ODI World Cup 2023 Live: হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে দক্ষিণ আফ্রিকা ১ উইকেটে হারাল পাকিস্তানকে

ODI World Cup 2023, PAK vs SA: টুর্নামেন্টের শুরুটা পাকিস্তান (Pakistan Cricket Team) কিন্তু বেশ ভালভাবেই করেছিল। দুইটি ম্যাচের মধ্যে দুইটিতেই জিতেছিল তাঁরা। কিন্তু তার পরেই হারের হ্যাটট্রিক।

ABP Ananda Last Updated: 27 Oct 2023 10:35 PM
ODI World Cup 2023 Live : কেশব মহারাজ চার মেরে জেতালেন দক্ষিণ আফ্রিকাকে

দুরন্ত ম্যাচের শেষে শেষ হাসি দক্ষিণ আফ্রিকার। ১ উইকেটে পাকিস্তানকে হারাল তারা।

PAK vs SA Live: সাজঘরে ফিরলেন এনগিডিও

জমে উঠেছে ম্যাচ। আউট হলেন নুঙ্গি এনগিডিও (৪)। ৪৫.৩ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৯ উইকেটে ২৬০ রান। 

ODI World Cup 2023 Live : শেষপর্বে আগুনে বোলিং পাকিস্তানের, ৪৪ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ৮ উইকেটে ২৫৬ রান

শেষপর্বে আগুনে বোলিং পাকিস্তানের, ৪৪ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ৮ উইকেটে ২৫৬ রান। জিততে আর ১৫ রান চাই প্রোটিয়াদের। 

PAK vs SA Live: বড় ধাক্কা, আউট মারক্রাম

বড় ধাক্কা প্রোটিয়া শিবিরে। আউট মারক্রাম (৯১)। ৪০-২ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৭ উইকেটে ২৫০ রান। 

PAK vs SA Live Score: ৪০ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৬ উইকেটে ২৪৯ রান

৪০ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৬ উইকেটে ২৪৯ রান। পাকিস্তানকে হারাতে প্রোটিয়াদের প্রয়োজন আর ২২ রান।  

ODI World Cup 2023 Live: সাজঘরে ফরিলেন মার্কো ইয়ানসেন

সাজঘরে ফরিলেন মার্কো ইয়ানসেন (২০)। দুরন্ত ক্যাচ বাবর আজমের। ৩৬.৫ ওভারের শেষে ৬ উইকেটে দক্ষিণ আফ্রিকার স্কোর ২৩৫ রান।

PAK vs SA Live Score: ম্যাচ জিততে আর ১৬ ওভারে ৬৩ রান চাই দক্ষিণ আফ্রিকার

৩৩ বলে ২৯ রান করে ফিরলেন ডেভিড মিলার। ৩৪ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ২০৮/৫। ম্যাচ জিততে আর ১৬ ওভারে ৬৩ রান চাই দক্ষিণ আফ্রিকার।

ODI World Cup 2023 Live: ম্যাচ জিততে আর ২২ ওভারে ৯১ রান চাই দক্ষিণ আফ্রিকার

হাফসেঞ্চুরি এইডেন মারক্রামের। ক্রিজে ডেভিড মিলারও। ২৮ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৮০/৪। ম্যাচ জিততে আর ২২ ওভারে ৯১ রান চাই দক্ষিণ আফ্রিকার।

ODI World Cup 2023 Live: ২০ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১২৫/৩

মহম্মদ ওয়াসিম ফেরালেন তেম্বা বাভুমাকে (২৮ রান)। ২১ রান করে উসামা মীরের শিকার রাসি ফান দার দাসেন। ২০ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১২৫/৩।

PAK vs SA Live: কুইন্টন ডি'কককে ফেরালেন শাহিন শাহ আফ্রিদি

কুইন্টন ডি'কককে (১৪ বলে ২৪ রান) ফেরালেন শাহিন শাহ আফ্রিদি। টানা ২১ ওয়ান ডে ম্যাচে উইকেট পেলেন পাক পেসার। ৯ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৬৬/১।

PAK vs SA Live Score: শাহিন শাহ আফ্রিদির প্রথম ওভারে ১৯ রান উঠল

শাহিন শাহ আফ্রিদির প্রথম ওভারে ১৯ রান উঠল। চারটি বাউন্ডারি মারলেন কুইন্টন ডি'কক। ২ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর বিনা উইকেটে ৩০।

PAK vs SA Live Score: ২৭০ রানে শেষ পাকিস্তানের ইনিংস

৪ উইকেট শামসির। ৪৬.৪ ওভারে ২৭০ রানে শেষ পাকিস্তানের ইনিংস।

PAK vs SA Live: ৪৫ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ২৬৫/৮

হাফসেঞ্চুরি করে ফিরলেন সউদ শাকিল (৫২)। ৪৩ রান করে ফিরলেন শাদাব খান। ৪৫ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ২৬৫/৮।

PAK vs SA Live Score: ৩৭ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ২০১/৫

ক্রিজে শাদাব খান ও সউদ শাকিল। ৩৭ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ২০১/৫।

ODI World Cup 2023 Live: ৫০ রান করে শামসির বলে ফিরলেন বাবর

৫০ রান করে শামসির বলে ফিরলেন বাবর আজ়ম। ৩০ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ১৫১/৫।

PAK vs SA Live: তাবারেজ় শামসির বলে ফিরলেন ইফতিকার আমেদ

৩১ বলে ২১ রান করে তাবারেজ় শামসির বলে ফিরলেন ইফতিকার আমেদ। ২৬ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ১৩৪/৪। ৪৮ রান করে ক্রিজে বাবর আজ়ম।

PAK vs SA Live Score: আউট রিজওয়ান

পাকিস্তানের তৃতীয় উইকেটের পতন। ৩১ রান করে প্যাভিলিয়নে ফিরলেন মহম্মদ রিজওয়ান।

PAK vs SA Live: আউট ইমাম

পাকিস্তানের দ্বিতীয় উইকেটের পতন। ইমাম উল হক ১২ রান করে ফিরলেন মার্কো ইয়েনসেনের বলে আউট হয়ে।

PAK vs SA Live Score: আউট আব্দুল্লাহ

পাকিস্তানের প্রথম উইকেটের পতন। ৯ রান করে ইয়েনসেনের বলে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন আব্দুল্লাহ শাফিক।

PAK vs SA Live: ৪ ওভারে পাকিস্তানের স্কোর ২০/০

৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে বোর্ডে ২০ রান তুলে নিল পাকিস্তান। ক্রিজে আছেন শাফিক ও ইমাম।

PAK vs SA Live Score: পাকিস্তানের কঠিন চ্যালেঞ্জ

বিশ্বকাপে একপ্রকার ডু অর ডাই ম্যাচ এখন প্রত্যেকটি পাকিস্তানের কাছে। পরপর ৩ ম্যাচে হারতে হয়েছে তাঁদের।

প্রেক্ষাপট

চেন্নাই: শুক্রবার, ২৭ অক্টোবর এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বিশ্বকাপের (ODI World Cup 2023) আসরে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান (PAK vs SA)। দুই দল আপাতত দুই সম্পূর্ণ ভিন্ন মেরুতে দাঁড়িয়ে। একদিকে যেখানে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে রামধুনর দেশ, সেখানে ভারতের পড়শিরা নাগাড়ে তিন ম্যাচ হেরে বিরাট বিপাকে। 


টুর্নামেন্টের শুরুটা পাকিস্তান (Pakistan Cricket Team) কিন্তু বেশ ভালভাবেই করেছিল। দুইটি ম্যাচের মধ্যে দুইটিতেই জিতেছিল তাঁরা। কিন্তু তার পরেই হারের হ্যাটট্রিক। একদিকে যেখানে বাবর আজমের (Babar Azam) ব্যাটিং ফর্ম দলের চিন্তা বাড়াচ্ছে। সেখানে অধিনায়ক বাবরও কিন্তু বিরাট সমালোচনার সম্মুখীন হয়েছেন। পাকিস্তান বোর্ডের তরফে এই ম্যাচের আগেই এক বিবৃতিতে বুঝিয়ে দেওয়া হয়েছে যে বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্সের উপরেই তার অধিনায়কত্বের ভাগ্য নির্ভরশীল।


পাকিস্তান দলের চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত ধারাবাহিকভাবে পারফর্ম না করার মূল কারণ তাঁদের বোলিং। নাসিম শাহ নেই। শাহিন শাহ আফ্রিদিকেও নিজের সেরা ফর্মে দেখা যায়নি। ফলে পাকিস্তানের ঐতিহাসিকভাবে সবথেকে শক্তিশালী পক্ষ দলের সঙ্গে না দেওয়ায় দল সেরাটাও দিতে পারছে না। 


তুলনামূলকভাবে পাকিস্তান ব্যাটাররা ঠিকঠাক পারফর্ম করেছেন। বাবর না চললেও, মহম্মদ রিজওয়ান ইতিমধ্যেই শতরান হাঁকিয়ে ফেলেছেন। তবে সবথেকে প্রভাবিত করেছেন আব্দুল্লা শফিক। ধারাবাহিকভাবে পারফর্ম করে দলকে ভরসা জোগাচ্ছেন তিনি। তবে দলের মিডল অর্ডারে রিজওয়ান বাদে কেউই তেমন বড় রান করতে পারেনি।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.