ODI World Cup 2023 Live: ১০৫ বল বাকি থাকতে বাংলাদেশকে হারাল পাকিস্তান, ৪ ম্যাচ পরে জিতে বেঁচে বাবরদের স্বপ্ন

ODI World Cup 2023, PAK vs BAN: এক দলের সামনে বিশ্বকাপের শেষ চারের দরজা বন্ধ। অন্য দলের ভাগ্য ঝুলছে সরু সুতোয়। বাংলাদেশ ও পাকিস্তান। মঙ্গলবার ইডেন গার্ডেন্সে যে দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল।

ABP Ananda Last Updated: 31 Oct 2023 08:37 PM

প্রেক্ষাপট

কলকাতা: এক দলের সামনে বিশ্বকাপের (ODI World Cup) শেষ চারের দরজা বন্ধ। অন্য দলের ভাগ্য ঝুলছে সরু সুতোয়। বাংলাদেশ ও পাকিস্তান (Ban vs Pak)। মঙ্গলবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) যে দুই...More

PAK vs BAN Live Score: ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের রান তাড়া করে জয় পাকিস্তানের

৭৪ বলে ৮১ রান ফখর জামানের। ৯ রানে আউট বাবর। ৩২.৩ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের রান তাড়া করে জয় পাকিস্তানের। বেঁচে রইল তাদের সেমিফাইনালের স্বপ্নও। টানা চার ম্যাচ হারার পর অবশেষে জয়ের সরণিতে ফিরল পাকিস্তান।