আমদাবাদ: বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ। সম্প্রচারকারী চ্যানেলের তরফে বলা হচ্ছে, গ্রেটেস্ট রাইভালরি অন আর্থ। বিশ্বের শ্রেষ্ঠ দ্বৈরথ। আর সেই মঞ্চকে আরও স্মরণীয় করে রাখতে চেষ্টার কসুর রাখেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।
শনিবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাচের উন্মাদনা আরও বাড়িয়ে তোলার জন্য এক মঞ্চে হাজির করা হয়েছিল ভারতীয় সঙ্গীত জগতের নতুন আইকন অরিজিৎ সিংহ (Arijit Singh), অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুনীধি চৌহান, সুখবিন্দর সিংহ, শঙ্কর মহাদেবনদের। ভারত-পাক ম্যাচের আগে দেশের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে পারফর্ম করলেন তাঁরা। কিন্তু সেই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখার সুযোগ হল না অনেকেরই। শুধুমাত্র মাঠে যাঁরা রয়েছেন, তাঁরাই দেখতে পেলেন অনুষ্ঠান। টিভিতে বা স্মার্টফোনে যাঁরা খেলা দেখছেন, তাঁরা বঞ্চিত হলেন। কেন?
বিশ্বকাপের আয়োজক সংস্থা ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-র তরফেও বলা হয়নি কোনও কারণ। কিন্তু সূত্রের খবর, যেহেতু আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ড মিলে ঠিক করেছিল যে, এবারের বিশ্বকাপের কোনও উদ্বোধনী অনুষ্ঠান রাখা হবে না, তাই একটি বিশেষ ম্য়াচকে ঘিরে কোনও অনুষ্ঠান সম্প্রচার করা থেকে পিছিয়ে আসা হয়। বিশ্বকাপে কোনও একটি ম্যাচকে ঘিরে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রচার চললে বিতর্ক বাঁধতে পারে বলেও মনে করেছেন অনেকে।
তবে অরিজিৎ, সুখবিন্দর, সুনীধি ও শঙ্কর মহাদেবনদের পারফরম্যান্স টিভিতে বা স্মার্টফোনে দেখা থেকে যাঁরা বঞ্চিত হলেন, তাঁরাও চাইলে সেই অনুষ্ঠান দেখতে পাবেন। সোশ্যাল মিডিয়ায় তাঁদের গানের ভিডিও ভাইরাল হয়েছে। অনেক ক্রিকেটপ্রেমীই সোশ্যাল মিডিয়ায় তাঁদের গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
শনিবার টসের ঠিক আগে পারফর্ম করেন অরিজিৎরা। এর আগেও নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পারফর্ম করেছেন অরিজিৎ। ২০২৩ সালের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়ে দিয়েছিলেন। ভারত-পাক ম্যাচের আগেও জমিয়ে দিলেন অরিজিৎ। বন্দে মাতরমও গাইলেন অরিজিৎ।
আরও পড়ুন: ABP Exclusive: ভারতের জন্যই হয়তো বাবরের সেরা ইনিংসটা তোলা রয়েছে, হুঁশিয়ারি আমিরের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial