ODI World Cup 2023 Live: ১০৫ বল বাকি থাকতে বাংলাদেশকে হারাল পাকিস্তান, ৪ ম্যাচ পরে জিতে বেঁচে বাবরদের স্বপ্ন

ODI World Cup 2023, PAK vs BAN: এক দলের সামনে বিশ্বকাপের শেষ চারের দরজা বন্ধ। অন্য দলের ভাগ্য ঝুলছে সরু সুতোয়। বাংলাদেশ ও পাকিস্তান। মঙ্গলবার ইডেন গার্ডেন্সে যে দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল।

ABP Ananda Last Updated: 31 Oct 2023 08:37 PM
PAK vs BAN Live Score: ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের রান তাড়া করে জয় পাকিস্তানের

৭৪ বলে ৮১ রান ফখর জামানের। ৯ রানে আউট বাবর। ৩২.৩ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের রান তাড়া করে জয় পাকিস্তানের। বেঁচে রইল তাদের সেমিফাইনালের স্বপ্নও। টানা চার ম্যাচ হারার পর অবশেষে জয়ের সরণিতে ফিরল পাকিস্তান।

ODI World Cup 2023 Live: ৬৮ রান করে ফিরলেন আবদুল্লা শফিক

৬৮ রান করে ফিরলেন আবদুল্লা শফিক। ২৫ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ১৫৩/১। ক্রিজে বাবর আজ়ম ও ফখর জামান। 

PAK vs BAN Live: ১৮ ওভারে কোনও উইকেট না হারিয়ে পাকিস্তানের স্কোর ১০৫/০

৫৬ বলে হাফসেঞ্চুরি আবদুল্লা সফিকের। ৫১ বলে হাফসেঞ্চুরি ফকর জামানের। ১৮ ওভারে কোনও উইকেট না হারিয়ে পাকিস্তানের স্কোর ১০৫/০। 

ODI World Cup 2023 Live: ১৪ ওভারের শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ৮৪

১৪ ওভারের শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ৮৪। ফকর জামান ৪৪ ও আবদুল্লা শফিক ৩৮ রানে ক্রিজে।

PAK vs BAN Live Score: ৮ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ৪২/০

দৃঢ়ভাবে রান তাড়া করছে পাকিস্তান। ৮ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ৪২/০।

PAK vs BAN Live Score: পরীক্ষা বাংলাদেশের বোলিংয়ের

আগের ম্যাচে ২২৯ করে ইডেনে ম্যাচ জিতেছেন ডাচরা। মঙ্গলবার কি সেরকম কোনও নজির গড়তে পারবেন বঙ্গ পেসাররা?

Pak vs Ban Live: ২৯ বল বাকি থাকতে মাত্র ২০৪ রানে অল আউট বাংলাদেশ

২৯ বল বাকি থাকতে মাত্র ২০৪ রানে অল আউট বাংলাদেশ। তিনটি করে উইকেট শাহিন শাহ আফ্রিদি ও মহম্মদ ওয়াসিমের। হ্যারিস রউফের ঝুলিতে ২ উইকেট। ম্যাচ জিততে পাকিস্তানকে তুলতে হবে ২০৫ রান।

PAK vs BAN Live Score: ৪০ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ১৮৮/৭

ইফতিকার আমেদের এক ওভারে তিনটি বাউন্ডারি মারলেন শাকিব আল হাসান। তবে হ্যারিস রউফের বলে ফিরলেন তিনি। ৪৩ রান করে। ৪০ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ১৮৮/৭।

PAK vs BAN Live: ৫৬ রান করে শাহিন শাহ আফ্রিদির কাটারে বোল্ড মাহমুদুল্লাহ

৫৬ রান করে শাহিন শাহ আফ্রিদির কাটারে বোল্ড মাহমুদুল্লাহ। মাত্র ৭ রান করে উসামা মীরের বলে ফিরলেন তৌহিদ হৃদয়। ৩৪ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ১৪৯/৬।

PAK vs BAN Live Score: ৪৫ রান করে ইফতিকার আমেদের বলে ফিরলেন লিটন

৪৫ রান করে ইফতিকার আমেদের বলে ফিরলেন লিটন দাস। ২২ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ১০৩/৪।

ODI World Cup Live: ১১ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৪৮/৩

মুশফিকুর রহিমকে ফেরালেন হ্যারিস রউফ। ক্রিজে লিটন দাস (২৬ ব্যাটিং) ও মাহমুদুল্লাহ (১৩ ব্যাটিং)। ১১ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৪৮/৩।

Pak vs Ban Live: শুরুতেই জোড়া ধাক্কা পাকিস্তানের

শুরুতেই ২ উইকেট শাহিন শাহ আফ্রিদির। ফেরালেন তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্তকে। ৪ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৯/২।

ODI World Cup Live: পাকিস্তানের বিরুদ্ধে টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

পাকিস্তানের বিরুদ্ধে টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের। শাকিব আল হাসান জানালেন, পিচ বেশ শুকনো। পরের দিকে বল ঘুরবে। সেইজন্যেই এই সিদ্ধান্ত।

প্রেক্ষাপট

কলকাতা: এক দলের সামনে বিশ্বকাপের (ODI World Cup) শেষ চারের দরজা বন্ধ। অন্য দলের ভাগ্য ঝুলছে সরু সুতোয়। বাংলাদেশ ও পাকিস্তান (Ban vs Pak)। মঙ্গলবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) যে দুই দল একে অপরের মুখোমুখি হচ্ছে।


পাকিস্তানের শুরুটা হয়েছিল দুরন্ত। পরপর ২ ম্যাচ জিতেছিলেন বাবর আজ়মরা। কিন্তু তারপর থেকে লাগাতার চার হার। শুরুটা হয়েছিল আমদাবাদে ভারতের কাছে হেরে। তারপর আরও তিন ম্যাচ হেরেছে পাকিস্তান। বিশ্বকাপে এর আগে কোনওদিন টানা চার ম্য়াচে হারেনি পাকিস্তান।


কিন্তু বাবর-মহম্মদ রিজ়ওয়ানদের শেষ চারের দরজা এখনও বন্ধ হয়ে যায়নি। এখনও বিশ্বকাপের সেমিফাইনালে যেতে পারে পাকিস্তান। কিন্তু কীভাবে?


বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে পয়েন্ট টেবিলের প্রথম চারে থাকা চার দল। এই মুহূর্তে ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভারত। ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকা। বিরাট কোনও অঘটন না ঘটলে দুই দলেরই সেমিফাইনালে ওঠা আটকাবে না। তিন ও চার নম্বরে রয়েছে নিউজ়িল্যান্ড ও অস্ট্রেলিয়া। আর পাকিস্তানের ওপরে, পাঁচ নম্বরে রয়েছে আফগানিস্তান। ছয়ে শ্রীলঙ্কা।


সেমিফাইনালে ওঠার দৌড়ে থাকতে হলে পাকিস্তানকে প্রথমে নিজেদের বাকি ৩ ম্যাচেই জিততে হবে। সেক্ষেত্রে ১০ পয়েন্টে লিগ পর্ব শেষ করবেন বাবররা। বড় ব্যবধানে জিতলে নেট রান রেটের দিক থেকেও ভাল জায়গায় থাকবে পাকিস্তান। তাদের ম্যাচ বাকি বাংলাদেশ, নিউজ়িল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে। বাকি তিন ম্যাচের দুটি আবার ইডেনে।


তবে নিজেদের ম্যাচ জেতার পাশাপাশি পাকিস্তানকে অপেক্ষা করে থাকতে হবে অস্ট্রেলিয়া বা নিউজ়িল্যান্ডের বিপর্যয়ের।  এই দুই দলের যে কোনও একটিকে পরপর ম্যাচ হারতে হবে। বাকি ৩ ম্যাচের ২টি হারলে প্যাট কামিন্সদের পয়েন্ট হবে ১০। সেক্ষেত্রে নেট রান রেট ভাল থাকলে সুবিধা পাবে পাকিস্তান।


এছাড়া নিউজ়িল্যান্ড যদি তাদের বাকি সবকটি ম্যাচ হেরে যায়, সুবিধা পাকিস্তানের। সেক্ষেত্রে কিউয়িরা ৮ পয়েন্টে আটকে যাবে। পাকিস্তান ১০ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে খেলবে। তবে সেক্ষেত্রে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে বাকি ৩ ম্যাচের মধ্যে অন্তত ২টি করে হারতেই হবে। ৪ নভেম্বর নিউজ়িল্যান্ডের মোকাবিলা পাকিস্তানের সঙ্গে। সেই ম্যাচে পাকিস্তান জিতলে জোর ধাক্কা খাবে ব্ল্যাক ক্যাপস শিবির।


অন্য়দিকে ৬ ম্যাচে মাত্র ২ পয়েন্ট পেয়ে তালিকায় ন'নম্বরে বাংলাদেশ। তাদের সেমিফাইনালে খেলার আর কোনও আশাই নেই। তবে বাকি তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের প্রথম সাতের মধ্যে থাকতে চাইবে বাংলাদেশ। যাতে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা পায় দল।


শাকিবদের নতুন করে কিছু হারানোর নেই। যে কারণে অনেক হাল্কা মেজাজে মাঠে নামবে বাংলাদেশ। বাবর আজ়মদের চাপ অনেক বেশি।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.