গুয়াহাটি: বিশ্বকাপ শুরু হওয়ার আগেই জেরবার বাংলাদেশ (Bangladesh Cricket Team) শিবির। প্রথমে তামিম ইকবালকে (Tamim Iqbal) নিয়ে বিতর্কে তোলপাড় চলেছে। তারপরই শাকিব আল হাসানের চোট নিয়ে তৈরি হয় উদ্বেগ। ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করছে বাংলাদেশ। সেই ম্যাচে কি শাকিবকে ছাড়া নামতে হবে টাইগার্সদের, জোরাল প্রশ্ন উঠে গিয়েছিল।
তবে বাংলাদেশ ক্রিকেটপ্রেমীদের জন্য স্বস্তির খবর। বলা হচ্ছে, শাকিব একশো শতাংশ ফিট। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই তিনি খেলবেন। সোমবার ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচে শাকিব খেলেননি। তাঁর পরিবর্তে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। তিনি জানিয়েছেন, শাকিবকে পাওয়া যাবে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই।
গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের সময় ধারাভাষ্যকাররা জানান যে, ম্যাচের আগে ওয়ার্ম আপের সময় ফুটবল খেলতে গিয়ে পায়ের পাতায় চোট পেয়েছেন শাকিব। সেই ম্যাচে শাকিব খেলেননি। বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ়। ম্যাচটি অবশ্য সাত উইকেটে জিতেছিল বাংলাদেশ।
সোমবার শান্তর মন্তব্য অবশ্য বাংলাদেশ ক্রিকেট ভক্তদের কাছে সুখবর। শাকিব শুধু দলের অধিনায়কই নন, সেরা অলরাউন্ডার। বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স অনেকটাই নির্ভর করে থাকবে তাঁর ওপর। তামিম-বিতর্ক এবং বিশ্বকাপের আগে এশিয়া কাপে দলের হতশ্রী পারফরম্যান্সের পর বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরাও দেখতে চাইবেন, অধিনায়ক শাকিব সামনে থেকে নেতৃত্ব দিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial