Reserve Bank of India: চলতি সপ্তাহে বড় সিদ্ধান্ত নিতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI MPC Meeting)। যার ওপর নির্ভর করবে আপনার ঋণের ইএমআই (EMI)। জেনে নিন, কবে এই রেট আপডেট করবে কেন্দ্রীয় ব্যাঙ্ক (Bank News)। 


এবারও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রেপো রেট অপরিবর্তিত থাকতে পারে। চলতি সপ্তাহে RBI-এর মুদ্রানীতির বৈঠক হতে চলেছে। সপ্তাহের শেষে সুদ বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই অবস্থায় সুদের হার অপরিবর্তিত রাখার সম্ভাবনা রয়েছে। তবে উদ্বেগও কম নেই ঋণগ্রহীতাদের মনে।


তেলের দাম বদলে দিচ্ছে হিসেব
আরবিআই মুদ্রাস্ফীতির হার এবং অপরিশোধিত তেলের দামের ওপর নজর রেখেছে। অশোধিত তেলের দাম 10 মাসের মধ্যে সবচেয়ে দ্রুত বেড়েছে,যে কারণে কঠোর পদক্ষেপ নিতে পারে আরবিআই। এই পরিস্থিতিতে RBI রেপো রেট বৃদ্ধির সিদ্ধান্ত নিতে পারে। বর্তমানে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট 6.50 শতাংশ রেখেছে। যা 4 থেকে 6 অক্টোবরের মধ্যে সভায় 6.50 শতাংশে রাখা হবে বলে আশা করা হচ্ছে।


চতুর্থবারের মতো রেপো রেটে কোনও পরিবর্তন হবে না ?
আরবিআই যদি এমন সিদ্ধান্ত নেয়, তবে এই নিয়ে টানা চতুর্থবার রেপো রেটে পরিবর্তন হবে না।  আগের বৈঠকগুলিতে আরবিআই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে এবং বাজারের অবস্থা বজায় রাখতে সুদের হার স্থিতিশীল রেখেছিল।


ঋণের বোঝা কমতে পারে
কেন্দ্রীয় ব্যাঙ্ক যদি সুদের হার অপরিবর্তিত রাখে, তবে ব্যাঙ্কগুলি হয় ঋণের সুদের হার কমাতে পারে বা অপরিবর্তিত রাখতে পারে। এর মানে হল যে লোকেদের কিছুটা কম বা একই EMI দিতে হবে যা তারা এখন দিচ্ছে।


যে কারণে রেপো রেট বাড়তে পারে
ডিসিবি ব্যাঙ্কের সিনিয়র ইকোনমিস্ট রাধিকা রাও বলেছেন, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম নভেম্বর 2022-এ সর্বোচ্চ স্তরে পৌঁছেছে, আরবিআই-এর এপ্রিলের অনুমান 85 ডলার প্রতি ব্যারেল ছাড়িয়ে গেছে। সেপ্টেম্বরের গড় আগস্টের তুলনায় প্রায় 9 শতাংশ বেশি। একই সঙ্গে শেয়ারবাজারে বিক্রেতার সংখ্যাও বেড়েছে। রুপির দরপতনও দেখা গেছে। এই পরিস্থিতিতে হার বৃদ্ধি বা স্থিতিশীল রাখা হতে পারে।


TATA গ্রুপের এই ১২টি স্টকে প্রচুর লাভ, ৬ মাসে দিয়েছে ১৫০ শতাংশ পর্যন্ত রিটার্ন