ উইকেটে ম্যাচ জিতল নিউজিল্যান্ড
ODI World Cup 2023, NZ Vs BAN: নিউজ়িল্যান্ডের টপ অর্ডার দুরন্ত ছন্দে রয়েছে। ইতিমধ্যেই ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র শতরান হাঁকিয়ে ফেলেছেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে গত ম্যাচে উইল ইয়াংও রান পেয়েছেন।
ডারেল মিচেল ও গ্লেন ফিলিপসের ১৫০ রানের অপরাজিত পার্টনারশিপ। ৪৩ ওভারে ২ উইকেট খুইয়ে জেতার স্কোর তুলে ফেলল নিউজিল্যান্ড।
২০০ রানের গণ্ডি টপকে গেল নিউজিল্যান্ড। রিটায়ার্ড হার্ট কেন উইলিয়ামসন (৭৮) । ৪০ ওভারের শেষে নিউজিল্যান্ডের স্কোর ২ উইকেটে ২২১ রান।
অর্ধশতরান পূর্ণ করলেন ডারেল মিচেল। ৩৭ ওভারের শেষে নিউজিল্যান্ডের স্কোর ২ উইকেটে ১৯০ রান।
৩৩ ওভারের শেষে নিউজিল্যান্ডের স্কোর ২ উইকেটে ১৬১ রান। অর্ধশতরান হাঁকিয়ে দলকে টানছেন কেন উইলিয়ামসন।
কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ের ৫০ রানের পার্টনারশিপ। ১৪ ওভারের শেষে ১ উইকেটে ৪৫ রান নিউজিল্যান্ডের।
বাংলাদেশের বিরুদ্ধে ব্যর্থ রচিন রবীন্দ্র (৯)। ৩ ওভারের শেষে নিউজিল্যান্ডের স্কোর ১ উইকেটে ১২ রান।
শুরুর ধাক্কা সামলে লড়াকু স্কোর বাংলাদেশের, ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৫ তুলল তারা। মুশফিকুর রহিম (৬৬), শাকিব আল হাসান (৪০) ও মাহমুদুল্লাহের (অপরাজিত ৪১) লড়াকু ইনিংস।
শেষ দিকের ওভারগুলো ঝোড়ো রান তোলার লক্ষ্যে বাংলাদেশে। ৪৫ ওভারের শেষে তাদের স্কোর ৮ উইকেটে ২১৪ রান।
২৮ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১৩৩ রান। অর্ধশতরান করে ক্রিজে মুশফিকুর ( অপরাজিত ৫২), সঙ্গে রয়েছেন শাকিব (অপরাজিত ২৩)।
১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৮ রান বোর্ডে তুলে নিল বাংলাদেশ। ক্রিজে আছেন শাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
পরপর উইকেট হারাল বাংলাদেশ। মাত্র ৭ রান করে এবার প্যাভিলিয়ন ফিরে গেলেন নাজমুল হোসেন শান্ত। গ্লেন ফিলিপসের বলে আউট হলেন তিনি।
৩০ রান করে প্যাভিলিয়নে ফিরলেন মেহদি হাসান মিরাজ। লকি ফার্গুসনের বলে ম্যাট হেনরির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি।
লকি ফার্গুসনের বলে তানজিদ হাসান ফিরে গেলেন ডেভন কনওয়ের হাতে ক্যাচ তুলে দিয়ে।
ছন্দে মেহদি হাসান মিরাজ। তানজিদ হাসানও যোগ্য সঙ্গ দিচ্ছেন। ৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেট হারিয়ে ৩৭।
প্রথম ওভারের প্রথম বলেই উইকেট হারাল বাংলাদেশ। ট্রেন্ট বোল্টের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন লিটন দাস।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসনের।
প্রেক্ষাপট
বিশ্বকাপের (ODI World Cup 2023) প্রথম দুই ম্যাচেই দাপুটে জয় দিয়ে অভিযান শুরু করেছে নিউজ়িল্যান্ড ক্রিকেট দল। গতবারের ফাইনালিস্ট কিউয়িরা নিজেদের পারফরম্যান্সে প্রমাণ করে দিয়েছেন যে তাঁরা এবারের বিশ্বকাপে আরও একধাপ এগোতে প্রস্তুত। এমন পরিস্থিতিতে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে শুক্রবার, ১৩ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামছে নিউজ়িল্যান্ড (NZ vs BAN)। একদিকে কিউয়িরা যেখানে নিজেদের জয়ের ধারা অব্য়াহত রাখার লক্ষ্যে মাঠে নামবেন, সেখানে বাংলাদেশ অপরদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে হারের হতাশা পিছনে ফেলে জয়ের সরণিতে ফিরতে মরিয়া হবে।
চিদাম্বরমের পিচ বরাবরই স্পিন সহায়ক। সেখানে বাংলাদেশ দলে একগুচ্ছ তারকা স্পিনারের উপস্থিতি ওপার বাংলার দলকে আত্মবিশ্বাস জোগাবে। তবে কিউয়িদের জন্য এই ম্যাচের আগেই বড় সুখবর। চোট সারিয়ে অবশেষে মাঠে ফিরছেন দলের তারকা ব্যাটার তথা অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson)। আইপিএলের প্রথম ম্যাচে চোট পাওয়ার পর একসময় মনে হয়েছিল উইলিয়ামসন বোধহয় বিশ্বকাপে অংশগ্রহণই করতে পারবেন না। তবে সেই দুঃশ্চিন্তা সরিয়ে শুক্রবারই মাঠে নামতে চলেছেন উইলিয়ামসন।
নিউজ়িল্যান্ডের টপ অর্ডার দুরন্ত ছন্দে রয়েছে। ইতিমধ্যেই ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র শতরান হাঁকিয়ে ফেলেছেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে গত ম্যাচে উইল ইয়াংও রান পেয়েছেন। সেই টপ অর্ডারে উইলিয়ামসন যুক্ত হলে যে দলের শক্তি বাড়বে তা বলাই বাহুল্য। অপরদিকে, ইশ সোধি ও গত ম্যাচে পাঁচ উইকেট নেওয়া মিচেল স্যান্টনারের স্পিনজুটিও কিউয়িদের ভরসার বড় কারণ।
মেহেদি হাসান ও শাকিব আল হাসান প্রথম ম্যাচে ভাল বোলিং করেছিলেন। ব্যাটেও রান পেয়েছিলেন মেহেদি। তবে ইংল্যান্ডর বিরুদ্ধে বাংলাদেশ একেবারেই ভাল পারফর্ম করতে পারেনি। গত ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে একা লড়াই করেছিলেন লিটন দাস। অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন বাংলাদেশ ওপেনার। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধেও তাঁর চওড়া ব্যাটের দিকে তাকিয়ে থাকবেন বাংলাদেশি সমর্থকরা। তানজ়িদ হাসানের ফর্ম বাংলাদেশ চিন্তার বড় কারণ। তবে তরুণ ওপেনারকে আরেকটি সুযোগ দিতে পারে বাংলাদেশি টিম ম্যানেজমেন্ট। দলের ব্যাটিং লাইন আপ শক্তিশালী করার জন্য মাহমুদুল্লাহ একাদশে ফিরতে পারেন। স্পিন সহায়ক পিচে নাসুমেরও ফেরার সম্ভাবনা রয়েছে। ২২ গজের লড়াইয়ে কে সাফল্য পায়, এবার সেটাই দেখার বিষয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -