ODI World Cup 2023 Live: ভার ডুসেনের দুরন্ত অর্ধশতরান, ৫ উইকেটে ম্যাচ জিতল দক্ষিণ আফ্রিকা

ODI World Cup 2023, SA vs AFG: বিশ্বকাপে আফগানিস্তানের অভিযান চলতি বছর দুর্দান্ত ছিল। তিন বিশ্বচ্যাম্পিয়ন দল ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তানকে তাঁরা হারিয়েছে এবার।

ABP Ananda Last Updated: 10 Nov 2023 09:53 PM
SA vs AFG Live: ৫ উইকেটে ম্যাচ জিতল দক্ষিণ আফ্রিকা

১৫ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা। ৫ ম্যাচে আফগানিস্তানকে হারাল প্রোটিয়া ব্রিগেড।

SA vs AFG Live Score : শেষ ৪ ওভারে ম্যাচ জিততে ২৩ রান দরকার দক্ষিণ আফ্রিকার।

৪৬ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৫ উইকেটে ২২২ রান। শেষ ৪ ওভারে ম্যাচ জিততে ২৩ রান দরকার দক্ষিণ আফ্রিকার।

SA vs AFG Live: অর্ধশতরান রাসি ভান ডার ডুসেনের

অর্ধশতরান রাসি ভান ডার ডুসেনের। দারুণভাবে এগোচ্ছে দক্ষিণ আফ্রিকা। ৩৬ ওভারের শেষে প্রোটিয়াদের স্কোর ৪ উইকেটে ১৭৮ রান। 

SA vs AFG Live Score : ১৫০ রানের গণ্ডি টপকাল প্রোটিয়ারা

ক্রমশ ছন্দে এগোচ্ছে দক্ষিণ আফ্রিকা। ১৫০ রানের গণ্ডি টপকে গেল প্রোটিয়া ব্রিগেড। ৩১ ওভারের শেষে তাঁদের স্কোর ৪ উইকেটে ১৫১ রান।

SA vs AFG Live: ১০০ রানের গণ্ডি টপকে গেল দক্ষিণ আফ্রিকা

 ১০০ রানের গণ্ডি টপকে গেল দক্ষিণ আফ্রিকা। ২১ ওভারের শেষে প্রোটিয়া শিবিরের স্কোর ২ উইকেটে ১০৫ রান।

SA vs AFG Live Score : ফের শীর্ষে ডি কক

চলতি বিশ্বকাপে ব্যাটারদের মধ্যে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় ফের শীর্ষে কুইন্টন ডি কক। আফগানিস্তানের বিরুদ্ধে ৪১ রানের সুবাদে ৯ ম্যাচের শেষে প্রোটিয়া ব্যাটারের ঝুলিতে ৫৯১ রান।

SA vs AFG Live: ৫০ রানের গণ্ডি টপকাল দক্ষিণ আফ্রিকা

৫০ রানের গণ্ডি টপকাল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের স্কোর ২ উইকেটে ৮৭ রান

SA vs AFG Live Score : মজবুত শুরু প্রোটিয়াদের

প্রত্যাশামতোই পোক্ত শুরু প্রোটিয়াদের। ৪ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর বিনা উইকেটে ১৯ রান।

SA vs AFG Live: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়াকু ২৪৪ রান আফগানিস্তানের

দুরন্ত লড়াই আজমাতুল্লা ওমারজাইয়ের (অপরাজতিত ৯৭)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়াকু ২৪৪ রান আফগানিস্তানের।

SA vs AFG Live Score : ১৫০ রানের গণ্ডি টপকে গেল আফগানরা

১৫০ রানের গণ্ডি টপকে গেল আফগানরা। ৩৫ ওভারের শেষে আফগানিস্তানের স্কোর ৬ উইকেটে ১৫০ রান।

SA vs AFG Live: সাজঘরে ফিরলেন ইক্রামও (১২)

আউট ইক্রাম আলিখিলও (১২)। ২৭ ওভারের শেষে আফগানিস্তানের স্কোর ৫ উইকেটে ১১৩ রান। 

SA vs AFG Live Score: আউট হাসমাতউল্লাহ

আফগানিস্তানের তৃতীয় উইকেটের পতন। অধিনায়ক হাসমাতউল্লাহ শাহিদিও ফিরলেন প্যাভিলিয়নে ২ রান করে।

SA vs AFG Live: আফগানিস্তানের দ্বিতীয় উইকেটে পতন

আগের ম্যাচে শতরান হাঁকালেও এদিন ১৫ রান করেই গোৎজের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন জাদরান।

SA vs AFG Live Score: আউট গুরবাজ

কেশব মহারাজের বলে রহমনউল্লাহ গুরবাজ। ২৫ রান করেছিলেন গুরবাজ।

SA vs AFG Live: ৫ ওভারে আফগানদের স্কোর ২৪/০

প্রথম ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ২৪ রান বোর্ডে তুলে নিল আফগানিস্তান। ক্রিজে আছেন ২ ওপেনার ইব্রাহিম ও গুরবাজ

SA vs AFG Live Score: টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আফগান অধিনায়কের

টস জিতল আফগানিস্তান। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত শাহিদির। প্রোটিয়াদের জানালেন ফিল্ডিংয়ের আমন্ত্রণ।

SA vs AFG Live: আফগানদের নজরকাড়া বিশ্বকাপ

চলতি বিশ্বকাপে তিনটি বিশ্বচ্যাম্পিয়ন দল পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছে আফগানরা। তবে আজ প্রোটিয়াদের হারিয়ে সেমিতে উঠতে হলে মিরাক্য়াল করতে হবে রশিদদের। ৪০০ রানের বেশি ব্য়বধানে প্রোটিয়াদের হারাতে হবে, যা একপ্রকার অসম্ভব।

SA vs AFG Live Score: আজ বাজি কে?

আগেই সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলেছে প্রোটিয়া শিবির। আফগানদের লড়াই সম্মান রক্ষার।

প্রেক্ষাপট

 বিশ্বকাপে (ICC World Cup 2023) আজ নিজেদের গ্রুপ লিগের শেষ ম্যাচে খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা (South Africa) ও আফগানিস্তান (Afganistan)। প্রথম দল বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে আগেই। আর দ্বিতীয় দল এদিন নিজেদের শেষ ম্যাচে জয় দিয়ে অভিযান শেষ করতে মরিয়া। যদিও খাতায় কলমে এখনও রশিদ, নবিদের সেমিতে ওঠার সুযোগ রয়েছে। কিন্তু সেই অঙ্ক প্রায় অসম্ভবের সমান। গতকাল কিউয়িরা লঙ্কা বধ করে এখন তারাই কার্যত সেমিতে পৌঁছে গিয়েছে।


বিশ্বকাপে আফগানিস্তানের অভিযান চলতি বছর দুর্দান্ত ছিল। তিন বিশ্বচ্যাম্পিয়ন দল ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তানকে তাঁরা হারিয়েছে এবার। এছাড়াও ডাচদের বিরুদ্ধেও জয় ছিনিয়ে নিয়েছে তারা। এর আগে ২০১৫ সালে স্কটল্যান্ড ও ২০১৯ সালে স্কটল্যান্ডের বিরুদ্ধে জয় ছাড়া বিশ্বকাপের মঞ্চে আর কোনও সাফল্য ছিল না যুদ্ধবিধ্বস্ত দেশটির। আজ আমদাবাদে অঙ্কের নিরিখেও যদিও দেখা যায় তবে আফগানদের দক্ষিণ আফ্রিকাকে ৪৩৮ রানের ব্যবধানে হারাতে হবে। যা কোনওভাবেই সম্ভব নয়। ফলে এমনটা বলাই যায় যে আফগানিস্তানের বিশ্বকাপ অভিযান আজই শেষ হচ্ছে।


অন্যদিকে দক্ষিণ আফ্রিকা চলতি বিশ্বকাপে শুরু থেকেই তাঁদের বিজয়রথ ছুটিয়েছিল। তবে প্রথম ধাক্কা আসে অখ্যাত নেদারল্যান্ডসের বিরুদ্ধে। রান তাড়া করতে নেমে হারতে হয় প্রোটিয়া বাহিনীকে। এরপর ফের জয়ের সরণিতে ফিরলেও ভারতের বিরুদ্ধে ফের হার। যদিও তাতে সেমিতে ওঠা আটকায়নি বাভুমার দলের। আজ আফগানিস্তানের বিরুদ্ধে এই ম্যাচ দক্ষিণ আফ্রিকার কাছে অনেকটাই সেমিফাইনালের আগে প্রস্তুতি ম্যাচের মত। দলে কিছু বদলও হতে পারে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.